নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

মনের অজান্তে

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

দিন চলে যায় দিগন্তের শেষে

রাত চলে যায় রাত্রি বেশে,

সময় যদি থমকে দাড়ায় কিছু সুন্দর মূহুর্তে

যে মূহুর্তগুলো ধরে রাখা যায়,

ছুটে চলে যায় না অচেনা সীমানায়।



রাতের বেলায় ফুলের সুবাসে-

ভরে যায় মন,

ইচ্ছে করে নদীর পাড়ে-

চলে যাই যখন-তখন।

আর নদীর সেই শীতল পানিতে-

পা ভিজাই অনেক্ষণ।



রাতকে কাছে টেনে নেই মনের অজান্তে,

রাত বলে আমি চাই তোমাকে জানতে।



রাতভরা নদীর পাড়ে বসে থাকি একা,

নদীর এই শীতল হাওয়ায় সাথে-

যদি পাই তার দেখা।



***********

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ ..:-)

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

নিমা বলেছেন: সুন্দর...

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ ...:-)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । ++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ ..:-) ..:-)

৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +

শুভেচ্ছা :)

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ অর্পূন। :)

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

ধোরে > ধরে

ইচ্ছে করে নদীর পারে > পাড়ে


হ্যাপি ব্লগিং। !:#P !:#P

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ..:-)

ভার্সিটির যাত্রা শুরু করার পর থেকে ইংলিশ ভাষায় শুধু
লিখতে লিখতে বাংলা বানানে একটু কাচাঁ হয়ে গিয়েছি।
তবে বেশী কিন্তু কাচাঁ নয়.. বানানে মাত্র দুটি ভুল ধরা পড়েছে। হা হা হা .
আর ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ..:-)

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৬

দীপংকর চন্দ বলেছেন: সময় যদি থমকে দাড়ায় কিছু সুন্দর মূহুর্তে

ভালো লাগা। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ...:-)

অনেক শুভকামনা রইল। :-)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১

একজন আরমান বলেছেন:

এইটা ভাল্লাগছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ একজন আরমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.