নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

খুনি খালি মৌলবাদী জঙ্গিরা নয়, খুনি এ-রাষ্ট্র।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:২১


নাস্তিককে কে যারা আস্তিক বানানোর চেষ্টা করে আমার কাছে মনে হয় তারাই নাস্তিককে হত্যা করে নিজেদের ব্যবসার স্বার্থে।
ব্লগার রাজিব নাস্তিক ছিলো অথচ তার জানাযার নামায হলো কোন যুক্তিতে।এটা কি তার লাশের সাথে মশকরা করা নয়।
ব্লগার অভিজিত রায় খুন হওয়ার পর থাকে শহীদ বলা কত বড় মাতলামী আর ভন্ডামী হতে পারে।
যে আদর্শের জন্য ওরা খুন হলো, তার সেই আদর্শকে আড়াল করা কতটুকু যুক্তিযুক্ত !!
ধর্মের বিরুদ্ধে লেখে সেলেব্রেটি হবার চেষ্টা বাঙ্গালী ব্লগারদের রীতিতে পরিণত হয়েছে।
'নাস্তিক' আর 'ধর্মবিদ্বেষী' দুইটা ভিন্ন জিনিস। আমাদের দেশের নৈরাজ্যবাদী ধর্ম বিদ্বেষীরা নিজেদের 'নাস্তিক' দাবী করে। এই কারণে সাধারণ মানুষের মধ্যেও ভুল ধারনা তৈরী হয়েছে যে, নাস্তিক মানেই 'ধর্মবিদ্বেষী'। আমার দেখা প্রকৃত নাস্তিকদের সবাই ভালো মানুষ। এমন কী অনেক বক ধার্মিকের চেয়েও অনেক ভালো নাস্তিক আমি দেখেছি।
উগ্রতা সকল ধর্মের মানুষের মাঝেই আছে।
আঙুল শুধু নির্দিষ্ট কোন ধর্মের লোকদের উপর দেখানো ঠিক না।
এই হত্যার বিচার চাই যেন প্রকৃত অপরাধীরাই পায়।
তবে আমার কাছে আজব লাগলো এই ব্যাপারগুলো।
একুশের বইমেলার চারপাশ ঘিরে ছিল তিন স্তরে পুলিশের নিরাপত্তাবেষ্টনী।
এ রকম কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে অভিজিৎ রায় কী করে খুন হলেন?
রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান বলেন, ‘একজন পুলিশ ঘটনা দেখে মনে করেছিল, মারামারি হচ্ছে। এ রকম যে ঘটবে, সেটা আগে বুঝতে পারেনি।’
অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় ক্ষোভের সঙ্গে বলেন, ‘পুলিশ হয়তো আমার ছেলের খুন ঠেকাতে পারত না। কিন্তু পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে তারা তো খুনিদের ধরতে পারত।’
খুনি খালি মৌলবাদী জঙ্গিরা নয়, খুনি এ-রাষ্ট্র।
পুলিশের দায়সারা বক্তব্যই প্রমাণ করে এখানের কিন্তুটা আরো জটিলতর।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:০১

টকদঐ পার্ট ২ বলেছেন: দারুন লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.