নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

চলে গেলে বুঝতে পারি - এসেছিলে তুমি

০৪ ঠা আগস্ট, ২০২২ ভোর ৪:৪৮




যখন তুমি পাশে থাকো
রোদেলা দুপুর হয়ে
আমায় তুমি নাও টেনে নাও
নদীর মত বয়ে
সুখের প্রতি ছোঁয়াতে
পাশাপাশি পথ চলাতে
অনুভবে আছ তুমি – হৃদয়ে।
চলে গেলে বুঝতে পারি
এসেছিলে তুমি।।

যখন তুমি কথা বল বলনা অনেক কিছু
তোমার ভাষা যায় ছুঁয়ে যায় দৃষ্টি পিছুপিছু
এমনই বেলা অবেলায় একাএকা পথ চলায়
সারাক্ষণ আছ তুমি – এ চোখে।

যখন তুমি ক্লান্ত হলে অনেক হসির পরে
আমার আঁধার কেটে যায় দুখের অবসরে
হৃদয়ের রঙে সবুজ আমাদের স্বপ্নগুলো
অনুভবে মিশে আছে এ বুকে।

——————
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৮:৪৪

শেরজা তপন বলেছেন: শিবলীর বিক্যাত অনেক গান আছে। এমন সুদর্শন বডিবিল্ডার গীতিকার লেখক আর সম্ভবত একজন ও নেই।

ছবিটা সঠিক মুহুর্তে ক্লিক হয়েছে।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩২

বিডি আইডল বলেছেন: বাংলাদেশে স্বাধীনতার প্রস্তুতিকালীন সময়ে জন্ম নেওয়া এই গীতিকবির শৈশব ও কৈশোর কেটেছে নাটোরে, যৌবন কেটেছে লন্ডন শহরে। সাহিত্যে করেছেন মাস্টার্স। বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়িয়েছেন এশিয়া, ইউরোপ আর আমেরিকার পথে প্রান্তরে।

লতিফুল ইসলাম শিবলী গীতিকার হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছর ধরে ঔপন্যাসিক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৭ সালে প্রকাশিত উপন্যাস দারবিশ তারপর একে একে দখল, আসমান, রাখাল, ফ্রন্টলাইন ও সর্বশেষ এই বছর অন্তিম পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এসব উপন্যাসের মধ্যে দিয়ে তিনি নতুনকরে একটি পাঠক শ্রেণি তৈরি করেছেন। মূলত তার গল্পে- ইতিহাস, পুঁজিবাদ, ধর্ম, অধ্যাতিকতার উপস্থিতি বেশি লক্ষণীয় বেশি। শিবলী’র কাহিনি ও চিত্রনাট্যে নিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ ২০১৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি’ ও ‘রাজকুমারী’। রাজকুমারীতে মির্জা গালিব চরিত্রে শিবলী নিজেই অভিনয় করেছেন।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

বিডি আইডল বলেছেন: লতিফুল ইসলাম শিবলীর কবিতা ‘ফাদি আবু সালাহ্

তোমাকে দেখার আগে
জানা ছিল না-
মানুষের পা কেড়ে নিলে
তার পিঠে গজায় ডানা,
আর হাঁটতে বাধা দিলে
মানুষ শিখে যায় উড়তে।

ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে,
তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন।

দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে
সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্ত্যের জান্নাত।

এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব,
অথচ তুমি কখনোই শিশু ছিলে না,
তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল।

আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুড়ে যেভাবে তছনছ করে দিয়েছিল,
আজ তাবৎ পৃথিবী জানে তুমিই সেই আবাবিল,
একই কায়দায় ছুড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে।

তোমাকে তো ছেড়ে দেয়া যায় না-
এরপর ওরা কেড়ে নিলো তোমার তারুণ্য,
তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিলো
শুকনা পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন।

আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পরেছে
সাতটি সাগর মহাসাগরের কুলে উপকুলে…

আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে
জেরুজালেমের প্রাচীন দেয়াল
ঠিক তখনি ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ্য সুন্দর পা জোড়া।

সাধ্য আছে কার
কি ভাবে থামাবে ওরা তোমার চার চাকার হুইল চেয়ার,
ওরা জানত হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য,
সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুড়তে পারে,
তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ।

ওরা জেনে গেছে তোমার প্রাণশক্তির উৎস,
ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে
কি ভাবে পরাজিত হয়েছে জালিম গোলিয়াথ–

হে ফাদি আবু সালাহ্
হে পাথর ছোড়া আবাবিল-
তাই আজ ওরা কেড়ে নিলো তোমার জীবন।

আহা, জান্নাতের সবুজ পাখি
তোমাকে দেখার আগে জানা ছিলো না
পা'হীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা।

আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজাড় উড়াল,
আমরা প্রতীক্ষায় আছি, ঝাঁকে ঝাঁকে
ফিরে আসো. আবাবিল
ঝাঁকে ঝাঁকে…

২| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

শেরজা তপন বলেছেন: টাইপো * বিখ্যাত

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আপনার কথা মনে পড়লো, দেখতে আইলাম। আছেন কেমন? এইসব রোমান্টিক গান হুইনা আর লাভ নাই, ছেড়িগোর কাছে লাত্থিউস্টা খাইয়া আমার প্রেমের তেল গেছেগা। আমি এখন ডেইলি দুইবেলা করে পিছন দিক দিয়া ব্ল্যাকপিল নিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.