নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

নাইট রিডার

পরিচয়? কি দরকার?

নাইট রিডার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের অজানা জলপ্রপাত-পর্ব-১

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বাংলাদেশের জলপ্রপাতের কথা বললেই মনে আসে মাধবকুন্ড আর হিমছড়ির কথা। যাদের একটু ঘুরোঘুরির অভ্যাস আছে তারা তো বটেই আমার মত ঘরকুনো মানুষ যারা তদের মধ্যেও অনেকে এ দুটো জলপ্রপাত দেখে ফেলেছেন; না দেখলেও অন্তত জানা আছে এ সম্বন্ধে। অথচ আমাদের এই বাংলাদেশে এমন কিছু অজানা-অদেখা জলপ্রপাত রয়েছে, যেগুলো সৌন্দর্য আর নৈসর্গ এর মাপ কাঠিতে মাধবকুন্ড বা হিমছড়ির চেয়ে কোন অংশে কম না।



তাহলে চলুন পরিচিত হই এই অজানা, অপেক্ষাকৃত কম পরিচিত অথচ অসম্ভব সুন্দর জলপ্রপাতগুলোর সাথে।





১। নাফাখুম জলপ্রপাত







এই জলপ্রপাতটিকে বলা হয় বাংলার নায়াগ্রা। কারণটা হল এখান থেকে যে পরিমাণ পানি পড়ে তা বাংলাদেশের যে কোন জলপ্রপাতের চেয়ে বেশী। বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিলেই আপনি যেতে পারবেন এই আশ্চর্য্য সুন্দর জলপ্রপাতটিতে।

















খরস্রোতা নদী সাঙ্গুর রেমাক্রি খালের পানিপ্রবাহ এই নাফাখুমে এসেই প্রায় ৩০ ফুট নীচে পতিত হয়ে তৈরী করে এই জলপ্রপাতের। এই রেমাক্রি থেকেই এর আরেক নাম রেমাক্রি জলপ্রপাত।





বাংলাদেশের অন্যতম খরস্রোতা নদী সাঙ্গু



নাফাখুমে যাওয়ার পথটিও কিন্তু চমৎকার।









আর আশে পাশে নৈসর্গিক দৃশ্যের ও কোন কমতি থাকার কথা না।













২। বাকলাই জলপ্রপাত



পানির পরিমাণের দিক থেকে সবচেয়ে বড় নাফাখুম হলেও সর্বোচ্চ জলপ্রপাত কিন্তু এটি নয়। বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত জলপ্রপাত এর নাম বাকলাই জলপ্রপাত। এর উচ্চতা ৩৭০ ফুট। এটিও বান্দরবনের থানচিতে অবস্থিত। বাকলাই পাড়ায় অবস্থানের কারণে এর নাম বাকলাই জলপ্রপাত।







থানচি বা রুমা যে কোন স্থান থেকেই আপনি যেতে পারেন বাকলাই। প্রাকৃতিক সৌন্দর্য্য আর ট্রেকিং এর আনন্দ দুটোই পেতে চাইলে এর চেয়ে ভাল স্থান বাংলাদেশে খুব কমই আছে।





আর কিছু না হোক বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত দেখার অভিজ্ঞতাটাও কম না।











৩। ফাইপি জলপ্রপাত



এটি অবস্থিত বান্দরবনের থাইকং পাড়াতে। রুমা বা থানচি থেকে এই জলপ্রপাত এ যেতে পারেন।











৪। রেমাক্রিখুম জলপ্রপাত



এই জলপ্রপাতটি কে ঠিক জলপ্রপাত বলা চলে না কারণ এটি কোন পাহাড় থেকে নীচে আচড়ে পড়ে না, রেমাক্রি খালের একেকটি স্রোত সিঁড়ির মত চার পাঁচটি ধাপ ভেঙ্গে আরেকটি স্রোতের সাথে মিশে তৈরী এই জলপ্রপাতটি।







অদ্ভুত এই জায়গা রেমাক্রি খাল। বিশাল বিশাল সব পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানি। চারিদিকে সবুজ ঘেরা বুনো সুন্দর রেমাক্রি আপনার ভাল লাগবেই।







৫। আমিয়াখুম জলপ্রপাত



বাংলাদেশ-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত এই জলপ্রপাত কারো কারো মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত। কিছুটা নাফাকুমের মত দেখতে এই জলপ্রপাত নাফাকুম থেকে আরও সামনে বেশ কিছুদূর গেলে নাক্ষিয়ং নামক জায়গায় এর অবস্থান।







চারিদিকে মন ভালো করে দেয়া সবুজ বন আর ঘন ঝোপঝাড়ে ঢাকা পাথুরে গুহা পার হয়ে সামনে এগুলেই রেমাক্রি খাল খাড়া হয়ে আমিয়াখুম জলপ্রপাত নামে বয়ে চলেছে।



আমিয়াখুম তার দূর্গম অবস্থানের কারণে আপনার শারীরিক সক্ষমতার সাথে মানসিক দৃঢ়তারও পরীক্ষা নেবে।







৬। জাদিপাঁই জলপ্রপাত



এই জলপ্রপাতের বৈশিষ্ট্য দুটো। এক- বাংলাদেশের চওড়া জলপ্রপাত গুলোর অন্যতম একটি হল জাদিপাঁই। আর দ্বিতীয় কারণ হল এর পানির স্বচ্ছতা ও শীতলতা।









পথ কিছুটা দূর্গম হলেও এর স্বচ্ছ আর ঠান্ডা পানি আপনার ক্লান্তি এক নিমিষেই দূর করে দেবে।









এর অবস্থান বান্দরবনের রুমাতে। কেওকারাডং থেকে এক ঘন্টার হাঁটা পথ।







বাংলাদেশের আরও কিছু অজানা-অদেখা অথচ সুন্দর জলপ্রপাতের কথা থাকবে আগামী পর্বে।

মন্তব্য ৬৫ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে!!!!



০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

নাইট রিডার বলেছেন: আমার নেট স্লো । ছবি লোড হচ্ছে না। তাই বুঝতেও পারছিলাম না ছবিগুলো আপলোড হয়েছে কি হয় নি। আর সামুতে কি কারণে যেন ছবি লোড হতে প্রব্লেম করছে। তাই নিজেও জানিনা ছবি গুলো কেমন হয়েছে বা আদৌ দেখা যাচ্ছে কিনা।

আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রাতুল রেজা বলেছেন: নাফাখুম , হামহাম গিয়েছি । এবার যাব খোইয়াছড়া

Click This Link

Click This Link

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নাইট রিডার বলেছেন: হামহাম আর খোইয়াছড়া নিয়ে আগামী পর্বে লিখব। আপনি অনুমতি দিলে কিছু কথা আপনার পোষ্ট থেকে নেব।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বোকামন বলেছেন:
ছবি দেখা যাচ্ছে না। তবে বর্ণনা থুব ভালো লাগালো :-) +
ছবিগুলো দেখার জন্য আরেকবার আসবো সময় করে।
ভালো থাকবেন।।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নাইট রিডার বলেছেন: আমারও একই অবস্থা, ছবি দেখছি না।

প্লাস এর জন্য ধন্যবাদ আর আরেকবার আসবেন তার জন্য আগাম শুভেচ্ছা।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

রাতুল রেজা বলেছেন: আপনি অনুমতি দিলে কিছু কথা আপনার পোষ্ট থেকে নেব

ঠিক আছে, নিন

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নাইট রিডার বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম......... এইবার ঠিকমতো আসছে।


++++++++++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, আপনি না বললে দেখা যেত চেক করতাম না। এই পোষ্ট এ ছবি না থাকলে কোন দাম নাই

৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

খাটাস বলেছেন: ছবি গুলো সুন্দর তো, পড়ে পোষ্ট পড়ব। আপাতত প্লাস দিয়ে বক্সে।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪

নাইট রিডার বলেছেন: পড়ে বলবেন, কেমন হল?

প্লাসের জন্য ধন্যবাদ

৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: দারুন পোস্ট । ভালো লাগলো :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

মৃন্ময় বলেছেন: প্রিয়তে নিলাম খুব তাড়াতাড়ি কাজে লাগবে,

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

নাইট রিডার বলেছেন: প্রিয়তে নিলেন তাই ধন্যবাদ।

কাজে লাগবে জেনে ভাল লাগল।

৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:


দারুন পোষ্ট। প্লাস ও প্রিয়তে +++

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩১

নাইট রিডার বলেছেন: প্লাস এবং কমেন্টের জন্য ধন্যবাদ

১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

বিষন্ন একা বলেছেন: ফেবু তে বান্দরবানের যে পেইজ আছে তাতে এই ছবি গুলোই একই আ্যংগেল এই আছে.....ভেবেছিলাম নতুন কিছু পাব, এবার পেলাম না পরের বার পাবার আশা রাখি।

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

নাইট রিডার বলেছেন: এসব জলপ্রপাতে আমি যাইনি; ছবিগুলো নেট থেকে সংগ্রহ করা। আর ইন্টারনেটে একই ছবি সব জায়গায় ঘোরা ফেরা করে। তাই আপনাকে হতাশ হতে হল।

চেষ্টা থাকবে আগামী পর্বে।

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জাদিপাই ঝর্নার একটা বৈশিষ্ট হলো এখানে প্রায় রংধনু দেখা যায়। :)

গুড পোষ্ট!

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪১

নাইট রিডার বলেছেন: হুম এই পোষ্টের একটা ছবিতেও জাদিপাই এর রংধনু দেখতে পাওয়া যাচ্ছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

সব কটিতেই গিয়েছি। আপনার পোস্ট দেখে স্মৃতিগুলো পুনরায় মনে পরে গেলো।

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৪

নাইট রিডার বলেছেন: আপনাকে হাজার টা সালাম আর অভিনন্দন।

জানি না কখনও যাওয়া হবে কিনা, তবে আপনাকে হিংসা হচ্ছে।

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছবি পোষ্ট দেখে মুগ্ধ হলাম......৬ নম্বর ছবিটা কি কোন ওয়েব দেখা নেয়া? নাকি আপনারই ছবি ওখানে আপলোড করেছিলেন.. সর্বপরি লেখা আর ছবি , দৃশ্যায়ন মুগ্ধকর...ধন্যবাদ পোষ্টের জন্য...

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

নাইট রিডার বলেছেন: ছবিগুলো সবই ওয়েব থেকে নেয়া। আমি কোন জলপ্রপাতই দেখিনি। লেখাগুলোতে চেষ্টা করেছি আপনাদের জন্য চিত্তার্ষক করার যেন প্রথম সুযোগেই জলপ্রপাতগুলো মানুষের দেখা পায়।

আশা করি যাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সময় ও সুযোগ পেলে যেতে পারি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

নাফাখুম গিয়েছিলাম। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছিলো।

পোস্টে +++++++

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

নাইট রিডার বলেছেন: সবগুলো জলপ্রপাতই দূর্গম; তাই যাওয়া আসার অভিজ্ঞতা ভয়ংকর ই হওয়ার কথা। কিন্তু দেখার পর নিশ্চিত মনে হয়েছে আসাটা সার্থক?

প্লাসের জন্য ধন্যবাদ

১৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: নাফাখুম ছাড়া অন্য কোনটার নাম শুনি নাই। কী সুন্দর!

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

নাইট রিডার বলেছেন: আমিও শুধু নাফাকুমের নাম জানতাম, বাকীগুলোর নামই শুনি নি, দেখা তো দূরের কথা।

আসলে আমরা নিজের দেশটাকে এত কম চিনি।

১৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

আমি সুফিয়ান বলেছেন: একমাত্র জাদিপাইয়ে গেছি :(
অন্যগুলা তো জাদিপাইয়ের চেয়ে ও সুন্দর মনে হচ্ছে,
তবে জাদিপাইয়ের গোসল একটা অসাধারন অভিজ্ঞতা :)
নাফাখুমে এখন যেতে দেয় ? আমি শুনেছিলাম যাওয়া নিষিদ্ধ!!!

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

নাইট রিডার বলেছেন: আমি কোনটাতেই যাই নি :( । ইচ্ছে আছে যাওয়ার।

আমার জাদিপাই এর কথা শুনেই মনে হয়েছে এখানে গোসল করাটা অসাধারণ একটা অভিজ্ঞতা হবে।

১৭| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

না পারভীন বলেছেন: দেশ টা যে এত সুন্দর জানতাম না । ১৫ তম ভাল লাগা রইল ।

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

নাইট রিডার বলেছেন: আমাদের জন্য কবিতার এই লাইন গুলোই যথেষ্ঠ----

"দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।"


ভালা লাগায় ধন্যবাদ।

১৮| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

নৈঋত বলেছেন: নাফাখুম যাইতে চাই :((

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

নাইট রিডার বলেছেন: বাকীগুলোর কি সমস্যা? :-*

১৯| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

সোহানী বলেছেন: মানে !!!!!!!!!!! এতো সুন্দর জলপ্রপাত আমাদের দেশে আমরা জানি না ???? !!!!!!!! আমারতো বিশ্বাসই হচ্ছে না। আমরা করছিটা কি ঘরে বসে একে অন্যের চুল ছিড়ে........এগুলোর দিকে তাকাচ্ছিনা কেন???? ভাই কিভাবে যাবো বলবেন কি??????

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

নাইট রিডার বলেছেন: আসলেই আমরা নিজের দেশটাকেই ঠিকমত চিনি না, চিনলে একে অন্যের চুল ছেঁড়া নিয়ে ব্যস্ত হতাম না।

আর যাওয়ার জন্য এই সাইটে ঢুঁ মারতে পারেন

২০| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: কি চমৎকার সব জলপ্রপাত আমাদের দেশে। আমি এর একটা নামও শুনি নাই।

তবে নাফাখুম জলপ্রপাত দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো।
অনেক ধন্যবাদ এমন চমৎকার সব জলপ্রপাত এর ছবি আর তথ্য জানানোর জন্য।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

নাইট রিডার বলেছেন: আমিও এদের সম্বন্ধে জানতাম না। অথচ নাফাকুম আর বাকলাই দুটো দু ক্ষেত্রে বাংলাদেশের সেরা।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাইজান চাক্কা চাক্কা দেখায় তো! আমি নাম পড়তে পারতেছি না জায়গাগুলার ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

নাইট রিডার বলেছেন: কেন এমন হচ্ছে ঠিক বুঝলাম না। প্রথমে ছবি নিয়ে কিঞ্ছিত সমস্যা ছিল, কিন্তু লিখাতে কোন সমস্যা হচ্ছে বলে তো কেউ বলে নি। আপনি ই প্রথম।

সমস্যাটা মনে হচ্ছে আপনার দিকে।

পড়তে পারলে জানাবেন কেমন লাগল।

২২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

জালিস মাহমুদ বলেছেন: ভালো পোষ্ট :) :) :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

২৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

ভারসাম্য বলেছেন: খুব সুন্দর!!!
আমি দু/তিনটা ছাড়া সব ছবিই দেখতে পেলাম।
++++++++++++++++++++++++++++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

নাইট রিডার বলেছেন: সবগুলোই দেখতে পাওয়ার কথা, তবে সামুতে ছবি লোড মাঝে মাঝে অনন্তকাল লেগে যায় :P

প্লাস আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: মাই গড !! কি পোস্ট দিলেন ।
আচ্ছা আমি যতটুকু শুনেছি বলে মাধবকুণ্ড বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত ।
অনেক সুন্দর পোস্ট । সোজা প্রিয়তে ।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৩

নাইট রিডার বলেছেন: মাধবকুণ্ডের উচ্চতা ২০০ ফুট আর বাকলাই এর উচ্চতা ৩৭০ফুট। যদিও অফিসিয়াললি বাকলাই কে সর্বোচ্চ জলপ্রপাত ঘোষণা করা হয়নি এখনও।

ধন্যবাদ।

২৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্লাস সহ সোওজা প্রিয়তে ভাই!

কোন কথা নাই। কালকে দেখেছি, ফোন থেকে... যাব!

কালকে রাত্রে আপনার এই পোস্ট দেখার পর থেকেই মন আর টেকে না। সম্ভবত আগামীকাল রাত্রের বাসে উঠে কক্সবাজার আর হিমছড়ির পানিতে শরীর জুড়াবো।

বিশ্বাস করেন, আপনার এই পোস্ট দেখেই অনুভব করেছিরে ভাই, আমি আস্তে আস্তে বিষণ্নতার রোগী হয়ে যাচ্ছি।
এবং তারপরই, এই সিদ্ধান্ত।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২

নাইট রিডার বলেছেন: তাও তো ভাল যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন--যাবেন। আমি এতটাই বৈষয়িক যে ঘোরাঘুরির জন্য সময় করা হয়ে ওঠে না।

অনেকদিন পর আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগল।

প্লাস, প্রিয় আর বিশেষ করে আমার পোষ্ট পড়ার পর সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ।

২৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

আরমিন বলেছেন: খুবই খুবই সুন্দর!

আমিয়াখুম জলপ্রপাত দেখে তো পুরা মাথা নস্ট হয়ে গেলো!

অনেক অনেক ভালোলাগা।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

নাইট রিডার বলেছেন: আমিয়াখুম দেখতে হলে কিন্তু শারীরিক আর মানসিক দু দিকেই শক্ত হতে হবে, যেতে হলে আজি জিম আর মেডিটেশন শুরু করে দিন। :P

ধন্যবাদ।

২৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: রেমাক্রি জলপ্রপাত। -- আসলেই বাংলার নায়াগ্রা।
চমৎকার একটা পোস্ট।

++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

নাইট রিডার বলেছেন: প্লাস গুলো সব বাংলার নায়াগ্রার জন্য তোলা রইল।

আপনার জন্য ধন্যবাদ।

২৮| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

প্রত্যাবর্তন@ বলেছেন: জাস্ট ওয়াও !

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

২৯| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঈদের শুভেচ্ছা নাইট রিডার ভাই!

০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

নাইট রিডার বলেছেন: লিসানি ভাই, ঈদ মোবারক।

৩০| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

রিপেনডিল বলেছেন: নাফাখুমের দ্বিতীয় ছবিটা আমাদের ট্যুর এর। ২০১০ এ গিয়েছিলাম।

০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬

নাইট রিডার বলেছেন: না গিয়েই বুঝতে পারছি সেটা একটা লাইফ টাইম এক্সপেরিএন্স ছিল।

৩১| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১২

এস এম কায়েস বলেছেন: সবগুলোতে গিয়েছি। খুব ভাললেগেছে।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

নাইট রিডার বলেছেন: আপনি ভাগ্যবান, সাথে ইচ্ছে এবং উদ্যমটাও ছিল

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি যাইতে চাই ! যত কষ্ট হয় হোক ! যাইতে চাই ! :(

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

নাইট রিডার বলেছেন: ইনশাল্লাহ যেতে পারবেন, আমি মনে হয় না কোনদিন সবগুলোতেই যেতে পারব

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৩

আমি তুমি আমরা বলেছেন: দারুন পোস্ট । ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.