নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি - ৮

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪

আজ কিছুক্ষন চার্লি চ্যাপলিনের জীবনী পড়লাম । তার এক স্ত্রী তার সম্পর্কে বলেছে “Mr. Chaplin is a genius , and a genius should never marry "

আরেক মহীয়সী নারী তার সম্পর্কে বলেছে ‘ Chaplin wasn`t a man who could direct anybody .A remarkable talent but a monster of a man '
চ্যাপলিন তার জীবনে অনেক সম্পর্কে জড়িয়েছেন । তবে সবচেয়ে জঘন্য ছিলো ১৬ বছর বয়সের এক অভিনেত্রীকে অন্তসত্তা করে দেয়া । তবে তার জন্য তাকে ৮০০০০০ ডলার খসাতে হয়।

মূল শিক্ষা হলো মেধাবী মানুষ গুলো একটু হারামি টাইপের হয়।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২

একদম_ঠোঁটকাটা বলেছেন: চার্লি তাঁর সিনেমায় অভিনয় করা প্রায় সব অভিনেত্রীকে নিজের শয্যা-সঙ্গিনী করেছিলেন। যেটাকে এখন CASTING COUCH বলে। তবে আমার মনে হয় অনেকেই ব্যক্তিগত সুবিধালাভ এর জন্য নিজ ইচ্ছাতে তা মেনে নেন।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: তবে তাকে এই কারনে ঝামেলা ও অনেক পোহাতে হইছে।
ধন্যবাদ

২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪

সিগন্যাস বলেছেন: হে হে হে পোষ্ট পড়ে মজা পেলুম।আসলেই মেধাবীরা একটু হারামি টাইপের হয়

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

লিট্রিমিসটিক বলেছেন: কৃষ্ণ কমল দা তাহলে হারামী টাইপের নাকি?

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: হাহাহাহাহ......

৪| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২

ফেনা বলেছেন: এই ব্লগে কি তাহলে অনেক হারামি আছে.......
হা হা হা হা হ.... মজা পাইলাম।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

৫| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগের হারামিদের তালিকায় প্রথম নামটা কার আসবে জানতে মুঞ্চায়। :P

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার ও মন চায় জানতে

৬| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

টারজান০০০০৭ বলেছেন:
বিশেষ করিয়া সাহিত্য, সংষ্কৃতি, নাটক , ছিঃনেমাতে যাহারা কাজ করে তাহারা লুচু হইবে ইহাই যেন স্বাভাবিক ! না হইলেই অস্বাভাবিক মনে হয় ! লুচু হওয়া যেন তাহাদের অধিকার ! না হইলে তাহাদের মানায় না !

ছিঃনেমায় যাহারা নামিতে চায়, তাহাদের কাছে Casting Couch একখানা পূর্বশর্তও বটে ! তবুও আমাদের দেশে শিল্পীর অভাব হইতেছে না দেখা যায় ! শেষ পর্যন্ত ইহাদের বেশিরভাগই হাই প্রাইস হুকার ছাড়া আর কিছু হইতে পারে না !

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো

৭| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

টোনাল্ড ড্রাম্প বলেছেন: মার্লোন ব্রান্ডো র কতা মনে হৈ তা ছে

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৮| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: চার্লি চ্যাপলিন একজন অসাধারন মানুষ।
সময় পেলে তার মুভি গুলোও দেখবেন।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০২

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি বেশ কয়েকটা মুভি দেখছি তার।
আমিও অপকটে স্বীকার করি চার্লি চ্যাপলিন একজন অসম্ভব মেধাবী ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.