নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| কি অদ্ভুত বেঁচে থাকা ||

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩



মাকড়শা জাল বোঁনে বাঁচার তাগিদে,
কখনো,
মানুষ সেই জাল ভাঙ্গে বাঁচার তাগিদে!
এ যেন বেঁচে থাকার এক লড়াই !

তোমার-আমার সম্পর্কটা
মানুষ আর মাকড়শারই মতো!
একই ঘরে দুজনের বেঁচে থাকার লড়াই!

কি অদ্ভুত! তাইনা?
সবার বেঁচে থাকাটাই যেন মুখ্য!


- একজন আরমান
১৮/০৯/১৬
রাত: ১২:১২
মির্জাগঞ্জ, পটুয়াখালী।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তুমি যে ধারার কবিতা লিখো, সেই ধারার চেয়ে কিছুটা বাইরে হয়েছে লেখাটা। ভালো লেগেছে। তোমার লেখার দক্ষতা বেশ ভালো, আরো কিছুটা নার্সিং প্রয়োজন। তোমার হাতে খড়ি যেহেতু ব্লগে, আমার মনে হয় ব্লগেই তোমার সৃজনশীলতা, লেখার নান্দনিকতা আরো বৃদ্ধি পাবে।

অনেক শুভেচ্ছা রইল আরমান।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

একজন আরমান বলেছেন:
তোমার হাতে খড়ি যেহেতু ব্লগে, আমার মনে হয় ব্লগেই তোমার সৃজনশীলতা, লেখার নান্দনিকতা আরো বৃদ্ধি পাবে।

শতভাগ সহমত।

খুব লিখতে ইচ্ছে হয়, কিন্তু লেখায় ধার আনতে আগে পড়তে হয়। তাই চেষ্টা করে যাচ্ছি ব্লগে সময় দেবার। প্রায় তিনটা বছর খুব দৌড়ঝাপ করে একটা স্টেবল পজিশনে এসেছি। তাই এখন আবার চেষ্টা করছি আগের মতো ব্লগে ফেরার।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

স্বপ্ন ফেরারী বলেছেন: ভালো লেগেছে বেশ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ !
ভালো থাকা হোক। :)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখছেন ভাই, আপনাকে অভিনন্দন,,,

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকুন। :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সবার বেঁচে থাকাটাই যেন মুখ্য!

সত্যি যেন তাই ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:
তাই মনে হয় সেলিম ভাই।

আশা করি ভালো আছেন ! :)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মশিকুর বলেছেন:

অনেকদিন পরে ব্লগে আপনার লেখা পড়লাম...


ব্লগিং চলুক...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

একজন আরমান বলেছেন:
অনেকদিন পর ব্লগের পুরনো আপনাদের দেখে খুব ভালো লাগছে মশিকুর ভাই।
চেষ্টা করছি চালাবার।
ভালো থাকুন। :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

নেক্সাস বলেছেন: একটা ম্যাসেজ দেওয়ার নান্দনিক চেষ্টা ছিল। আমার ভাল লেগেছে। অনেক অনেক দিন পরে নিশির জামাইয়ের লেখা পড়লাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

একজন আরমান বলেছেন:
হুম।
অনেকদিন পর ব্লগে ফিরে এসে আপনাদের দেখে খুব ভালো লাগছে। সেই ২০১২/১৩ সালের ফ্লেভার পাচ্ছি। :)
আশা করি ভালো আছেন।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

Sarfaraj Shahi বলেছেন: লেখাটা খুবই ভালো হয়েছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শরফরাজ ভাই। :)

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: কিডা এইডা ?

আরমান মিয়া নাকি !! :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

একজন আরমান বলেছেন:
হ মিয়া ভাই !
সেই আরমান মিয়াই !
বাইচা আছে এখনো !! :)

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেঁচে থাকাটা সত্যিই অদ্ভুত। ভালো ছিল লেখাটা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

একজন আরমান বলেছেন: সত্যিই অদ্ভুত !
ধন্যবাদ রাজপুত্র !
ভালো থাকুন। :)

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

তৌকির তালুকদার বলেছেন: দারুন লিখছেন ভাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবার তৌকির ভাই। :)

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

ছদ্দবেশি লৌকিক বলেছেন: বেচে থ্কা টাই মুখ্য, কেউ পারে কেউ পারে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

একজন আরমান বলেছেন:
কি জানি !
ধন্যবাদ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

অগ্নি সারথি বলেছেন: সবার বেঁচে থাকাটাই যেন মুখ্য!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

একজন আরমান বলেছেন:
আমার তাই মনে হয়।
ধন্যবাদ ভাই।
অনেক দিন পর !

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখছেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

আমি ইহতিব বলেছেন: অনেকদিনের পুরনো বন্ধুর সাথে দেখা হলে যেমন লাগে তোমাকে ব্লগে দেখেও তেমন ভালো লাগছে। বেঁচে থাকো, ভালো থাকো। রাজকন্যা আর তার মা, বাবা ভালো আছে নিশ্চয়ই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

একজন আরমান বলেছেন:
আমারো খুব ভালো লাগছে আপু। সেই ২০১২/১৩ সালের ফ্লেভার পাচ্ছি। :)
আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। :)

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন। :)

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

সুমন কর বলেছেন: বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কথা এবং মাঝে মাঝে সেটা বিরক্তিকরও বটে !!

ছোট কিন্তু ভালো লাগল।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুমন দা। :)
ভালো আছেন আশা করি।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

মাহমুদ০০৭ বলেছেন: আরমান ভাই আপনাকে ব্লগে দেখে কি যে ভাল লাগছে বলে বুঝাতে পারব না । অনেক আনন্দিত হলাম । আশা করি এইবার আর ফুরুত দিবেন না ।
কবিতায় ভাল লাগা রইল ।

তোমার-আমার সম্পর্কটা
মানুষ আর মাকড়শারই মতো!
একই ঘরে দুজনের বেঁচে থাকার লড়াই!
একটা অন্য লেভেলের চিন্তা করেছেন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
মূলত এই চিন্তাটা থেকেই কয়েকটা লাইন লিখা। ইচ্ছে করে আবার ফিরে আসতে। আপনাদের সাথে আড্ডা দিতে। কিন্তু জীবিকার তাগিদে আসা হয় না খুব একটা।

আশা করি ভালো আছেন। :)

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

মেহেরুন বলেছেন: " তোমার-আমার সম্পর্কটা
মানুষ আর মাকড়শারই মতো!
একই ঘরে দুজনের বেঁচে থাকার লড়াই!"

ভালো লাগলো লাইনগুলো। কেমন আছিস আরমান???

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু।
আমি ভালো আছি। অনেক বছর বাদে !
কেমন আছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.