নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না

" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় "

asif970

" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় "

asif970 › বিস্তারিত পোস্টঃ

আমাদের মাশরাফি বিন মুর্তজা। আমাদের বাঘ!!!

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১২

-->>>> বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার 'এন্ড্রু ফ্লিন্টফ' মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেট কে গুডবাই জানিয়েছেন...







--->>নিউজিল্যান্ডের গতিদানব 'শেন বন্ড' দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন...







-->>একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন... বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন ।







-->>একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশংকা ছিল তাই তিনি ১মাসে ১২ কেজী ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়েছিলেন ।







-->>যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মত বোলিং করে যাচ্ছেন !







-->>তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু'হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন।







-->>একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন।







-->>তিনিই সেই ক্রিকেটার যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে।







-->>আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই বলে "মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না।"



আমাদের মাশরাফি বিন মুর্তজা। আমাদের বাঘ!

(সংগৃহীত)-

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: --<>তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু'হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন।


একজন বাবাই জানের সন্তানের অসুস্থতায় বাবার মনের ।অবস্থা কি থাকে।


অনেক, অনেক দোয়া মাশরাফি বিন মুর্তজার জন্য এবং সাথে সাথে তার চেলের জন্য।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫২

asif970 বলেছেন: আমরাও কামনা করি তার উজ্জ্বল ভবিষ্যৎএর।
ধন্যবাদ

২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্যালুট মাশরাফি।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৩

asif970 বলেছেন: সালাম সালাম হাজার সালাম মাশরাফি কে।

ধন্যবাদ

৩| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১২

এনামুল রেজা বলেছেন: মন খারাপ লাগে, গর্ব আর আনন্দে চোখে পানিও চলে আসে। স্যালুট মাশরাফি ভাইকে।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৪

asif970 বলেছেন: ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়.. গর্বে ফাইট্টা যায়।

ধন্যবাদ

৪| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

নতুন বলেছেন: --<>একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন।


কন কি ডাক্তার নাস` নাই ঐ দেশে?? ক্রিকেট টিমে?



স্যালুট মাশরাফিকে ... ছেলেকে হাসপাতালে রেখে + পায়ে ইনজুরি নিয়ে দেশের জন্য এমন ভাবে লড়ে যাবার জন্য....

দেশের প্রতি তার টানের প্রমান গত ম্যাচের মাথায় পতাকা বেধে ইন্টাভিউ..জয় সকল মুক্তিযোদ্ধাদের উতসগ` করার মাঝে সবাই দেখেছে...


১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৫

asif970 বলেছেন: দেশের শ্রেষ্ঠ সন্তান ... মাশরাফি

ধন্যবাদ

৫| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

যাযাবর৮১ বলেছেন:

আজ এ জাতির সবচেয়ে যে জিনিসটা দরকার তা হলো দেশপ্রেম।
তাহলে এ জাতি আর পতিত হবে না....

মাশরাফি বিন মুর্তজা এবং তার ছেলের জন্য শুভকামনা সর্বক্ষণ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৮

asif970 বলেছেন: একদম হাচা কথা কইছেন। এই দেশে জন্ম নিয়া দেশপ্রেম থাকে অন্য দেশের প্রতি... দেশপ্রে, দেশাত্মবোধ সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে... সময় হয়েছে আবার জাগ্রত হওয়ার।

ধন্যবাদ

৬| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: দ্যা রিয়েল টাইগার

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৯

asif970 বলেছেন: আবার বলে... খাচার বাইরের একদম অরিজিনাল, অওয়ান পিস টাইগার

ধন্যবাদ

৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০

ঘুম হ্যাপি বলেছেন: দ্যা রিয়েল টাইগার

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৯

asif970 বলেছেন: জি।

ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৪

প্রামানিক বলেছেন: অনেক কষ্টের খেলোয়াড়।

১২ ই মার্চ, ২০১৫ রাত ২:০০

asif970 বলেছেন: দি ওয়ান এন্ড দি অনলি: ইট ইজ মাশরাফি

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.