নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

মনের ঘুড়ি

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

অকারণে ছুটছে ঘুড়ি নতুন সুতোর টানে
সর্বসারে মেঘ হেসে যায়,
বৃষ্টি যেন রংধনুটা আনে।

রঙ্গিন সুতোর নাড়াই বাধা ঘুড়ির আছে মন
সুতোর সাথে ঘুড়ি ওড়ে,
তার নেই কোন আপনজন।

ছুটছে ঘুড়ি টানছে সেজে বোঝার উপায় নেই
যদি বুঝতে না চায় তাই ইচ্ছে হয়
বুঝিয়ে তাকে দেই।

ভয়ে আছি ঘুড়ির সুতো কেটে যদি যায়,
তার চেয়ে চুপ থাকি যেন
ঘুড়ির সাথে সুতা বাধা রয়।

ইচ্ছে করে ঘুড়ি উড়াই যদি বলতে না চাই
বলতে গিয়েও থেমে যে যাই
যদি আর কাছে না পাই।

ঘুড়ি তুমি বলতে পার দেইনি তোমায় বাধা
বলতে যদি না চাও তবে চুপ থেকে যাও
শুধু স্বৃতির পাতায় কথাগুলো রয়ে যাবে আধা।


***অসমাপ্ত***

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩১

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ .. :-)

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

নুরএমডিচৌধূরী বলেছেন: অকারণে ছুটছে ঘুড়ি নতুন সুতোর টানে
সর্বসারে মেঘ হেসে যায়,
বৃষ্টি যেন রংধনুটা আনে।

বা ..বা...
দারুন তো
খুবি ভাববিন্যাস কবিতা
শুভেচ্ছা রইল

০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৯

অশ্রুত প্রহর বলেছেন: ভাব ছাড়া কি আর কবিতা হয়? হা হা হা
ভাবের মাঝেই তো কবিতার বাস!!!

যাইহোক. . .

ধন্যবাদ :-)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অসমাপ্ত

ভালো লাগা অনিঃশেষ তবু।

শুভকামনা জানবেন। সবসময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০১

অশ্রুত প্রহর বলেছেন: কবিতাটির যে আর সমাপ্তি ঘটাতে পারলাম না। :-)
হা হা হা
যাইহোক ..
ধন্যবাদ ..:-)
আপনার জন্য শুভকামনা রইল।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

তুষার কাব্য বলেছেন: ঘুরি তুমি কার আকাশে উড়ো...

বেশ লেগেছে মনের ঘুড়ির কাব্য...শুভকামনা

০৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

অশ্রুত প্রহর বলেছেন: ঘুড়ি যে শুধু নিজস্ব আকাশের মাঝেই উড়ে বেড়ায় ..:-)

বেশ লাগার জন্য ধন্যবাদ ...:-)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

মোমেন মুন্না বলেছেন: বাহ বাহ বেস!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ মুন্না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.