নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান জুয়েল

আসাদুজ্জামান জুয়েল

রওশনারা বেগম ও আবদুর রশীদ খানের কনিষ্ঠ পুত্র আমি আসাদুজ্জামান জুয়েল। ১৯৭৮ সালের ০৫ জুন শরীয়তপুর জেলার পালং থানা পালং গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। শিক্ষা জীবন শুরু মায়ের হাতে। তুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি; শরীয়তপুর সরকারী মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি; জাজিরা ডিগ্রী কলেজে থেকে বাণিজ্য বিভাগ হতে বি.কম পাস করার পর প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে আইন অনুষদ হতে এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করি। প্রতিটি ক্যাম্পাসেই কেটেছে মধুর দিনগুলো। ২০০৯ সালের ০৮ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হয়ে ২৩ ডিসেম্বর ২০০৯ ঢাকা বার এসোসিয়েশনে সদস্যভূক্ত হই। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর ২০১০ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যভূক্ত হয়ে আইন পেশার সাথে যুক্ত আছি। ঢাকা জেলা আইনজীবী সমিতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ও শরীয়তপুর জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত আছি। সাংবাদিকতা ও লেখালিখি করি মনের টানে। একই সাথে আইন পেশা ও সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্ম জীবন শুরু লেখালিখির মাধ্যমে। দৈনিক ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতার শুরু। এর পর দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কন্ঠ, দৈনিক গণমুক্তি সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬টি। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে লেখা আমার প্রথম উপন্যাস ‘যেমন আছি লন্ডনে’ প্রকাশিত হয় ২০১২ সালের একুশে বই মেলায়। দীর্ঘ বিরতির পরে ২০১৯ এর একুশে বইমেলায় প্রকাশিত হয় ভ্রমণ কাহিনী ‘কলকাতা ভ্রমণঃ জীবনে প্রথম কিছু’; প্রবন্ধ সংকলন ‘সমকালীন ভাবনা’ ও প্রথম কাব্য গ্রন্থ ‘হৃদয়ের শব্দক্ষরণ’। ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রবন্ধ সংকল ‘সমকালীন ভাবনা-২’ ও দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘তুই থাকিস পরাণের গহীনে’। এছাড়াও বেশ কিছু বই প্রকাশের অপেক্ষায় আছি। লেখালিখি করি বিভিন্ন ব্লগে। আমার ওয়েবসাইটঃ www.asadjewel.com, নিজস্ব ব্লগঃ www.asadjewel.blogspot.com এছাড়া www.somewhereinblog.net এ নিয়মিত লেখালিখি করি। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে তিনবার ও লাইব্রেরী সম্পাদক হিসাবে দু্ইবার দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর জেলা ইউনিটের জীবন সদস্য। প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখার সভাপতি হিসাবে দ্বায়িত্বে আছি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর, রূপালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুর এর আইন উপদেষ্টা হিসাবেও কর্মরত আছি। গরীব-দুঃখীদের মামলা পরিচালনার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা শাখার প্যানেল আইনজীবী হিসাবে দুস্থ্যদের আইনগত সহায়তা প্রদান কাজে নিষ্ঠার সাথে জড়িত আছি। সুশাসনের জন্য নাগরিক (সুজন), শরীয়তপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষানিকেতন কর্ম কেন্দ্রীক পাঠাগার, শরীয়তপুরের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। ২০০৯ সালে বাংলাদেশ বার কাউন্সিল ও অস্ট্রেলিয়ান বার এসোসিয়েশনের উদ্যোগে ইনটেনসিভ ট্রায়েল এডভোকেসী ওয়ার্কশপ, ২০১০ সালে এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার এর উদ্যোগে হিউম্যান রাইটস এন্ড রুল অফ ‘ল’, ২০০২ ও ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং কর্মশালা, ১৯৯৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কম্পিউটার ট্রেড প্রশিক্ষণ, ২০১০ সালে ইউএসএইড-প্রগতি-কালেরকন্ঠ আয়োজিত দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণসহ পেশাগত উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি। লেখালিখি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে সমাজ সংস্কারে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার অর্ধপ্রাণ কন্যা রওশন আসাদ প্রিয়ন্তী। সহধর্মীনি মুনমুন সুলতানা লুনা পেশায় শিক্ষিকা। দুই বোন রেহানা আক্তার রেখা এবং কহিনুর আক্তার শিখা এবং একমাত্র ভাই মোহাম্মদ রুহুল আমীন খান আজাদ একজন প্রবাসী। যোগাযোগের জন্য আমাকে মেইল করতে পারেনঃ [email protected]

আসাদুজ্জামান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

করোনা রঙ্গঃ উহান থেকে এহানে!

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪


উহান থেকে এহানে এসে গেছে করোনা ভাইরাস! এটা আবার কেমন কথা? হ্যা এটাই সত্যি। আমরা হলাম গ্রামের মানুষ। যারা গ্রামে থাকেন বা কোন সময় গ্রামে কাটিয়েছেন তারা আমার উহান-এহান বুঝবেন। করোনা ভাইরাস আজ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ক্ষুদ্রকে অবজ্ঞা করো না। ছোট হলেও তার ভিতর তেজ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পারে সব ভেঙ্গেচুরে তছনছ করে দিতে। চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র ভাইরাসই কিন্তু ক্ষমতা দেখিয়েছে গত শতকের প্রথম দশকে। জ্বী, আমি ১৯১৮-১৯১৯ সালের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছি। আজ থেকে একশ বছর পূর্বে চোখে দেখা যায় না এমনই এক ভাইরাস বিশ্বের পাঁচ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলো। এবার আবার হানা দিয়েছে। পরিসংখ্যান অনুযায় কতজন নেয় আর পরিসংখ্যানের বাইরে কতজন নেয় তা হয়তো জানাযাবে কিছুদিন পরে। অবশ্য আপনি জেনে যেতে পারবেন কীনা সেটা আপনিও বলতে পারেন না আর আমিও জানাতে পারবো কীনা সেটাও আমি বলতে পারি না।

করোনাভাইরাসের যে ধরনটি ইতোমধ্যেই বিশ্বের অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেটি খুবই পরিচিত ও ভীতিকর বলে চিকিৎসকরা উল্লেখ করছেন। এই ভাইরাসটি যে প্যাথোজেন পরিবারের, তার নাম করোনাভাইরাস, যার কারণে এর আগে সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণ হয়েছিল। সার্সে আক্রান্তদের ৯% এবং মার্সে আক্রান্ত ব্যক্তিদের ৩৫% মারা গেছেন। হঠাৎ এই নতুন ভাইরাসটি কোত্থেকে এলো এবং এটা কতোটা ভয়াবহ? বিশেষজ্ঞদের ধারণা, যে ধরনের করোনা ভাইরাস থেকে সার্স ও মার্স ভাইরাসের জন্ম হয়েছিল এবং এখন নতুন করে যে ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে সেগুলোর কোনটির উৎপত্তি মানুষ থেকে হয়নি। বরং এসবের জন্ম হয়েছে প্রাণী থেকে। অনেক প্রাণীই তাদের শরীরে বিপদজনক ভাইরাস বহন করে কিন্তু আমাদের সৌভাগ্য যে এসব ভাইরাস এক লাফে মানবদেহে চলে আসতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই একটি বাধা আছে এবং ভাইরাসটি সেই বাধা অতিক্রম করতে পারে না, কথাগুলো বলেছেন ওয়ারিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্রফেসর অ্যান্ড্রু ইস্টন। তবে কখনো কখনো কারো শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা যদি দুর্বল থাকে, অথবা অন্য কোন বিশেষ কারণ থাকে, তখনও ভাইরাসটি প্রাণী থেকে মানুষের শরীরেও চলে আসতে পারে। আর এটি ঘটে ভাইরাসটির রূপান্তরের মধ্য দিয়ে। অর্থাৎ প্রাণীর দেহে ওই ভাইরাসটির জিনগত গঠন যেরকম ছিল তাতে সে পরিবর্তন ঘটিয়ে মানুষের শরীরে আশ্রয় নিতে পারে। নতুন পরিবেশে বেড়ে ওঠার জন্য ভাইরাসটিকে নিজের গঠনে কিছু পরিবর্তন ঘটাতে হয়। বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা বিরল এবং এই প্রক্রিয়ায় করোনা ভাইরাস যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন সেটা ভয়াবহ হয়ে উঠতে পারে। সব ধরনের করোনা ভাইরাসই অতোটা বিপদজনক নয়। কিন্তু যেসব ভাইরাস পশুপাখি থেকে মানুষে চলে আসতে পারে সেগুলো খুবই বিপদজনক হয়। প্রফেসর ইস্টন বলেন, যখন একটি ভাইরাস এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে চলে যায় তখন আগে থেকে ধারণা করা যায় না যে এটি ঠিক কী ধরনের কাণ্ড ঘটাবে। তবে এটি তার নতুন আবাসস্থলে গিয়ে প্রাথমিক পর্যায়েই মারাত্মক রূপ নিতে পারে। এর পেছনে কারণ হচ্ছে, যখন ভাইরাসটি কোন প্রাণী থেকে হঠাৎ মানুষের শরীরে গিয়ে প্রবেশ করে, তখন আমাদের রোগ প্রতিরোধী ব্যবস্থা তাকে চিনতে পারে না। কারণ এই ভাইরাস মোকাবেলায় মানবদেহের পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে ভাইরাসটির কারণে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়। যেমন জলজ পাখি থেকে যে ফ্লু ভাইরাসটি মানুষের মধ্যে আসে, তখন সংক্রমণের তীব্রতা অনেক বেড়ে যায়। ইনফ্লুয়েঞ্জার প্রকোপ সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছিল ১৯১৮ থেকে ১৯১৯ সালে। ওই ভাইরাসে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। ধারণা করা হয় যে ওই ভাইরাসটি এসেছিল পাখি থেকে।

প্রথম দিকে করোনা ভাইরাস নিয়ে মানুষের আঙ্গুল উঠেছিলো চীনের দিকে। সবাই বলাবলি করছিলো যে করোনা ভাইরাস চীনের সৃষ্টি। চীনের কোন এক ল্যাবে জীবানু অস্ত্র তৈরীর জন্য ভাইরাসটি নিয়ে গবেষণা করছিলো। গবেষণাগারে ভাইরাসটির চাষবাসের সময় অসাবধানতাবশত লোকালয়ে চলে এসেছে এবং মহামারি রূপ ধারণ করেছে। এ নিয়ে মুখোরোচক গল্প তার ডালপালা বিস্তার ঘটিয়েছে সারা বিশ্বে যেমনটি বিস্তার ঘটিয়েছে ভাইরাসটি। SARS-CoV-19 মানুষের তৈরি ভাইরাস না হয়ে বরং বাদুড় থেকে মানুষের মধ্যে প্রাকৃতিক বিবর্তনের ফলে উদ্ভূত হতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারনা। এই ভাইরাসটির কারণে সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব ঘটে। প্রাথমিকভাবে উহানের হুয়ানান সামুদ্রিক খাবারের পাইকারী মার্কেটটিকে, পশু উৎস থেকে সংক্রমণের প্রাথমিক স্থান বলে মনে করা হয়, কারণ ৪১ জন ভাইরাল নিউমোনিয়ার রোগীর মধ্যে ২৭ জনের ক্ষেত্রে এই বাজারের সাথে সরাসরি সংলগ্নতা ছিল, যার মধ্যে কিছু ছিল খুচরা বিক্রেতা এবং কিছু ছিল গ্রাহক। ১২ই ডিসেম্বর ২০১৯ থেকে এই মহামারীর শুরু হয় করোনা ভাইরাসের একটি নতুন স্ট্রেইনের মাধ্যমে, যা ৭ জানুয়ারী ২০২০-এ অস্থায়ীভাবে nCOV-2019 নামকরন করা হয়। এই বৃহত্তর বৈশ্বয়িক মহামারীর প্রতিক্রিয়ায় চীন এবং অন্যান্য দেশ উভয়ই ভ্রমণ সীমাবদ্ধতা, পৃথকীকরণ এবং কারফিউ শুরু করে। নতুন আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৩ জানুয়ারী ২০২০ একে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মহামারীকে সন্ত্রাসবাদী আক্রমণের চেয়েও বেশি শক্তিশালী বলে আখ্যায়িত করে। অবশেষে, ১১ই ফেব্রুয়ারি ২০২০ এ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে COVID-19 নামে নামকরণ করে এবং একই দিনে ইন্টারন্যাশনাল কমিটি ইন টেক্সোনমি অব ভাইরাস এর করোনা ভাইরাস স্টাডি গ্রুপ (CSG) এই ভাইরাসের নামকরণ করে SARS-CoV-2। প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পরেছে। প্রাণ কেড়ে নিয়েছে প্রায় সত্তর হাজারের উপরে। আরো কতটা প্রাণ কেড়ে নিয়ে সে থামবে তা এখনও বলা যাচ্ছে না। এরই মধ্যে ভাইরাসটি টিকে থাকার স্বার্থে ৩৮০ বার নিজের জিন বদলে ফেলেছে। থামার পূর্ব মূহুর্ত পর্যন্ত আরো কতবার রূপ বদলায় তা বিশেষজ্ঞরা বলতে পারবে, কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

ভাইরাসটির উদ্ভব হয়েছে বা জানান দিয়েছে চীন থেকে। চীন থেকে উদ্ভব হয়ে সবাইকে চিনে ফেলছে। চিনতে চিনতে পৌছে যাচ্ছে সকলের বাড়ি বাড়ি, শরীরে শরীরে। আমরাই আমন্ত্রণ করছি তাকে। অচিনা হলে আমন্ত্রণ নিশ্চই কেউ করতো না, চীন থেকে আগত চিনা ভাইরাসটিকে হাতে নিয়ে নাকে, মুখে, চোখে পৌছে দিচ্ছি। আমি লেখার শুরুতেই বলেছিলাম আমরা হলাম গ্রামের মানুষ। গ্রামের মানুষ শহুরে মানুষ থেকে একটু বেশিই অতিথিপরায়ন হয়। এটা আর নতুন করে বলার কিছু নেই। গ্রামে উহান মানে ঐখান আর এহান মানে এখানে। তাইতো বলছি যে, চীনের উহান (ঐখান) থেকে এহান (বাংলার এইখান) পৌছে গেছে করোনা ভাইরাস। শরীয়তপুরের নড়িয়ায় প্রথম মৃত্যুর ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে অতিথিপরায়ন নড়িয়াবাসী এহানেও নিয়ে এসেছে করোনাকে। অতিথি এসে গেছে, কিন্তু সাবধান, অতিথিকে পাশের বাড়ি, পাশের গ্রামে, পাশের থানায়, পাশের জেলায় পাঠাবেন না। নিজে এনেছেন নিজেই কোয়ারেন্টিনে থেকে আতিথেয়তা করেন, অন্যকে সুস্থ্য রাখেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: এখন আর গরীবের চিন্তা করি না। নিজের চিন্তা করি। গরীব ত্রাণের জন্য হাত পাততে পারবে। আমার মতো মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কার কাছে হাত পাতবে?

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: একমত ভাই। আমাদের হাত পাতার জায়গা, মানষিকতা ও সুযোগ নাই।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: উহানের এক কোটি লোকের মোবাই সিম বন্ধ। এমন একটা রিপোর্ট প্রচারিত হয়েছিলো।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: চীনে লাশের সৎকার যারা করেন তারাই চীনের পরিসংখ্যান দেখে অবাক হয়েছেন। এই বিশাল সংখ্যক মোবাইল সিম বন্ধ হওয়ার কারন হতে পারে তারা মারা গেছে বা অনেকেই মারা গেছে।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

নেওয়াজ আলি বলেছেন: জেলা উপজেলায় মানুষ চিকিৎসা পাবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.