নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

সাথীহারা সামাদ

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৪

সাথী হারা সামাদ,
---- মালেক বাচ্চু, ১৫.০৩.২০১৮

উড়ে গেছে পোষা পাখি
ভেঙ্গে গেছে পিঞ্জর,
বেদনায় ভরে গেছে, সখি
ব্যথা বিধুর অন্তর ।
সে কথা রাখিনি সাথী-
ছেড়ে চলে গেছে নিশি রাতি
দূর দেশে, বহুদূর ।

প্রবাসী পতির বিরহ যাতনা,
সহিতে না পারি-
অকালে প্রাণ সখি
তারার দেশে দেয় পাড়ি ।

পরবাসী স্বামীর অন্তর কোণে
ছিল এক সাগর বেদনা
বধুয়ার বিরহ যাতনা
সহিতে না পারে স্বামী
পরবাসে তাই শূন্য হৃদয়ে
হাহাকার করে দিবাযামী ।

একদা যে ধরিল,অন্তরে
ঐখানে তোর দাদীর কবর
ভাগ্যের পরিহাস বুকভাঙ্গা অন্তর
আজি নিজেই সাথীহারা হয়ে
হাহাকার করে ভারাক্রান্ত হৃদয়ে
বলে ওহে বাচাধন !
এইখানে তোর মায়ের কবর ,
অসহায় শিশু বুঝিবে না তার খবর ।

আজি সাথীহারা এক সামাদ
জীবনের সব অংক গরমিল বরবাদ
সংসার সাগরে হয়ে দিশাহারা
ঐ দূর আকাশে খুঁজে শুকতারা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.