নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| ধ্রুপদী ভালোবাসা ||

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩





তুমিহীনা তোমায় ভেবে হৃদয় খুঁড়ে বিষাদ খুঁজি !

তুমি কাছে নেই তাই হৃদয় প্রকোষ্ঠে আজ

ভালোবাসার অক্সিজেনের অভাব !



অক্সিজেনের সিলিন্ডারের দরকার নেই

দরকার তোমার ও দুটি হাতের নরম স্পর্শ !

তোমার ভালোবাসাই তো অক্সিজেনের বিকল্প !



ম্লান দুপুরে যখন তোমায় নিয়ে লিখছি,

তখন তুমি বহু ক্রোশ দূরে।

আমার এ লেখা তো অনেকটা অভিব্যাক্তি

প্রকাশ করেই দিলো, কিন্তু

কিছু অনুভূতি তো লিখে প্রকাশ করা যায় না,

সেগুলি কি নিজ দায়িত্বে বুঝে নিবে না?



সে কি তুমি বলছো ও সময় তোমার নেই !

বুঝলে না প্রিয়তমা এ মনে ও মগজে

গুন্‌ গুন্‌ করছে প্রণয়ের মৌমাছি !



সুনীল নীরার জন্য লিখে না হয় কবি হয়েছে।

আমি তোমায় নিয়ে লিখে কবি হতে চাই না,

চাই তোমার শরীরে চামড়ার গভীরে মিশে যেতে।



অসুস্থ আমার শিয়রের কাছে এসে

অধরে দুটো চুমু দিয়ে লিখে দিয়ে যাও

তোমার ব্যাক্তিগত কবিতা !

আর আমি হই সে কবিতার মুগ্ধ পাঠক !



- একজন আরমান

১৯/০৪/২০১৪

দুপুর ০১:৩০:৫৪

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা সেলিম ভাই।

শুভকামনা রইলো।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল হইছে ++++

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
শুভকামনা।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫

আমি ইহতিব বলেছেন: বৈশাখের এই চরম গরমে এতো হট কবিতা?


অট: নিশি মেয়েটা ভাগ্যবতী :)

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

একজন আরমান বলেছেন:
আপু, অসুস্থ আর মন ভালো নেই এর মাঝে কি আবোল তাবোল লিখেছি জানি না। অনেক দিন পরে কিছু লিখলাম।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার আরমান ভাই

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভকামনা।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুভূতির ব্যাকুল প্রকাশ। বেশ লাগল।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর।

আশা করি ভালো আছেন। :)

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

কালোপরী বলেছেন: :)

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০

একজন আরমান বলেছেন:
:(

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অক্সিজেনের সিলিন্ডারের দরকার নেই
দরকার তোমার ও দুটি হাতের নরম স্পর্শ ! .. :)

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০

একজন আরমান বলেছেন:
হুম।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বুঝলে না প্রিয়তমা এ মনে ও মগজে
গুন্‌ গুন্‌ করছে প্রণয়ের মৌমাছি !


দূরত্ব ঘুড়ির সুতো দিলাম কেটে
হেঁটে যাব তোমার চরণ পথে,

দিবা রাত্রির বিভেদ গিয়ে ভুলে
ভালোবাসার ভীষণ মাতাল তটে !


(আপনাদের জন্য)

ভালোলাগা/ ভালো থাকুন ।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।

শুভকামনা। :)

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতার প্রথম চার স্তবকে ভাবের প্রকাশ খুব হালকা মনে হল। তবে শেষ দুই স্তবক ভালো হয়েছে। পুরো কবিতাটি শেষ দুই স্তবকের মতো হলে অনেক ভালো হতে পারতো।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫

একজন আরমান বলেছেন:
আমিও বুঝেছিলাম। কিন্তু আর রিভাইস করা হয় নি। লিখেই প্রকাশ করে দিয়েছিলাম।

ধন্যবাদ ও শুভকামনা। :)

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। :)

১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: বেশ বেশ !

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

একজন আরমান বলেছেন:
:)

১২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

শুধু হাতের ছবি কেন ? পুরো ছবিটা দিলেই পারতি।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়া এটাই পুরো ছবি ! ফটোগ্রাফার সায়ন এইটুকই তুলেছিল !

১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

অদৃশ্য বলেছেন:






সেইতো অক্সিজেন সিলিন্ডারের কি প্রয়োজন... আমি তার চোখের ভেতরে ঢুকে সৈকতের হাওয়া নেব...

আহা কি লিখলেন আরমান ভাই... ভালোবাসার মাঝে তীব্রতা থাকাটা খুবই জরুরি... সেটাতে ভালোবাসা আরও গভীরতা পায়...

চমৎকার লিখা...

শুভকামনা...

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। :)

১৪| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:



আহা!!
দুইদিনেই এই অবস্থা ;)

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

একজন আরমান বলেছেন:
কি অবস্থা? B:-) B:-) B:-)

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগলো দাদা ।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

আরে তোর ভালা অবস্থার কথা কইছি ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

একজন আরমান বলেছেন:
মজা নিস নারে মনা ! /:) /:) /:)

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর..

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তুহিন ভাই।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

বাংলার পাই বলেছেন: অক্সিজেনের সিলিন্ডারের দরকার নেই
দরকার তোমার ও দুটি হাতের নরম স্পর্শ !
তোমার ভালোবাসাই তো অক্সিজেনের বিকল্প
----এক কথায় অসাধারণ।


আপনার জন্য ভালোবাসারূপি অক্সিজেনের অভাব হবে না ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

শুভকামনা।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ।

০১ লা মে, ২০১৪ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙ্গালী :)

২০| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:১৪

তাসজিদ বলেছেন: এমনি হয়। বিয়ের পর সব ছেলেই বও পাগলা হয়ে যায়। X(

কি করবে? মায়াবি চোখ কে তো আর ফাকি দেয়া যায় না

০৭ ই মে, ২০১৪ সকাল ১১:১০

একজন আরমান বলেছেন:
ভাই এটাই তো ভালো। বিয়ের পর যদি অন্য মেয়ের দিকে নজর যায় তাহলে তো সংসারে অশান্তি লাগবে। :P

২১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

তাসজিদ বলেছেন: অসুস্থ আমার শিয়রের কাছে এসে
অধরে দুটো চুমু দিয়ে লিখে দিয়ে যাও
তোমার ব্যাক্তিগত কবিতা !
আর আমি হই সে কবিতার মুগ্ধ পাঠক !


:#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

১২ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
;)

২২| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:২৭

ফািরয়া বলেছেন: :) ভালো

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

২৩| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:০৮

অবচেতনমন বলেছেন: অসাধারন ভালবাসার অভিপ্রকাশ, বেশ লাগল। ভালো থেকো সবসময়।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
শুভকামনা থাকলো। :)

২৪| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা ভালো পাইলাম ভাইয়া :)

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৪

একজন আরমান বলেছেন:
থ্যাঙ্কু :)

২৫| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাই।

২৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে আরমান!

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩১

নাসির ভাই বলেছেন: অসাধারণ প্রেমময় কবিতা। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।

১০ ই মে, ২০১৫ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা লন নাসির ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.