নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার ব্যাধি

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫


ক্ষমার ও অযোগ্য করি আমি অপরাধ,
প্রাণে মেরে দেই যারা করে তাঁর প্রতিবাদ।
একমুখী স্রোত আজো একই ভাবে বয়ে যায়,
নিরুপায় জনগণ প্রাণ ভয়ে চুপ রয়।

সত্যকে চাপা দিয়ে ততদিন রাখা যায়,
যতদিন বিবেকের জাগরণ না হয়।
আঁধার আছে বলেই তো আলোর এত মূল্য,
কোন কিছু নয় সত্যের সমতুল্য।

তুচ্ছ এ পৃথিবীতে কেউ চিরজীবী নয়,
আমার অবিচার শুনে গার লোম খাড়া হয়।
না বোঝার ভান করে মায়াজালে জড়িয়ে,
সাময়িক সুখ লোভে প্রাণ নেই ছিনিয়ে।

প্রতিহত করার আগে বিবেচনা প্রয়োজন,
কোনদিন বলে কি তা ভাড়া করা গুণীজন?
আবেগের রায় শুনে তা বুঝে নিতে হয়,
আমিও সয়েছি কত অবিচার অন্যায়।

লাশের মিছিলে আমি ভরে দেই রাজপথ,
দেয়ালে ঠেকেছে পীঠ তাই পাই সহমত।
চীৎকার করে বলি আমি অপরাধী,
তবুও ছাড়েনা পিছু ক্ষমতার ব্যাধি!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: কোনো মানুষই জেনে শুনে বুঝে মন্দ কাজ করে না।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: লোভ যখন মানুষকে অন্ধ করে দেয় তখন মানুষ জেনে শুনে ভুল করে, আর তাঁর পরিনতি ভয়াবহ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

এম আর তালুকদার বলেছেন: "অসুস্থ গণতন্ত্র"

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

বলেছেন: এই লোভ এই ব্যধী একবারই ছাড়ে যখন নিঃসঙ্গ লোভ মৃত্যুর কোলে দুলে পরে। :((

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: দিন দিন এই ব্যধি ক্যান্সারে রূপ নিচ্ছে.।.।.।।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

uzzalhosain বলেছেন: হ্মমতা চিরস্তায়ী নয় আজকে একজনের হাতে ন্যস্ত কাল আবার অন্য জনের হাতে ন্যস্ত হতে পারে । তাই হ্মমতা নিয়ে অপব্যবহার করা ঠিক নয় । পাপের বিচার একদিন হবেই ইনশাআল্লাহ

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: পাপের ধ্বংস নিশ্চিত একদিন হবেই হবে।
ভালো থাকুন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

কানিজ রিনা বলেছেন: অসাধারন,

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেকানেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
ভালো থাকুন সব সময়।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব ভালই তো পদ্য লেখেন।

ব্লগে স্বাগতম।


লিখে চলুন।

শুভকামনা থাকলো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন সব সময়।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লোভ যখন মানুষকে অন্ধ করে দেয় তখন মানুষ জেনে শুনে ভুল করে, আর তাঁর পরিনতি ভয়াবহ।

মানুষ যদি ভুল করার সময় বুঝতেই পারতো সে ভুল করছে তাহলে সে এই ভুলটা করতো না। আগে না পরে বুঝে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: এই জন্যই তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
তবে লোভে পড়ে জেনে শুনে অনেকেই ভুল করে থাকেন।
ভালো থাকুন নুর ভাই। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.