নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

িজ েচতনা

আমি একজন সাধারন মানুষ

িজ েচতনা › বিস্তারিত পোস্টঃ

বরং দুঃখ করা উচিত।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কিরে পরান- বসে বসে কি ভাবছিস ?
কি আর ভাববো। ভাবছি আমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল।
তাতে কি হয়েছে ? যাবে আসবে এইতো জীবন।



না।
না! মানে ?
না মানে, আসবে না। শুধু যাবেই।
বুঝলাম না।
বুঝলি না ?
না।
তবে শোন। ধর তুই ৭০ বছর বাঁচবি। ৩১-১২-২০১৫ তারিখে তোর বয়স ৩৫ বছর। বাকী থাকে আর ৩৫ বছর। আগামী কাল ০১-০১-২০১৬ তারিখে তোর ৩৬ বছর শুরু হবে। ২০১৬ সাল পার করলে ২০১৭ সালে তোর বয়স হবে ৩৬ বছর। জীবনের বাকী থাকবে ৩৪ বছর। এভাবেই এক বছর করে কমে কমে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি। তাই নতুন বছর নিয়ে খুশি হবার কিছু নেই। বরং দুঃখ করা উচিত।
আমি আবার এত কিছু ভাবি না। এই নে বিয়ার
হুররে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

আজমান আন্দালিব বলেছেন: কেনো বিয়ার দিয়েই হ্যাপি নিউ ইয়ার শুরু করতে হবে?

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

িজ েচতনা বলেছেন: ভাইয়া! এখানে ২টি চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যে, যে চরিত্রের সে, সে দিকেই যাবে। এটাই স্বাভাবিক। সবাই এক দিকে যাবে না। আর এটাই বাস্তবতা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.