নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ ও বিএনপি এর মধ্যে সাদৃশ্য ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭



(১) উভয়ের ডিএনএ একই ধরনের।মানবিক বিবেক তাদের এক ও অভিন্ন।



(২)ক্ষমতায় যাওয়ার জন্য উভয় দলের অমানবিক আচরন একই ধরনের।



(৩)ক্ষমতায় গেলে উভয় দল হরতালের ঘোরবিরুধী কিন্তু বিরুধীদলে গেলে হরতাল হয় তাদের সম্ভল।



(৪)উভয় দলের ভিতর গনতন্ত্রের লেশমাত্র নাই।



(৫)নির্বচনের পূর্বে উভয় দল মিঠা মিঠা কথা বলে ভোট ভিক্ষা করে।



(৬)উভয় দলের রাজনীতি একটিমাত্র ব্যাক্তির কথায় নিয়ন্ত্রিত হয়।যেখানে বাকী নেতারা চামচার ভুমিকা পালন করেন।সেখানে সত্য বলা মহাপাপ।নেত্রী যাই বলবেন তাই কোরআন,তাই বাইবেল, তাই বেদ এর মত।



(৭) মাইনাস টু ফর্মুলার বিরুদ্ধে উভয় নেত্রীর একহতে সময়লাগে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু দেশ ও জনগনের স্বার্থে তাদের সম্পর্ক সাপে নেউলে।



(৮)উভয় দল ৫ বছর পর নির্বাচন কারচুপির ব্যাবস্থা করে,ক্ষমতা ছারতে চায় না।এতে হাজার হাজার মারা গেলেও তাতে তাদের কোন ক্ষতি নাই।কারন মৃত্যু তাদের অথবা তাদের পরিবারের কারো হবে না।হবেতো সাধারন মানুষের।



(৯)উভয় দল সন্ত্রাসীদের প্রজনন কেন্দ্রের ভূমিকা পালন করে।



(১০) উভয় দল নিজেদের স্বার্থে যেকোন ধরনের দেশবিরুধী চুক্তি করে যা জননগনকে অনন্ধকাররে রেখেই সম্পাদিত হয়।



(১১)উভয় দল বিগত ৪২ বছর থেকে দেশটাকে লুটেপুটে খাচ্ছে।পরিবারতন্ত্র ও দূর্নীতিতে এগিয়ে।



(১২) উভয় দলের সাথে বিশ্ববেহায়া এরশাদ ও ধর্মব্যাবসায়ী জামাতে ইসলামের মধুর সম্পর্ক।



বাকীগুলো আপনারা বলতে পারেন।

আমি শুধু আজকের একটা গঠনা বলি।

আজ সকালে ডিমওয়ালা রে জিগাইলাম, ব্যাবসায় কেমন চলে ?

ডিমওয়ালা - ভালা না ...

আমি- ডিম কি কিন্না আনো ?

ডিমওয়ালা - না , আমার ফার্মের ...

আমি- তাইলে তো লাভ হওয়ার কথা ...

ডিমওয়ালা - লাভ নাই ভাই , মুরগী খায় বেশী !

আমি- খরচ কতো পরে মাসে ? আয় কতো ?

ডিমওয়ালা - দিনে খরচ হিশাব করি , দিনে ১ টা মুরগী ৫

টাকা খায় আর ৭ টাকার ডিম দেয় ... এমনে হিশাব ।

আমি- তাইলে যে মুরগী ডিম দেয় না ?

ডিমওয়ালা - হেডি বেইচ্চা দেই জবাই কইরা খায় মানুষ ।

আমি- আমাগো দেশের অবস্থা তো তোমার মুরগীগুলার মতন ,

ডিম দেয়না বাট খায় !

ডিমওয়ালা - তাইলে হ্যাঁগোরে রাইক্কা লাভ কি !



এখন জনগনকে সিদ্বান্ত নিতে হবে আবারও কি তাদের ক্ষমতায় বসাবো যারা আমাদের শুধু খেয়েই গেলো কিছুই দিল না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: হাছা কথা কইছেন ব্রো।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বর্তমান রাজনীতিক দলের মধ্য কি কোন পার্থক্য আছে ? সবগুলোই................... বাচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.