নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

*** বচনামৃত *** -৩

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবুন। যদি তা না পারেন তবে রাস্তায় পরে থাকা কোন ক্ষুধার্ত মানুষের কথা ভাবুন। তাতে আপনা-আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে।

**********

কখনই নিজেকে অসাধারণ ভেবোনা। নিজেকে সবসময় সাধারণ ভাবো।

**********

যদি চোখের পানি ফেলতে চান, ফেলুন তবে নীরবে।

**********

গাছের দিকে তাকিয়ে থাকুন। তাহলে গাছ আপনাকে নিরবতা পালন করার উপায় শিখিয়ে দেবে।

**********

মানুষ চাইলেই মনের কষ্টকে দূর করতে পারে ব্যস্ততা দিয়ে।

*******

ব্যথা পেলে মানুষ ব্যথার মাঝে অনেক কিছু শিখতে পারে।

**********

তর্কের বেলায় সবসময় হেরে যাওয়া শ্রেয়।

**********

যে আপনাকে ভালবাসে তার থেকে আপনি তাকে বেশী ভালবাসুন।

**********

কষ্টগুলোকে সহজভাবে নেয়ার চেষ্টা করুন। তাতে আপনার কষ্ট অর্ধেকটা কমে যাবে।

**********

কাগজ আর কলম হাতে থাকলে মানুষ কিছু শিখতে পারে।

**********


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫

সকাল হাসান বলেছেন: কখনই নিজেকে অসাধারণ ভেবোনা। নিজেকে সবসময় সাধারণ ভাবো।
এই কথাটা চিন্তা করেই আবার অনেকে অসাধারন হয়ে যায়!

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

অশ্রুত প্রহর বলেছেন: অসাধারণ কথাটি অনেক মূল্যবান। মুখ থেকে এই কথাটি উচ্চারণ করলেই কেউ অসাধারণ হয়ে যায় না। ..:-)
অসাধারণ হতে হলে, অসাধারণ কাজ করতে হয়...:-)

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৮

দীপংকর চন্দ বলেছেন: মেনে চলতে পারলে প্রতিটি বচনই ভালো।

অনেক অনেক শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

অশ্রুত প্রহর বলেছেন: যদি মেনে চলা যায় তাহলে আশা রাখি প্রতিটি দিন অনেক সুখময় দিনে পরিনত হবে। :-)

আপনিও অনেক ভালো থাকবেন। সবসময় .:-)

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

কলমের কালি শেষ বলেছেন: ভালো বচন ।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

অশ্রুত প্রহর বলেছেন: :-) :-)

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

ডি মুন বলেছেন:
বচনামৃতে প্রথম ভালো লাগা ++++

সুস্থ ও সুন্দর থাকুন।

শুভকামরা রইলো।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ ডি মুন। :-)
আপনার জন্যও শুভকামনা রইল। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.