নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

সময়ের সম্ভাবনা

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৮



সময়গুলো সময়ের ভিড়ে থাকে প্রতিবন্ধকতায়
অতিষ্ঠ হয়ে যাচ্ছে সময়ের মাপকাঠি
ভারী হয়ে দাঁড়িয়েছে সহনাতীত সব পরিস্থিতি।

সময়গুলো বড্ড সময় নিয়ে নিচ্ছে
সর্বাত্মক পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে
থামছে না কিছুই চলছে সময়
সংপৃক্তি মুহূর্ত পাওয়ার যে অপেক্ষায়,
আদৌ কি পাওয়া যাবে?
না কি আধিক্য কমে আসবে!
জীবন্ত হয়েও নির্বাপিত হয়ে বাস,
এটাই কি সময়ের পরিহাস?
ভাঙ্গা গড়া-
গড়ে ভাঙা,
সমস্ত যে এখনও অজানা।

কাঁটা তারের বেড়া দেওয়া,
এতই কি সহজ-
এর উপর থেকে টপকে যাওয়া।

ঘন-ঘন কুয়াশা,
সংযাত্রিকদল এর মাঝে বাঁধন আসা।

আসবে বাঁধা তাতে কি?
আসলে আসুক না বাঁধা
সহিষ্ণুতার কাছে সময় যে মস্ত বড় গাধা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.