নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬



আমি সাধারন আম-পাবলিক। খাই, দাই, ফেসবুকে আইসা ভালো আছি-ভালো থেকো টাইপ স্ট্যাটাস দেই আর জনতার প্রসবকৃত স্ট্যাটাসে লাইক দেই। ব্লগে অনিয়মিত হবার পর থেকে নতুন কোন ইস্যুতে কীবোর্ড ভাংগার অভ্যাসও এখন আর নেই। কিন্তু আজকে একটা নতুন ইস্যুতে কীবোর্ড ভাংতে ইচ্ছে হল। তাই লিখছি। যেহেতু আমরা ফেসবুক জেনারেশন তাই আমাদের সবকিছু আজকাল ফেসবুকেই চলে। আমি নিজেও এর ব্যাতিক্রম নই।

আজকে ফেসবুক থেকেই জানতে পারলাম যে এবারের এসএসসি বাংলা প্রথম পত্র পরিক্ষায় সৃজনশীল (!) প্রশ্নপত্রের দুই নাম্বার প্যারার প্রথম লাইনে লেখা, " জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার" ! আর এটা নিয়েই যতো তর্ক-বিতর্ক। এখানে ডাক্তারি পেশাকেই কেন নির্দিষ্ট করে তুলে ধরা হয়েছে? প্রশ্নে "লোভী ডাক্তার" না লিখে "লোভী মানুষ" লিখলেই তো হয়ে ঝামেলা হতো না! সেখানে কেন একটা নির্দিষ্ট প্রফেশন তুলে রেসিজমের সৃষ্টি করলেন আমাদের শিক্ষক মহোদয়েরা? আমরা ছোটবেলায় পড়তাম ডাক্তারি আর শিক্ষকতা দুটি মহান পেশা। তাহলে কেন এখন ডাক্তারি পেশাকে ছোট করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হল? অনেকেই বলছেন এই সামান্য ছোট ইস্যুতে এতো চিল্লাচিল্লির কি আছে? আচ্ছা মানলাম ব্যাপারটা ছোট। কিন্তু যদি এমন করে লেখা হতো যে, " জাহেদ সাহেব একজন লোভী শিক্ষক। তিনি ক্লাস ফাঁকি দিয়ে বাসায় ব্যাচের পর ব্যাচ প্রাইভেট পড়িয়ে আর প্রশ্নপত্র ফাঁস করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছেন।" তখন আমাদের শিক্ষক পেশাজীবীদের মনে কি একটুও কষ্ট লাগতো না? তখন কি শিক্ষক মহোদয়েরা এর প্রতিবাদ করতেন না? ভালো খারাপ সব মিলিয়েই মানুষ। আর তাই সব প্রফেশনেই ভালো খারাপ মানুষ আছেন। তাই বলে ঢালাওভাবে কোন কিছু বলা ঠিক বলে আমি মনে করি না।

এবার একটু অন্যদিকে যাই। আজকে এই ঘটনা দেখার পর আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগছে আসলেই আমাদের শিক্ষক মহোদয়েরা কি সৃজনশীল পাঠ্যক্রমের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছেন? যদি উত্তর না হয় তবে তাদেরকে সৃজনশীল বিষয়ে আরও ট্রেনিং দেবার প্রয়োজন আছে। আর যদি হ্যাঁ হয় তবে বলবো এমন সৃজনশীলের থেকে আমাদের সময়কার মুখস্তবিদ্যার পরিক্ষাই ভালো ছিল।

সকলের শুভ বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B দেশে সবাই মার্কেট লিডার হতে চায়। সবাই চায় প্রতিযোগিতার বাজারে তারা সুনামের সাথে টিকে থাকুক। এতে তারা অন্যকে ছোট করতে দ্বিধা করেনা। প্রশ্নে উল্লেখিত ঘটনাটি তারই সাক্ষি বহন করে। পেশাগত ও ব্যবসায়িক দ্বন্ধ থাকলে মানুষের মধ্যে এমন আচরণ পরিলক্ষিত হয়। জাতির সামনে আরো অনেক কিছু ফেস করবে, তার জন্য এখনি প্রস্তুতি নেয়া দরকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
শিক্ষক আর ডাক্তারেরা তো বাজারে কোন প্রোডাক্ট লঞ্চ করেনি। তাহলে এখানে মার্কেট লিডার হবার প্রশ্ন আসবে কেন? দুইটা আলাদা পেশা। এখানে কিসের লড়াই?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: আমি শুধু ব্যাপক অর্থে ব্যাবহার না করে বলবো, সমাজের এই দুটি গুরুত্বপূর্ন অৎশই আজ জরাজীর্ন, দূর্নীতিতে।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

একজন আরমান বলেছেন:
শুধু এই দুটি অংশই না, দূর্নীতি কম বেশি সব জায়গাতেই আছে ! তাই বলে এককভাবে কাউকে দোষারপ করা ঠিক না।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

পলাশমিঞা বলেছেন: এক্কেবারে কলিজায় গুতা দিয়ে কথা বলেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫

একজন আরমান বলেছেন:
আসলে ব্যাপারটা সত্যিই চোখে পড়ার মতো।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২

কালীদাস বলেছেন: বাংলাদেশে সবাই লোভী, কাজেই লোভী ডাক্তার বলা বা লোভী টিচার বলা, খুব আহামরি তফাৎ হবে না গোড়ায়। তবে প্রশ্নটা জায়গামত ফেলেছেন, এই সৃজনশীল টার্মটা যারা এনেছে, তারা নিজেরাও কি বোঝে জিনিষটা? এই সৃজনশীল পাশ করা গোল্ডেন জিপিএওয়ালা অদম্য মেধাবীরা যখন আসে আমাদের কাছে, তখন দেখি একেকজনের অবস্হা :((

অনেকদিন পর দেখছি আপনাকে, কে জানে হয়ত আমি নিজেই ইরেগুলার বলে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
সেটাই ভাই। এর থেকে বরং আগের মুখস্তবিদ্যা ভালো !

২০১৪ এর পর থেকে আমিও ইরেগুলার। চাকরি আর ফ্যামিলির পেছনে সময় আজকাল বেশি দেওয়া হয় !
আশা করি ভালো আছেন। :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

পলাশমিঞা বলেছেন: তা অবশ্য ঠিক, আজকাল টাকার জন্য সবাই যেন মরিয়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩০

একজন আরমান বলেছেন:
টাকার জন্য মরিয়া হওয়া খারাপ কিছু না, কিন্তু দূর্নীতি করা আর খোঁচাখুচি করা খারাপ জিনিস !

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার সত্যি বিষয়টা দেখে খারাপ লাগচ্ছে .............

কিন্তু নচিকেতার ও ডাক্তারটা গানটা মনে করিয়ে দেয়, অনেক কিছু।প্রতিটি মানুষের প্রয়োজন আছে কিন্তু তা কতটুকু ?

ও ডাক্তার, ও ডাক্তার...
তুমি কতশত পাস করে এসেছ বিলেত ঘুরে
মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার...
তোমার এম.বি.বি.এস নানা এফ.আর.সি.এস
বোধহয় এ টু জেড ডিগ্রী ঝোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার...
ডাক্তার মানে সেতো মানুষ নয়
আমাদের চোখে সেতো ভগবান
কসাই আর ডাক্তার একইতো নয়
কিন্তু দুটোই আজ প্রফেশান
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার।।

ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট,
ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন
একশত টাকা যদি ক্লিনিকের বিল
অর্ধেক দালালী তিনিই নেবেন
রোগীরা তো রোগী নয় খদ্দের এখন
খদ্দের পাঠালেই কমিশান
ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগন
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার।।

নিজেদের ডাক্তার বল কেন?
তার চেয়ে বলনাকো ব্ল্যাকমেলার
রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সদ্ব্যবহার
সরকারি হাসপাতালের পরিবেশ
আসলেতো তোমরাই করছো শেষ
হাসপাতাল না থাকলেই জনগন
নার্সিং হোমে যাবে অবশেষ
সেখানে জবাই হবে উপরি কামাই হবে
মানুষের সেবার কী দরকার!
ও ডাক্তার, ও ডাক্তার।।

বাঁচানোর ক্ষমতাতো তোমারই হাতে
তুমি যদি মারো তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিইতো সবকিছু
করজোড়ে নিবেদন করছি তাই
তোমার গৃহিনী যে গয়না পড়েন
দেখেছ কী তাতে কত রক্ত
তোমার ছেলের চোখে দেখেছ কী
কত ঘৃণা জমা অব্যক্ত
তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
সব ডাক্তার তো আর এক না। তাই না?

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০

গেম চেঞ্জার বলেছেন: যাই বলেন, ডাক্তাররা পুলিশের চেয়েও বেশি লোভী। এবং তারা বৈধভাবেই মানুষ ঠকানোর মত মহৎ কাজ করে চলেছে। কেবল মাত্র টাকার জন্য তারা ব্রান্ড বদলিয়ে নিম্নমানের ওষুধ লিখে দিতে পারে, টাকার জন্য গরিব অসহায় মানুষকে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে চিকিৎসার খরচের বারোটা বাজিয়ে দেয়......

এভাবে কত যে বলা যাবে তার ইয়ত্তা নেই! :

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
আমার তা মনে হয় না।
http://imgur.com/a/Km0kD

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শিক্ষক আর ডাক্তারেরা তো বাজারে কোন প্রোডাক্ট লঞ্চ করেনি। তাহলে এখানে মার্কেট লিডার হবার প্রশ্ন আসবে কেন? দুইটা আলাদা পেশা। এখানে কিসের লড়াই?

এখানেই আমাদের দূর্বলতা। শিক্ষাকতা আর ডাক্তারী এখন আর কেউ সেবার মন মানসিকতা নিয়ে আসে না। দু' চার জন আছেন নেহাত ভাল, আর কিছু আছেন চান্স পান না তাই হাত পা গুটিয়ে বসে থাকেন। বাকি যারা আছেন তারা সেবার চাইতে অর্থাকে প্রাধান্য দেন। যেটি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো করে থাকে। মানে পেশাটাকে বাণিজ্যকরণ করে ফেলছেন। এটা করতে গিয়ে তাদের স্বভাবিক বিভেক বির্ষজন দিতে পিছপা হন না। ফলে তারা মানষিক ও সামাজিক ইমেজ ক্রাইসিসে ভুগেন। তাই নিজেদের কে পাক পবিত্র ঘোষণা করতে অন্যকে ডুবাইছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
দুনিয়াতে কিন্তু ভালোর সংখ্যাটাই বেশী ! :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সিংহভাগ ডাক্তারই লোভী! এটা বলাতে দোষের কিছু নেই! শিক্ষকসম্প্রদায়ও তাই! যদিও আমি একজন শিক্ষক! যেমনটা দেখেছি তাই বললাম!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
দুনিয়াতে কিন্তু ভালোর সংখ্যাটাই বেশী ! :)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১

মোঃ রায়হান শেখ রনি বলেছেন: যদিও এটা শুধু মাত্র একটা উদাহরণস্বরূপ মাত্র। এখানে শিক্ষার্থীদের টাকার প্রতি না ছুটে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হওয়ার ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে। তাই আমার মতে এটা কোন একপক্ষীয় প্রশ্ন নয়, সৃজণশীলতায় এটায় উপযুক্ত প্রশ্ন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
একপক্ষীয় প্রশ্ন কেন নয় ?
ভাই যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে একটু উপকৃত হতাম। আমি একটু কম বুঝি কি না।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: ওয়েল কাম ব্যাক আরমান !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)
কেমন আছেন ?

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

প্রশ্নবোধক (?) বলেছেন: লোভী ডাক্তার বলাতে লোভী ডাক্তারদেরই আতে ঘা লেগেছে। ভালদের নয়। কারন এই লোভী ডাক্তারদের পরিচয় প্রকাশ হচ্ছে এটাই সমস্যা। যখন একটা জাতি বা প্রফেশন এর ৯০ভাগ লোক খারাপ কাজের সংগে যুক্ত তখন তো পুরো জাতির বা পেশারই দুর্ণাম হবে । এটাই স্বাভাবিক। সবাই পুলিশকে খারাপ বলে। সব পুলিশই কি খারাপ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
৯০ ভাগ !!!
তথ্যটা কই পাইলেন ভাই? যদি একটু রেফারেন্সটা দিতেন তাহলে খুব উপকৃত হতাম।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: তাতো আছেই।। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই দুই পেশার লোক।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
সহমত।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

আখেনাটেন বলেছেন: এখানে একজন ডাক্তার নির্দিষ্ট করে বলেছে। সকল ডাক্তার সমাজকে তো বলে নি। এতে ডাক্তারদের ক্ষেপে যাওয়ার কারণ কী? মানুষ তো হরহামেশায় বলে একজন অসাধু ব্যবসায়ী, একজন ঘুষখোর পুলিশ বা আমলা, একজন নীতিহীন রাজনীতিবিদ ইত্যাদি।

এটা যদি জনসচেতনতামূলক হয় তবে বিশাল কোনো অন্যায় হয়েছে তা কিন্তু বলা যাবে না। কারণ আজকাল দেশে ডাক্তারদের যে কাজকর্ম শুনতে খারাপ লাগলেও মানুষ কিন্তু পুলিশ ও ডাক্তার এই দুই শ্রেণির প্রতি ত্যক্ত-বিরক্ত। অথচ এই দুই পেশায় সেবামূলক মহান পেশা। যারা সত্যিকারের সেবায় নিযুক্ত তারা মনে হয় না এতে ক্ষুব্ধ হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
ডাক্তার/ পুলিশদেরও আমরা হরহামেশাই বলি। কিন্তু বলা আর এসএসসির মতো জাতীয় পর্যায়ের একটি পরিক্ষায় এটা লেখা এক জিনিস বলে আমি মনে করি না।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু আমি সমষ্ঠিগত ভাবেই বলেছি লেখার সুত্র ধরে।। পুলিশও আছে সেই দলে, কিন্তু লেখায় ছিল না বলে বাহুল্য মনে করেছি।। ধন্যবাদ।।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি পূর্বের মন্তব্যটি আখেননাটেনের মন্তব্যের সুত্রে।।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭

তোমার জন্য মিনতি বলেছেন: আসলে যারা প্রশ্নটা করেছে তারা এত গভীরে চিন্তাই করেনি। হয়তো তারা ডাক্তারি পেশাটাকেই ছোট করেছে, নয়তো জানেইনা এমন প্রশ্ন একটি নির্দিষ্ট পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাইবলে যারা এমন প্রশ্ন অনুমোদন দিল তারা সাবাই জানেনা! না, এটা মানা যায় না। প্রশ্নটি খুব অন্যায় হয়েছে। ডাক্তার যদি লোভী হয় শিক্ষক তো আরও লোভী বর্তমানে।


ভালো আলোচনা করেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
সেটাই। জাতীয় পর্যায়ের একটি পরিক্ষায় এভাবে একটা জিনিস প্রিন্ট হয়ে আসবে এটা ভাবা যায় না।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৯

অন্তরন্তর বলেছেন:
আমার মনে হয় অপেশাদারিত্ব তাই এমনটা হয়েছে। আমাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হউক। ব্লগে আপনাকে দেখে ভাল লাগল।
শুভ কামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
সেটাই। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
আপনাকে দেখেও ভাল লাগল। :)
কেমন আছেন?

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আলোচনা করেছেন। প্রশ্নে একটা পেশাকেই ছোট করা হয়েছে। এটা মোটেই উচিৎ হয়নি। এটা ভুল নয়, উদ্দেশ্য প্রণোদিত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

একজন আরমান বলেছেন:
হতে পারে।
ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

গরল বলেছেন: সমাজের প্রতিফলন এটা, মেনে নিতেই হবে। কেন আমরা যে ছোট বেলায় অংক করতাম কতটুক দুধে কতটুক পানি দিলে কত % লাভ হবে সেটাওতো একটা পেশার প্রতি ইঙ্গিত করা হত কিন্তু সেটা নিয়ে কেউ কোনদিন কথা বলে নাই কারণ ওটা ছিল ছোট পেশা। এখন গায়ে লেগেছে কারন চিকিৎসক একটা বড় পেশা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেন নি।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

টারজান০০০০৭ বলেছেন: সব মাছ গু খায়, ঘাইরা মাছের নাম হয়!সবাই কম বেশি আকাম কুকাম করে, নাম হয় ডাক্তারের! তবে ভাত পচলে খাওয়া যায় , পোলাও পচলে খাওয়া যায় না।অন্যদের দুর্নীতিতে দেশ ও জাতির যত না ক্ষতি হয় শিক্ষক , ডাক্তার , সাংবাদিক , বুদ্ধিজীবী এরা পচলে জাতির ক্ষতির আশঙ্কা অনেক বেশি। আমি বলবো শিক্ষকদের দোষ সবচেয়ে বেশি।কারণ , তারা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি বলেই এমন অবস্থা।আমাদের শিক্ষা ব্যাবস্থায় নৈতিক শিক্ষার কোনো স্থানই নাই, মানুষ নীতিবান হবে কিভাবে ? যে শিক্ষায় শেখানো হয় "লেখাপড়া করে যে , গাড়িঘোড়া চড়ে সে " , সেই শিক্ষা ব্যাবস্থায় ছাত্ররা গাড়ি ঘোড়া চড়ার লোভেই পড়বে। ডাক্তার , শিক্ষক হইয়া তাদের টার্গেটই থাকবে কিভাবে গাড়ি ঘোড়া করা যায় , শর্টকাটে গাড়ি ঘোড়া বানাইতে গিয়েই একসময় কসাই তৈরী হয় , জানোয়ার তৈরী হয়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.