নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

মায়োকার্ডিয়াল ইনফার্কসন

০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৩:২৮





মায়োকার্ডিয়াল ইনফার্কসন বা কথ্য ভাষায় 'হার্ট অ্যাট্যাক" হল হৃৎধমনীর রক্তপ্রবাহে অবরোধের কারণে হৃৎপিণ্ডের দেওয়ালের কোন অংশে হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু (ইনফার্কসন)। প্রবল হৃৎযন্ত্রণা (>৩০ মিনিট), কয়েকটি বিশেষ ইসিজি পরিবর্তন, ও কয়েকটি রক্ত পরিক্ষার দ্বারা এই হৃদরোগ নির্ধারন করা হয়। অনেক সময় সাময়িক ব্যাথার পরে রক্তপ্রবাহ পুনরায় ফিরে এলে হৃৎপেশীর সম্পূর্ণ মৃত্যু না হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে তা হার্ট অ্যাট্যাক নয় আঞ্জিনা পেক্টোরিস বা ক্ষণস্থায়ী বক্ষযন্ত্রণা।


লক্ষণ
বুকে অসহ্য চাপ, মোছড়ান, অস্বস্তি বা ব্যথা অনুভব।
বাহু, গলা, পিঠ, চোয়াল বা পাকস্থলির উপরের অংশ ব্যথা বা অস্বস্তি।
ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস।
বমি বমি ভাব, বমি হওয়া।
মাথা ঝিমঝিম করা।
ঠান্ডা ঘাম বেরিয়ে যাওয়া।
ঘুমে ব্যাঘাত ঘটা।
নিজেকে শক্তিহীন বা শ্রান্তবোধ করা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: মো: আজাদ আবুল কালাম,




এটাও হবহু কপি পেষ্ট । উইকিপিডিয়া থেকে -
মায়োকার্ডিয়াল ইনফার্কসন

২| ০৬ ই মে, ২০১৯ রাত ১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: নিজ থেকে লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.