নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

সিলেটিরা মাথা উঁচু করে বাঁচো, গর্ব করে বাঁচো,আমি গর্বিত যে আমি সিলেটেরই সন্তান।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

''ওরা মানুষ না ওরা সিলেটি'' এরকম একটা বাক্য খুব দ্রুত ছড়িয়ে পরেছিলো নন-সিলেটি ভাই ব্রাদারদের স্টেটাসে স্টেটাসে। খুব সত্য কথা, কারন তারা যে লেভেলের মানুষ সে লেভেলে সিলেটি লোকদের মনুষত্ব্য এখনো পৌঁছায়নি।কারন, সিলেটিরা এখনো ভিক্ষা দিতে জানে,অতিথি আসলে বলে বসেন দুইটা দিন থাকেন,এখনো সঠিক প্রগতিশীলতা, শিল্প-সংস্কৃতিতে এগিয়ে আছে সিলেট, এখনো সিলেটে গন্ডায় গন্ডায় ধর্ষন হয়না,সব ধরনের অপরাধের ক্ষেত্রে সিলেট এখনো অনেক পিছিয়ে। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,এখনো এখানে হরতাল অবরোধে অন্তত দশটা খুন বিশটা মানুষ পোড়ানো হয়না।এখনো এখানে হাতে দামী ফোন গলা ভর্তি গহনা নিয়ে হাঁটতে পারা যায়।(এখানে বলে রাখা ভালো,সিলেটে সংগঠিত অধিকাংশ খুন ছিন্তাই চুরি চামারিতে জড়িত সিংহভাগ নন-সিলেটি) এখনো সিলেটে রাজনৈতিক, ধর্মীয়,সর্বসংক্রান্ত বিভেদ প্রকটাকার ধারন করতে পারেনি। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,সিলেট যদি নিজেকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবেও ঘোষনা করে তাহলে তার আভ্যন্তরিন মেধা,খনিজ সম্পদ,প্রাকৃতিক সম্পদ,পর্যটন শিল্পের অপার সম্ভাবনা,সর্বোচ্চ রেমিটেন্স নিয়ে আসা বিভাগ হিসেবে নিজেকে একটি আধুনিক সার্বভৌম অংশে পরিণত করতে পারবে। সিলেটিরা এখনো মানুষ হতে পারেনি কারন,এটা শাহজালাল শাহপরান সাহেবের স্মৃতি বিজড়িত পুন্যভুমি।এখানে আসতে গেলে গরু বোঝাই এর মত করে দল বেঁধে দশটা বিশটা বাসে করে নন-সিলেটিদের সিলেট আসতে হয়,এসে হেগে মুতে পরিবেশ নষ্ট করতে হয়। সিলেটিরা দিল খুলে বলিতে জানে, আবার আসবেন। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন একটা দেশ চালাবার মতো ক্ষমতা সিলেট একাই রাখে।সিলেটের চা ছাড়া বাংলাদেশে সকাল হয়না। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,নন-সিলেটিরা যখন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে তখন মনের কোনে গোপন ইর্ষা পোষন করে। সামগ্রিক অর্থনীতিতে বিশাল অবদান সিলেটের।

যারা সিলেটীদের উন্নতি দেখে মোটেও সহ্য করতে পারতেছে না।যাদের গায়ে চুলকানী ধরে সিলেটীদের অর্থনৈতিক উন্নতি দেখে।

তাদের চুলকানী বৃদ্ধির জন্য কিছু তথ্য দিলাম।



বাংলাদেশে সিলেটিদের অবদানঃ



১.৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট।



২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।



৩.গানের ভুবনে দেওয়ান হাসন রাজা, উপমহাদেশের দামাইল গানের জনক রাধা রমন,বাউল সম্রাট শাহ আব্দুল করিম,সৈয়দ শাহনুর , বাউল দূরবীন

শাহ,দীনহীন ,সুবীর নন্দী, সকলেই সিলেটের সন্তান।



৪. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী।



৫.স্বাধীনতার পর ১৯ জন সচিবের ১১ জন এই সিলেটের ছিলেন।



৬. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।

৭. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার

সিলেটের সন্তান এম সাইফুর রহমান।

সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।



৮. সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ

শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত।



৯. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী। সিলেটের সন্তান।



১০. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।

১১. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরি।



১২. বাংলার প্রথম পররাষ্টমন্ত্রী সিলেটের সন্তান সামাদ আজাদ।



১৩. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের মেয়র

সিলেটের সন্তান লুত্ফুর রহমান।



১৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন

গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন এক টুকরো ছোট্ট বাংলাদেশ।



১৫. সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়েরেখেছে।



১৬. বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।



১৭. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট।



১৮. সিলেটের চা, কমলার খ্যাতি বিশ্বজোড়া,বাংলাদেশে পাথর উৎপাদনকারী শহর একমাত্র সিলেট।



১৯. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইটউপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।২১. লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল

লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।



২০.পদার্থবিজ্ঞানী ও এম.আই.টি এরফেলো সিলেটের সন্তান ড. আতাউল করিম।

২১.বিখ্যাত আইনজীবীএডভোকেট সিলেটের সন্তান রিজওয়ানা হাসান ।



২২.দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ সিলেটের সন্তান ডঃ ফরাশ উদ্দিন।

১৪. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফযলে হাসান আবেদ।



২৩. পৃথিবীর শ্রেষ্ঠজীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ।

. বিশ্বের সফল ব্যবসায়ী ইয়ং ছাবিরুল ইসলাম।



২৪. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ আসনে নির্বাচিতের দলই সরকার

গঠন করে ।



২৫. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন

সিলেটের সন্তান ফারুক চৌধুরী।



২৬. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।



২৭. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া।



২৮. বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সংগীত শীল্পি ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।



আরও আছে পরে লিখব। সিলেটিরা মাথা উঁচু করে বাঁচো। গর্ব করে বাঁচো।আমি গর্বিত যে আমি সিলেটেরই সন্তান।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

শাহানা বুলবুল বলেছেন: ভাই আপনারা যে নন সিলেটিদেরকে অনাবাদি বলে ডাকেন এটা কী ধরনের সভ্যতা ?যারা অন্যকে সম্মান দিতে জানে না তারা কী করে ভদ্র হতে পারে ?

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

আজিম পরদেশী বলেছেন: কথার যুক্তি আছে।আলোচনার মাধ্যমে এই ব্যাপারে সুন্দর কোন নাম আসতে পারে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পড়লাম। অবশ্যই গর্ব মতো।
নিঃসন্দেহে সিলেট অনেক কারণে ব্যতিক্রম এবং ভালো।
অভিনন্দন সকল সিলটি ভাই ও বোনকে।

তবে সকল জেলায়ই ব্যতিক্রমী বিষয় আছে। ভালোও আছে।
নিজ এলাকা সম্পর্কে বেশি কথা বলাটাও আবার উচ্চ মনের বিষয় নয়।

সকল ভালো নিয়েই বাংলাদেশ।
আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বিষয়ে আমাদের সুনাম আছে।
সেখানে সকল জেলারই লোক আছে।

জেলার চেয়েও দেশ বড়। সকলে মিলে আমরা বাংলাদেশী :)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

আজিম পরদেশী বলেছেন: ধন্যবাদ স্যার।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

অগ্নি সারথি বলেছেন: সিলেটকে স্বাধীন ঘোষনা করা হোউক।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আজিম পরদেশী বলেছেন: এই মূহুর্তে অগ্নি সারথির মত অগ্নির খুব প্রয়োজন।এই ব্যাপারে কিছুটা ঘাটতি রয়ে গেল ভাইসাব।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

C/O D!pu... বলেছেন: গর্ব করার জন্য বোধ হয় একটা পরিচয়ই যথেষ্ট... আমরা মানুষ...
আগে মানুষ, তারপর তার জন্মস্থান... আমরা ৯৯% প্রথম ধাপেই ব্যর্থ...

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

শেরশাহ০০৭ বলেছেন: you r a raciest......... X( X( X(

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: যাই হউক ভাই, আমি বহুত শখ কইরা সিলেটের একটা পতাকার ডিজাইন করছি। স্বাধীন সিলেটের প্রথম পতাকা ডিজাইনার হিসাবে *কুনোব্যাঙ* এর নামটা জানি ইতিহাসে থাকে এই জিনিষটা একটু খেয়াল রাইখেন।




পতাকাটা উৎসর্গ করলাম সিলেটের বর্তমান মহামান্য মেয়র মহোদয়কে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আজিম পরদেশী বলেছেন: পতাকাটার খারাপ ভালোর ব্যাপার কথা বলার পূর্বে আপনাদের পতাকা যে দেখতে হয়।অপেক্ষায় রইলাম মহামান্য পতাকার ডিজাইনার।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পড়লাম। অবশ্যই গর্ব মতো।
নিঃসন্দেহে সিলেট অনেক কারণে ব্যতিক্রম এবং ভালো।
অভিনন্দন সকল সিলটি ভাই ও বোনকে।

তবে সকল জেলায়ই ব্যতিক্রমী বিষয় আছে। ভালোও আছে।
নিজ এলাকা সম্পর্কে বেশি কথা বলাটাও আবার উচ্চ মনের বিষয় নয়।

সকল ভালো নিয়েই বাংলাদেশ।
আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বিষয়ে আমাদের সুনাম আছে।
সেখানে সকল জেলারই লোক আছে।

জেলার চেয়েও দেশ বড়। সকলে মিলে আমরা বাংলাদেশী

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

শেরশাহ০০৭ বলেছেন: ইয়ামেনি শাহজালাল নাকি সিলেটি..........।কই যে যাই

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

আজিম পরদেশী বলেছেন: শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট।তাদের সিলেটী কোন জায়গায় বলা হলো ভাইজান।দয়াকরে চশমা লাগিয়ে আর একবার তালাশ করুন।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

সাব্বির ০০৭ বলেছেন: ভাই, একটা জিনিষ বুঝবার পারতাছিনা, আপনে হালায় সিলটি না বাংলাদেশী???

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০

আজিম পরদেশী বলেছেন: আপনাদের কথা শুনলেই বুঝা যায় আপনারা আমাদের বাংলাদেশের অংশ মনে করেন না।তবে হালায় আমি সিলেটী বংলাদেশী ।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: জনাব শাহানা বুলবুল : কথাটা অনাবাদি নয়, কথাটা হবে "আবাদী" প্রার্থকটা নিজে বুঝে লন।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

তামিম ইবনে আমান বলেছেন: -ভাই আপ্নে কি বাংলাদেশি?
- না, আমি সিলেটি /:)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

আজিম পরদেশী বলেছেন: আমি সিলেটী বংলাদেশী ।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

িবষন্নতা বলেছেন: পরদেশি বাবু, আপনিতো রাজাকারদের মতো কথা বললেন। বাংলাদেশী হিসেবে গর্ব করুন। আপনের গর্ব দেইখা মনে হচ্ছে সিলেটিরা পুরাই স্বার্থপর। দেশের খাইয়া দেশের পইরা কয়, সিলেট আলাদা রাষ্ট্র হলেও সমস্যা নাই।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

আজিম পরদেশী বলেছেন: বিষন্নতা এত বেশি হয়ে গেছে যার কারনে আপনার চোখে আপনি ছাড়া বাকী সবাইকে ভালো লাগতে পারে।অথবা নিজেকে মুক্তিযুদ্ধাও ভাবতে পারেন।যেখানে ৪২ বছর পর আপনি আমারমত রাজাকারের সন্ধান পাইছেন।আমরা কোনদেশের খাইও না পরিও না।আর আমাদের এলাকা কারা লুঠে পুঠে খাচ্ছে তা দেখারমত দৃষ্টিশক্তি এখনো আছে ভাইজান।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: সিলেটের সহজ সরল মানুষগুলোকে নিয়ে এত বেশি ট্রল বা পঁচানোর দরকার ছিল না । এখন আমরা জানি সাস্টের ভিসিকে দেয়া 'সচেতন সিলেটবাসী'র স্মারকলিপিতে ৫০% কোটার কথা লেখা ছিল না । এই কথাটা কোন অতি উৎসাহী উজবুক আনঅফিসিয়ালি বলেছিল, যা সিলেটের মানুষেরই পছন্দ হয়নি । বরং আমরা জানতে পেরেছি সাস্টের টিচাররা প্রশাসনের কাছে তাদের গাধা মার্কা পুলামাইয়ার জন্য ২৬টি কোটা দাবী করেছে । জাফর ইকবাল স্যার এটারও প্রতিবাদ করে টিচারদের তোপের মুখে পড়ে দুঃখ নিয়ে বলেছেন, 'ইউনিভার্সিটির টিচাররা যদি কোটা দাবী করে তাহলে সাধারণ মানুষের আর দোষ কি'?

একই সাথে 'আমি সিলেট' 'আমি সিলেটি' বলার মত আন্চলিকতা এবং ক্ষুদ্র মানসিকতা প্রদর্শনও ভালো কথা নয় । আমাদের সকল হীন মানসিকতা পরিহার করে প্রকৃত বাংলাদেশি হয়ে গড়ে উঠতে হবে ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

আজিম পরদেশী বলেছেন: আমি সিলেটী আমি সিলেটী এতকাল করলাম না এখন কেন করতেছি তা নিশ্চই উপরের লিখায় বুঝেছেন।যখন ননসিলেটীরা আমাদের নিয়ে কটাক্ষ করে,আমাদের পূর্ব পুরুষ,আমাদের চালচলন নিয়া কথা বলে তখন প্রকৃত সিলেটী মাত্রই চুপ থাকতে পারে না।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

রৌহান খাঁন বলেছেন: @ *কুনোব্যাঙ*

আপনি কি ইয়ার্কি করলেন? ইয়ার্কি করা শরীরের জন্য ভাল। তয় বেশি করণ ভালো না। ইদানিং ৫০% নিয়ে যারা ইয়ার্কি করছিল তাদের যে বিচির অভাব সেটা প্রমানিত হয়ে গেছে। আপনে সেই দলের কেউ কিনা সেটা ভাবতাছি !! যদি সেই দলের হয়ে থাকেন তাহলে আপনাকে বলি - যতই চাপাচাপি করেন না কেন, বিচিহীন আছেন বিচীহীন ই থাকবেন, মাঝেখানে শুধু পাবলিকলি ন্যাংটা হবেন।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

আজিম পরদেশী বলেছেন: দারুন।অসাধারন একটা কথা বলেছো যা আমার দ্বারা বলা সম্ভব হয়নি।ব্লগে নিজেকে একা ভাবছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কেউ না কেউতো আছে।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: @রৌহান খাঁন, এলাকা ভিত্তিক ক্যাচাল ব্যাক্তিগত ভাবে কখনও আমার পছন্দ না। কিন্তু এই সিলেটি নন সিলেটি নিয়ে ইদানিং যা শুরু হইছে সেইটাও বাড়াবাড়ি। সব পক্ষেরই বাড়াবাড়ি। মোটামুটি রেসিজমের পর্যায়ে চলে গেছে।

বঙ্গ দেশের বাইরে দুইটা দেশ। সিলেট আর বাংলাদেশ। এই ট্রেন্ডটা কারা চালু করেছে সেটাও ভাবার দরকার আছে। এই সিলেটি নন সিলেটি ইস্যুটা নতুন কিছু না। এদল সিলেটি তো আরেক দল বাংলাদেশী। যদিও ব্যক্তিগত ভাবে দুনিয়ার যেখানেই যাই শুধু সিলেটি কেন কোন বাংলাদেশীকে পাওয়ারও প্রয়োজন মনে করিনা।

ইংল্যান্ডে বাংলাদেশ টিমের ক্রিকেট খেলার সময় উৎপল শুভ্র এক কলামে লিখেছিলো, যে ট্যাক্সিতে করে হোটেলে যাচ্ছিলো সেই ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করেছিলো যে এই হোটেলে যে ক্রিকেট দল এসেছে তারা কি বাংলাদেশী নাকি সিলেটি। কারণ, সে বলছে বাংলাদেশী আর তার ওয়াইফ বলছে সিলেটি। একজন ইউরোপিয়ানের দুই দেশ আলাদা করে দেখার ইতিহাসটা বিবেচনা করে তারপর গালিগালাজ করবেন।

এই পতাকা তাদের জন্যই যারা নিজেদের বাংলাদেশী পরিচয় ছাপিয়ে সিলেটি পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আজিম পরদেশী বলেছেন: তুমিই বলো গত দুই দিন থেকে কি বিনা কারনেই এইগুলা।আমরা ননসিলেটীদের আবাদী বললেও তাদের এলাকা তাদের পূর্বপুরষ নিয়া বাজে একটা কথাও বলিনি।কিন্তু ওরা আমাদের নিয়া অনেক কিছুই বলেছে।আমরা বঙ্গালী হিসাবে পরিচয় দেই এটা অনেকেই চায় না তাইতো প্রশ্ন করে আমরা সিলেটী না বাংলাদেশী।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

িবষন্নতা বলেছেন: পরদেশি বাবু, আপনার এলাকা কে লুটে পুটে খাচ্ছে? তাদের একটা তালিকা প্রকাশ করুন। জনগন তাদের চিনুক।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

রৌহান খাঁন বলেছেন: @ *কুনোব্যাঙ*

এই পতাকা তাদের জন্যই যারা নিজেদের বাংলাদেশী পরিচয় ছাপিয়ে সিলেটি পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে।

তাহলে উপরে সিলেট কে জেনারেলাইড করে পতাকা বানাইছেন কেন? আপনার কি মনে হয় সব সিলেটি এরকম?

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

দখিনা বাতাস বলেছেন: ১৬নম্বরে কুনোব্যাংর কথায় সহমত। আর এই পোস্ট পড়লেই বুঝা যায় আরও ভালমত, কুনোব্যাংএর কথাগুলো কতটা যৌক্তিক। সিলটিদের নিজেদের বিরাট বড় কিছু মনে করা- এই আ্যাটিচউডটা জঘন্য লাগে।

আামাদের বন্দু মহলে ২টা আছে। আরো কিছু দেখছি। কারো সাথে ১০মিনিট আলাপ করার পরেই শুরু হয়ে যায় বড় বড় কথা। শেখ হাসিনা আমার তালতো বইন লাগে, খালেদাজিয়াতো আমার নানি। এরশাদের বউ আমার আমার চাচি, বারাক ওবামার ভাই তার জানে জিগার দোস্ত। যত্তসব.......

২০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: পতাকার প্রথম টার্গেট এই পোষ্ট, কারণ এই পোষ্টেও রেসিজমের গন্ধ আসছে আমার নাকে। সিলেটি একাংশের সাথে বাংলাদেশের অন্যান্য অংশের মানসিক দ্বৈরথের একটা অবসান দরকার। আমরা সবাই বাংলাদেশী। হাসন রাজা, আব্দুল করিম, শুভ্র দেব বাংলার গৌরব। @রৌহান খাঁন

২১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

আয়রন ম্যান বলেছেন: আপনার পোষ্ট পড়লাম। তবে ভাই আপনি কিছু মনে করবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি-
অধিকাংশ সিলেটিরাই আমাদেরকে খুবই হিংসার চোখে দেখে থাকে। তাদের ধারণা একমাত্র সিলেট আছে বলেই বাংলাদেশ টিকে আছে। সিলেটিদের পয়সায় নাকি সারা বাংলাদেশ চলে। এ নিয়ে তাদের অহমিকার শেষ নাই। সিলেটিরা নিজেকে একজন বাংলাদেশী হিসাবে যতটুকু পরিচয় দেয় তার চেয়ে একজন সিলেটি হিসাবেই বেশি পরিচয় দেয়। অনেকে এও বলতে শুনেছি আমরা বাংলাদেশী নই, আমরা সিলেটি। তবে কিছু কিছু সিলেটবাসীর মধ্যে এর ব্যতিক্রমও দেখেছি।

আমার কথা কিছু মনে করলে কিছুই করার নাই। আমি জীবনে অনেক সিলেটির সাথে চলেছি। সিলেটে ছিলামও মাস ছয়েক। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আজিম পরদেশী বলেছেন: আমার সাথে কয়েকদিন চলাচল করুন।তার পর না হয় সমালোচনা।আর আমরা তখন এই ব্যাপারগুলো নিয়ে বিতর্কে ঝরাই যখন সিলেটীদের নিয়ে কটাক্ষ করা হয়।এটা ঠিক আমরা মন থেকে আপনাদের সাথে প্রিয় হতে পারি নাই।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

ভালোরনি বলেছেন: ভাই সাহেব, আপনার কস্ট বুঝার চেস্টা করতেছি। হয়ত পুরাপুরি বুঝবো না। যাই হোক একটা দেশে কোথাও ই ডিসক্রিমিনেশান হওয়া কাম্য না। কিন্তু খুজলে প্রায় সব জেলাতেই কোনো না কোনো ডিসক্রিমিনেশান পাওয়া যাবে।

১, আপনি বল্লেন যে আপনি সিলেটি বাংলাদেশি। বাংলাদেশের আর কোনো জেলার মানুষ মনে হয় এইভাবে বলে না যে সে খুলনা বাংলাদেশি বা বরিশাল বাংলাদেশি। তার মানে কন্তু সে তার জেলা কে বা তার এলাকা কে আপনার চেয়ে কম ভালোবাসে না। সবার আগে আমরা সবাই বাংলাদেশি। তারপর সিলেটি, খুলনা, ঢাকাইয়া, বা অন্য কিছু।

২, আপনি বল্লেন সিলেটের আলাদা রাস্ট্র হবার কথা। আপনি কিভাবে দায়িত্ব নিয়ে বল্লেন যে শ্রীমংগল বা হবিগন্জ বা সুনামগ্নজ বা মৌলভিবাজার আপনাদের কর্তিত্ব মেনে নেবে। আপনি আলাদা সিলেট হবেন তারা কেনো আলাদা হবিগন্জ হবে না? আপনার যা আছে তাদের ও ত তাই আছে।

৩, বাংলাদেশের সব জেলারই নিজস্ব গৌরব, গর্ব আছে। কিন্তু আপনাদের মত অন্য জেলা থেকে আসলে তদেরকে অন্য নামে (অনাবাদি) ডাকে না। এত তুচ্ছ তাচ্ছিল্লো করে না।

অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। লেখা গুলা কোনো সিলেটবাসিকে ব্যক্তিগতভাবে আক্রমন বা হেয় করার জন্য নয়। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ চিরজিবি হউক।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আজিম পরদেশী বলেছেন: আপনার দৃষ্টিকোন থেকে দেখলে লেখার জন্য কোন ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।আপনি যা বলেছেন তা শুনে আমার খারাপ লাগে নি।কারনটা কি জানেন ? আপনার কথা বলার ধরনটা ভিন্ন অন্যদের মত না।তাই আপনাকে আমার কোনভাবেই আবাদী বলতে ইচ্ছা করতেছে না।ভাই একহাতে তালি বাজেনা ।যখন আমাদের নিয়া ব্যাঙ্গ করা হয় আমাদের অবদান অস্বীকার করা হয় তখনই এই ব্যাপারগুলোয় আমরা জরাই।আর সিলেটের ৪ জেলা পরস্পর এক ও অবিচিন্ন।অবশ্যই আমরা বাঙ্গালী।বাংলাদেশের যেকোন বিভাগের কোন যেকোন বিপদে আমরা পাশে ছিলাম আছি থাকবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.