নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মজিবর রহমান

হুজুগে চেচামেচি করবেন না।

মোহাম্মদ মজিবর রহমান › বিস্তারিত পোস্টঃ

বৌদ্ধ বিহার।(ছবি ব্লগ)

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের কাছাকাছি বিক্রমশিলায় অবস্থিত বৌদ্ধদের উচ্চশিক্ষা কেন্দ্র যাহা আমাদের পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধবিহারের অনূরূপ।
লামা তারনাথ এবং অন্যান্য তিববতীয় উৎস থেকে জানা যায় যে,পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার(বিশ্ববিদ্যালয়)স্থাপন করেন,ইতিহাসে যা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নামে উল্লেখিত। ক্রমবর্ধমান সাম্রাজ্যের প্রায় সর্বত্রই তারা বেশ কিছু বিহার স্থাপন করে। পাল এবং বৌদ্ধ এই দুইয়ের পারস্পরিক সম্পর্কে বিভিন্ন বয়ানে আমার খটকা লাগে! ###স্থানীয় লোকমুখে শোনা যে এই বিহারকে পুরিয়ে ধংস্ব করা হয়ে ছিল এবং সে আগুন বহুদিন ধরে প্রজ্জলিত ছিল।
মূল স্থাপনা যাহা ঘিরে চারিপাশ


এই সব থামের উপর বসে মেডিটেশন হত।

পোড়া মাটি আর নানা ধরনের পাথরের থাম

এসব পরে পরিবর্তিত রুপে অলংকৃত মনে হয়






মূল চূড়া আরেক দিক দিয়ে



মূল স্থাপনার চূড়া।

পোড়া ইটের ধ্বংসস্তুপ

মূল স্থাপনার চারপাশটা নান্দনিক ভাবে বাধানো।

পড়ে আছে নানা নিদর্শন।


হয়তঃবা শ্রেনীকক্ষ বা মেডিটেশন স্থান।

সুপ্তা।

এদিক ওদিক নানা নিদর্শন পড়ে আছে কিন্তু তার ব্যাখ্যা খুজে পাওয়া মুশকিল।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ভালোলাগা :)

২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

সাদা মনের মানুষ বলেছেন: কোন অজানা কারণে প্লাস দিতে পারছি না :(

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপনাকে সাদা মনের ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এবার চিন্তা করা যায়।

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০১

খেয়া ঘাট বলেছেন: দারুন।

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি নাইস হইছে

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: আপনার ছবিগুলো সুন্দর হয়েছে।++

৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

জুন বলেছেন: বৌদ্ধবিহারের ঝকঝকে তকতকে ছবিগুলো ভালোলাগলো। দু এক লাইন ক্যাপশন লিখলে এ সম্পর্কে আমাদের কিছু জানা হতো মোহাম্মদ মজিবর রহমান ভাই।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জুন ভাই আপনার উপদেশ মোতাবেক,দেরীতে হলেও.

৭| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৩৬

পংবাড়ী বলেছেন: বিশাল ব্যাপার!

৮| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর ছবিব্লগ।

১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একজন ঘূণপোকা আমার মত গরীবর ঘরে পদার্পন করায় আমি আবিভূত।

৯| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

ড. জেকিল বলেছেন: সত্যি তো অনেক মিল আছে :-* একই সময়ে তৈরি নাকি ?

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: হ্যা ভাই।পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।

১০| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

শুপ্ত বলেছেন: খুবই সুন্দর হয়েছে তবে আরো কিছু যোগ করা দরকার ছিল।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যোগ করলাম।ধন্যবাদ উপদেশ ও মন্তব্যের জন্য।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ধন্যবাদ কবি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.