নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের সবচেয়ে অসহায় ফেক ছবি

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০০



ঘটনার সুত্রপাত গত বছরের ২৫ অক্টোবর রাতে। এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। পরদিন সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ‘ইরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনি মেরে ফেলব’ বলে কিল-ঘুষি মারেন এবং আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।’

২০২০ সালের ২৬ অক্টোবর ইরফান সেলিমকে নিবন্ধনবিহীন ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস ও বিদেশি মদ সেবনের দায়ে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

তার বাসা থেকে উদ্ধার করা হয় মাদক ও অস্ত্র । মাদক ও অস্ত্র মামলায় তার নাম বাদ দিয়ে পুলিশ গতকাল চার্জশিট দিয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেট উদ্ধারের ঘটনায় ছিলো, তাকে সাক্ষী দিতে দেয়া হয়নি। পুলিশ রিপোর্টে "এরর" দেখিয়ে সেলিমকে বাদ দিয়ে দেয়া হয়েছে। বাকী ছিলো ওয়াটকি আর মদ রাখার মামলা। সেটাতেও সে জামিন পেয়ে গেল।

গত দু'ই দিনের ঘটনায় দেখা যায় উপরের ছবিটি ২০২০ সালে সবচেয়ে অসহায় একটি ফেক ছবি।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তহাতে দেশের আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য।

ব্লগের সবার জন্য আসল ছবি। ছবি সৌজন্য বিশিষ্ট ট্রাভেল এজেন্ট ও ফটো সাংবাদিক রুমি

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৫

আমি সাজিদ বলেছেন: =p~ খেলনাসহ দুধের বাচ্চা।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭

বিডি আইডল বলেছেন: মাসুম বাচ্চা

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২২

আমি সাজিদ বলেছেন: হাসান সাহেবকে মনে হয় ওয়েব সিরিজ টিম পসিবলে দেখেছি!

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৭

বিডি আইডল বলেছেন: একই লোক নয়

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: বহুত ক্ষেমতা পাজির পোলার। একদম দুধে ধোয়া তুলসী পাতা। জয় মা কালী তোর চরণে..... :(

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭

বিডি আইডল বলেছেন: চন্দন আর দুধে ধোয়া তুলসী পাতা

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি বিশ্বাস করি, হাজী সেলিম সাহেবের পুত্র নির্দোষ। র‍্যাবের ভেতর থাকা জামাত ও বিএনপির এজেন্টরা এই ন্যাক্কার জনক কাজ করেছে। সুষ্ঠ তদন্ত হলে দেখা যাবে, মির্জা ফখরুল ও রিজভী সাহেব হাজী সাহেবের বাসায় রাজনৈতিক কর্মী সেজে প্রবেশ করে সেখানে মদ্য পান করেছেন এবং বিশেষ একজনের পরামর্শে সেখানে মদের বোতল, অস্ত্র, ওয়াকিটকি সহ অন্যান্য জিনিস পত্র রেখে এসেছেন।
আমি শুধু ভাবি, বিএনপির এতটা অবক্ষয় কিভাবে হলো? একজন হাজীর সাহেবের নিরীহ ছেলের সাথে কিভাবে এমনটা তারা করতে পারলেন। আর এই ভিডিওতে পুলিশ সাহেবকে দোষ দিয়া লাভ নাই।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮

বিডি আইডল বলেছেন: এটা অবশ্যই স্বাধীনতা বিরোধী এবং উন্নয়ন বিরোধীদের ষড়যন্ত্র

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৪

এমেরিকা বলেছেন: একজন হাজী সাহেবের ছেলে এই কাজ করতেই পারেনা। তোবা তোবা! কিন্তু রিয়াল ছবিটা নিয়াও তো আমার সন্দেহ যাচ্ছেনা। সে সেনাবাহিনী বিমান বাহিনী পালে কি জন্য? কেউ ষড়যন্ত্র করে দুধের ডিব্বা আর ফিডারের বদলে সেনাবাহিনী বিমান বাহিনীর পুতুল রেখে দিয়েছে। এগুলা এডিট করা যায় রে ভাই!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

বিডি আইডল বলেছেন: এই ছেলেও হজ্ব করেছে সম্ভবত:। বাবার মত নামের শেষে হাজী লাগাবে আর একটু বয়স হলে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কক্সবাজারে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে হত্যা এর পর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধোর করাতে সৈনিকদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেটাকে প্রশমিত করতেই তড়িৎ ব্যবস্থা নেওয়ায় অস্ত্র-মস্ত্র সহ ধরা খায় জনাব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সেলিম সাহেবের নিউ বর্ণ ইনোসেন্ট বেবি ।





যাইহোক আমি আগে থেকেই জানতাম - গরম অবস্থা ঠান্ডা হইলে মামলা মুমলা অস্ত্র মস্ত্র সবই উল্টা পথে হাঁটা শুরু হইবো। এটাই বাংলাদেশ!!! :(

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

বিডি আইডল বলেছেন: বিশ্বজিত হত্যার কথা মনে আছে? ছবি, ভিডিও থাকার পরও ছাত্রলীগের সবাই বেকসুর খালাস পেয়ে যায়।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: সেলুকাস !!! ও সেলুকাস !!!! শুনছো ???

জ্বি জনাব??

বড্ড বিচিত্র এই দেশ ।

জ্ব জনাব !!!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

বিডি আইডল বলেছেন: আলেকজান্ডার বিভিন্ন দেশ জয় করার পর ভারতবর্ষ জয় করতে এসে ভারতের বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে তাঁর সেনাপতিকে বলছেন, "সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!"

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সত্য মিথ্যা এমন ভাবে মিশিয়ে দেওয়া হয়- যে আসলটাই খুঁজে পাওয়া যায় না।

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০১

বিডি আইডল বলেছেন: আসল তথ্য হচ্ছে আওয়ামী লীগ ও তাদের পরিবারের সবাই হজরত শাহজালালের পূণ্যবান বংশধ্বর

৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ে প্রশ্ন করতে নেই!



১০| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৬

সোহানী বলেছেন: রিয়েল ছবি দেখে হাসতে হাসতে ফিট। সব সম্ভবের দেশ আমাদের এই দেশ!

০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৬

বিডি আইডল বলেছেন: এটা আসলেই রিয়েল ছবি...ফিডার খাওয়া বাবু সে

১১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

নীল আকাশ বলেছেন: চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। এজাহার ও জব্দ তালিকায় ঘটনাস্থল ইরফানের শয়নকক্ষ উল্লেখ করা হলেও সেটি শয়নকক্ষ ছিল না। সেটি ছিল অতিথিকক্ষ। ইরফানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট ও মান-সম্মান ক্ষুণ্ন করাসহ হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কে বা কারা পিস্তলটি তার অতিথিকক্ষে রেখেছে।

এই দেশের আইনের প্রতি মানুষের আস্থা উঠে গিয়েছে সেই বিএনপি জামাতের আমলে। বর্তমান সরকার মানুষকে তার আইনের অধিকার ফিরিয়ে।দিয়েছে। কচি কাউন্সিলরের মান সম্মান নষ্ট করার জন্যই অবৈধ পিস্তল মদ তার বাসায় রেখেছিলো। মহামান্য বিজ্ঞ আদালত এই ষড়যন্ত্র বুঝতে পেরেই নিষ্পাপ মাসুম ইরফান সেলিমকে জামিন দিয়েছে। তবে নেভির সদস্যটা মার খাইলো ফাও। তার আগেই উচিত ছিলো জয় বাংলা স্লোগান দিয়ে মাইরটা হজম করে চুপচাপ বাসায় চলে যাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.