নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

এই শহর আমার

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

কাক ডাকা ভোরে শুরু হয় গল্প !
রাস্তার মোড়ে মোড়ে, বাস স্টপেজ, কিংবা উদ্যানে !
পুরানো কারিগরের নিখুঁত হাতে জন্ম নেয় সে গল্পগুলো;
তার প্রতিটি দৃশ্যপট !
সকাল শুরু হয় চা আর গল্পে,
প্রতিটা সূর্যোদয় স্বাদ পায় নতুনত্বের !
জানালায় তাকিয়ে গল্প করি ব্যস্ততার সাথে,
গল্প করি সকালের গল্পের সাথে ।
সন্ধ্যায় যখন ক্লান্তিরা দল বেঁধে হুমড়ি খায় লোকাল বাসে;
নিয়ন আলোয় যখন শহর ডুবে যায় ভীড়ে;
সে ভীড়ে একজোড়া উৎসুক চোখ তাকিয়ে থাকে দিগন্তে,
খুঁজে ফিরে যান্ত্রিকতার নিস্তব্ধতা কিংবা জীবনের না বলা কোন গল্প !
ঘরে ফিরবো ফিরবো করে ফেরা হয় না রোজ !
সময় পালায় নানা টালবাহানায় , পড়ে থাকি আমি !
আমার যে নেশা, স্বকীয়তার নেশা, শহরের নেশা !
আমার যে গল্প চাই, যান্ত্রিকতায় প্রেম চাই,
রাস্তার মোড়ের নিয়ন আলোর কবিতা চাই,
রাতের অপ্সরীদের কান্না চাই,
ডাস্টবিনে অনাগত এক পৃথিবীর সন্ধান চাই;
আমার যে এক টুকরো মমতা চাই,
ঘরে ফিরি কি করে !
.
আমার পাঁচিলের অস্তিত্বে এই শহর,
তার আকাশে লুকিয়ে আছে আমার অস্তিত্ব,
লুকিয়ে আছি আমি, আমার না বলা গল্পেরা !
এই শহর আমার ,একান্তই আমার !

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা, পাঠে মুগ্ধ হলাম কবি।

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

জেড আই অর্ণব বলেছেন: অসাধারণ

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:
আরিয়ান আরাফ,

শহরের উদোরে দেখেছি একটি কীট বড় হচ্ছে,
প্রকাণ্ডকায়!
ধীরে...ধীরে...
বিষাক্ত সীসা, তামাকের ধুয়ো, অজস্র ইথিলিন পেঁচিয়ে .
সে মুছে দেবে সভ্যতার সকল নগ্ন স্মার্টনেস...
সে বড় হচ্ছে....
ধীরে...ধীরে..
তোমাদের নগরের আতুরে....

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আরিয়ান আরাফ বলেছেন: হোক না ! একদিন ঐ কীট মুছেই আমরা নগর গড়েছিলাম, এবার না হয় ওরা করুক......

৫| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

আরিয়ান আরাফ বলেছেন: :)

৬| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪

হাবিব শুভ বলেছেন: ভাল লেগেছে

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৩

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.