নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

নাইট রিডার

পরিচয়? কি দরকার?

নাইট রিডার › বিস্তারিত পোস্টঃ

অটিজমঃ প্রয়োজন সচেতনতা, সহমর্মিতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০





অটিজম হচ্ছে মস্তিষ্কের বিন্যাসগত সমস্যা । অটিজম শিশুদের মস্তিষ্ক বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, যার ফলে শিশু শুধুমাত্র নিজের মধ্যে আচ্ছন্ন থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে । শিশু যখন শুধু নিজের মধ্যে আচ্ছন্ন থাকে তখন তার অন্যদের সাথে যোগাযোগ, সামাজিকতা, কথা বলা, আচরণ ও শেখা বাধাপ্রাপ্ত হয়।





হেনরি মোস্‌লে



ইদানিং অটিজম নিয়ে মানুষ কিছুটা জানলেও এ রোগটি আগে থেকেই ছিল। শনাক্তকরণ সম্ভব হয়নি বলেই রোগটিকে নতুন মনে হচ্ছে। এ ব্যাপারে প্রথম ধারণা দেন হেনরি মোস্‌লে নামে একজন ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট ১৮৬৭ সালে। তিনিই প্রথম লক্ষ্য করেন যে কিছু কিছু শিশুর সামাজিক ও শারিরীক আচার-আচরণ এবং বুদ্ধিমত্তা অন্যন্য বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের থেকে আলাদা ।





লিও ক্যানার



পরবর্তীতে লিও ক্যানার, একজন আমেরিকান সাইকিয়াট্রিস্ট, ১৯৪৩ সলে এই অসুখের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন এবং এর নাম দেন ইনফেনটাইল অটিজম ।



অটিজম শিশুদের মস্তিষ্কের বিকাশের একটি প্রতিবন্ধকতা যার লক্ষন সাধারণত শিশুর জন্মের ৩ বছরের ভিতরে প্রকাশ পায় ।অটিজম বলতে শুধুমাত্র একটি অসুখকে বুঝায় না, আসলে এটি কয়েকটি অসুখের সমষ্টি । যাকে বলে অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (Autism Spectrum disorder/ASD) । অটিজম আক্রান্ত শিশুদের ভিতরে সামাজিক আচার-আচরণ, যোগাযোগ ও ব্যবহারজনিত সামান্য সমস্যা থেকে শুরু করে প্রচন্ড সমস্যাগুলো ও এই স্পেকট্রাম এ অন্তর্ভুক্ত, যার ফলে সামান্য সমস্যা থেকে শুরু করে অধিক সমস্যাগ্রস্ত শিশুরা এর আওতায় চলে আসে।





অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (Autism Spectrum disorder/ASD) এর মধ্যে আছে-



১ - ইনফেনটাইল অটিজম (Infantile Autism) - এইধরনের শিশুদের সামাজিক আচরণ, মৌখিক ও অমৌখিক যোগাযোগ (Verbal and Non Verbal Communication) ও ত্রিুয়াকলাপের সমস্যা এবং পুনারবৃত্তিমূলক আচরণ থাকে ।



২ - রেটস সিনড্রম (Rett’s syndrome)- এই রোগ শুধু মেয়েদের হয়ে থাকে। এক বছর পর্যন্ত শিশুর বৃদ্ধি স্বাভাবিক থাকে । তারপর তার সামাজিক ও মানসিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় । এরা কথা বলতে পারে না, এ রোগে আক্রান্ত শিশুরা প্রচন্ড রকমভাবে বুদ্ধি প্রতিবন্ধি হয়ে থাকে। এরা হাত-পা ও ঠিক ভাবে নড়াচড়া করতে পারে না ।



৩ - এ্যাজপার্গার সিনড্রোম (Aspergar syndrome) - এ রোগ সাধারনত ছেলেদের হয় । এদেরকে অটিস্টিক সাইকোপ্যাথ বলা হয় । এরা কিছু কিছু কাজ বা আচরণ বার বার করতে থাকে । তবে কথা ঠিকমত বলতে পারে । যদিও কথা বলার ধরন এবং গলার স্বর একটু ভিন্ন রকম হয় । এরা একাকী এবং আলাদা থাকে । তবে কিছু কিছু ছোট ব্যাপারে এদের মধ্যে অধিক আগ্রহ দেখা যায় ।



৪ - চাইল্ডহুড ডিজইনটেগ্রেটিভ ডিজঅর্ডার(Childhood Disintegrative Disorder)- এর আরেক নাম হেলারস্ ডিজিস। এদের সাধারণত দুই বছর পর্যন্ত স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটে । পরবর্তীতে এদের সামাজিক আচরণের সমস্যা দেখা যায় । এদের সাধারনত Neurological problem প্রকট থাকে । এরা হাত পা সঠিকভাবে নাড়াচড়া করতে পারে না এবং নিজের প্রসাব-পায়খানার কথা বলতে পারে না ।



৫ - এটিপিক্যাল অটিজম (Atypical Autism)



৬ - অন্যান্য । (Pervasive Developmental Disorder - Not Otherwise Specified)







শিশুটি অটিস্টিক কিনা বুঝবেন কিভাবে ?



অন্য সকল শিশুর মতোই প্রত্যেক অটিজম আত্রুান্ত শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী । তাই একজন অটিস্টিক শিশুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে অন্য আরেকজন অটিস্টিক শিশুর মধ্যে সেই একই বৈশিষ্ট্য বা লক্ষণ নাও থাকতে পারে ।



তবে যে প্রধান তিনটি সমস্যা সকল অটিস্টিক শিশুর মধ্যে দেখা যায় তা হল ---



১ - স্বাভাবিক সামজিকগত আচরণ সমস্যা (Social impairment)



২ - মৌখিক ও অমৌখিক যোগাযোগ সমস্যা (Verbal and Non Verbal Communication Impairment)



৩ - পুনরাবৃত্তিমূলক আচরণ এবং ত্রিুয়াকলাপ সমস্যা (Restricted & Repetitive activity & interest)








১ - স্বাভাবিক সামজিক আচরণ সমস্যা (Social impairment)



• এরা সাধারনত একা একা থাকে ।

• অন্যদের সাথে মিশতে, খেলতে এবং কথা বলতে চায় না ।

• কথা বললেও অটিস্টিক শিশুরা অন্যের চোখে চোখ রেখে কথা বলতে চায় না।

• মানুষের প্রতি আগ্রহ কম প্রদর্শন করে।

• কিছু ক্ষেত্রে সামাজিক আচার আচরণের উন্নতি হলেও সামাজিক দায়িত্ব, ভাববিনিময় ও অপরের প্রতি সহানুভুতির সমস্যা রয়ে যায় ।

• অটিস্টিক শিশুদের আদর-ভালবাসার প্রতি আকর্ষন কম । যেমনঃ তাকে কোলে নেওয়া বা আদর করা সে পছন্দ করে না । তবে অনেক অটিস্টিক শিশু তার প্রতি বাবা মার স্নেহ-মমতা বুঝে ।

• বন্ধু বান্ধবের সাথে খুব কম মিশে ।

• অকারণে হাসে, কাঁদে বা ভয় পায় ।

• প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ কম কিন্তু ছোট ছোট বস্তুর প্রতি আগ্রহ বেশি।

• বিপদ সম্পর্কে অসচেতন।

• যে কোন বিষয় কেউ কেউ অতিমাত্রায় সতর্ক আবার কেউ কেউ মোটেই সতর্ক নয়।

• অনেক বেশি শব্দ অপছন্দ করে।







২ - মৌখিক ও অমৌখিক যোগাযোগ সমস্যা (Verbal and Non Verbal Communication Impairment)



• কথা বলা, প্রকাশ ভঙ্গিমা ও সঠিক ভাবে বাক্য বলায় সমস্যা থাকে । (৩০% অটিষ্টিক শিশু কথা বলতে পারে না ।

• ছোট বয়সে বাবলিং (babling) কম হতে পারে ।

• দেরীতে কথা বলা শুরু করে এবং কথায় কিছুটা ভিন্নতা থাকে।

যেমনঃ

- তোতাপাখির মত কথা বলে (parroting/ ecolalia)

- একেবারেই নতুন শব্দ তৈরী করা (Neologism)

• আবার অনেকই একই শব্দ ও বাক্য বার বার বলে ও করে ।

• কখনো কখনো দুই বছর পর্যন্ত কথা বলার ক্ষমতা সঠিক থাকলেও পরবর্তিতে তার অভাব দেখা যায় ।

• কথা বললেও শুধু প্রয়োজনীয় কথা বলে, আলাপচারিতা/গল্প করতে পছন্দ করে না ।

• কেউ কেউ অস্বাভাবিক স্বরে (abnormal tone) কথা বলে । যেমনঃ গান গাওয়ার মত ।

• ভাষার বিকাশ দেরিতে হয়।





৩ - পুনরাবৃত্তিমূলক আচরণ এবং ত্রিুয়াকলাপ সমস্যা (Restricted & Repetitive activity & interest)



• অটিস্টিক শিশু পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন পছন্দ করে না । যেমনঃ ঘরের আসবাবপত্র পুনর্বিন্যাস করলে সে অস্থির হয়ে পড়ে।

• একই রুটিন মেনে চলতে পছন্দ করে ।

• একই কাজ বার বার করে। যেমনঃ শরীর বার বার সামনে পিছনে দোলানো, বার বার হাত তালি দেয়া, একই জায়গায় দাড়িয়ে ঘুরা, বারবার হাতের আঙুল মোচড়ানো।

• একই ধরনের খেলা করে (orderly play), যেমন লাইন ধরে জিনিস সাজানো ।

• যা দিয়ে খেলার কথা নয় তা দিয়ে দীর্ঘক্ষন খেলা বা কাছে রাখা । যেমনঃ ছোট এক টুকরো কাগজ ।

• কল্পনাযুক্ত (Innovative or strategic play) খেলা খেলতে পারে না।

• ঘুর্নীয়মান খেলনা পছন্দ করে ।

• একই খাবার পছন্দ করে।

• একই পোষাক বারবার পরতে চায় ।

• কোন খেলনার একটি বা দুটি অংশ নিয়ে খেলতে বেশি পছন্দ করে, পুরো খেলনাটি নয়। কখনো কখনো খেলনার একটি অংশ দিয়ে সারাক্ষন খেলতে থাকে ।





অন্যান্য লক্ষন সমূহঃ



১ - বুদ্ধিপ্রতিবন্ধী -৭০% বুদ্ধিপ্রতিবন্ধী, ৩০% স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন

২ - খিচুনি -এক চতুর্থাংশ বাচ্চার মধ্যে দেখা যায় ।

৩ - অনেকক্ষেত্রেই অতিচঞ্চলতা ও ভাংচুরের প্রবনতা থাকে ।

৪ - মনসংযোগের অভাব থাকে ।

৫ - নিজের ক্ষতি করা যেমনঃ নিজের মাথায় আঘাত করা, নিজের চোখে খোঁচা দেওয়া বা হাত কামচনো ।

৬ - অহেতুক অতিমাত্রায় ভয় পাওয়া ।

৭ - কখনো কখনো কাপড়ে প্রসাব পায়খানা করে ফেলে ।

৮ - মাঝে মাঝে ঘুমের সমস্যা ও দেখা যায় ।

৯ - আলো, শব্দ, গন্ধ, স্বাদ, রং, স্পর্শ প্রভৃতির প্রতি অন্যদের চেয়ে প্রতিত্রিুয়া একটু আলাদা ।









জন্মের পর শিশু অটিস্টিক কিনা কিভাবে বুঝবেন ?

(Early Sign)



১ - এক বছর বয়সের মধ্যে বাবলিং না করা ।

২ - এক বছর বয়সের মধ্যে কোন কিছু ইশারা করে না দেখানো ।

৩ - অনুকরণ করার প্রবনতার অভাব ।

৪ - শব্দ শুনে ভয় পাওয়া বা চিৎকার করা ।

৫ - পরিবর্তন অপছন্দ করা ।







অটিস্টিক হবার কারণঃ



অটিজমের জন্য দায়ী সঠিক কোন কারণকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি । তবে কিছু কিছু গবেষণা থেকে অটিজমের কারণ হিসেবে -



• মস্তিষ্কের গঠনগত ক্ষতি (Structural damage of brain)

• মস্তিষ্কের বিকাশগত প্রতিবন্ধিকতা (Brain based development disorder)

সাম্প্রতিক কালে বিশেষজ্ঞরা মস্তিষ্কের বিকাশের প্রতিবন্ধকতার কারণ হিসেবে ব্রেনের কিছু অস্বাভাবিক রাসায়নিক কার্যকলাপ কিংবা ব্রেনের কিছু অস্বাভাবিক গঠনকে দায়ী করেছেন ।

• শরীরের নিউরো কেমিক্যাল এর অসাম্যতা

• কোন কোন ক্ষেত্রে জেনেটিক্যাল কারণকে দায়ী করা হয়।



▶ এছাড়া অন্যান্য কারণ

- প্রসুতীকালীন সমস্যা

- গর্ভকালীন/পরবর্তী¬তে সংত্রুামিত ব্যধি







অটিস্টিক শিশুর জন্য যা প্রয়োজনঃ



• শিশুটি অটিস্টিক কিনা তা দ্রত সনাক্তকরণ ।

• দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে বিশেষ শিক্ষা প্রদান করা হয় এমন বিদ্যালইয়ে ভর্তি করা ।

• অকুপেশনাল এবং স্পীচ থেরাপস্টের পরমর্শ গ্রহণ ।

• বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ ।

• অন্য শিশুদের বিশেষ করে অ-প্রতিবন্ধী শিশুদের সাথে বেশি মেশার সুযাগ তৈরী করা।

• মনে রাখবেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী এবং অ-প্রতিবন্ধী শিশুদের তুলনায় অটিস্টিক শিশুর যারা দেখাশুনা করছেন অর্থাৎ বাবা-মা এবং সেই পরিবারের সহযোগিতা (Care of the Caregivers)বেশী প্রয়োজন হয় ।







অটিস্টিক শিশুর জন্য যা করা জরুরীঃ



• শিশুটিকে সহজ ভাবে গ্রহণ করুন ও শিশুর বর্তমান অবস্থা মেনে নিয়ে ধৈর্য্যশীল, সহমর্মী ও আন্তরিক হোন ।

• শিশুর সাথে ভালো সম্পর্ক তৈরি করুন ।

• শিশুর শেখার উপযোগী পরিবেশ তৈরীসহ সঠিক লক্ষ্য নির্ধারণ করুন।

• শিশুকে সহজ ভাষায় নির্দেশনা দিন এবং তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করুন ।

• শিশুকে তার দৈনন্দিন কাজ করতে সাহায্য করুন ।

• কোন কাজ সে সঠিকভাবে করতে পার লে তাকে উৎসাহ দিন (আদর, চুমু, পিঠ চাপড়ে দেয়া প্রভৃতি)।







যা করবেন নাঃ



▶ শিশুকে ভয় দেখাবেন না ।

▶ শারীরিক আঘাত করবেন না ।(অনেক বিরক্তিতেও না)

▶ কোন কাজ করানোর জন্য জোর করবেন না ।

▶ শিশুকে ঘরে বন্দি করে রাখবেন না।

▶ বিপদজনক জিনিস শিশুর হাতের কাছে রাখবেন না ।







শিশুর ভিতরে নিম্মোক্ত সমস্যা/ সমস্যাগুলি দেখা গেলে অবশ্যই কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কিংবা বিশেষ শিক্ষাকেন্দ্রে যোগাযোগ করুনঃ





শিশুর যদিঃ

* ৬ মাসের ভিতরে স্বতঃর্স্ফুত ভাবে না হাসে ।

* ৯ মাসের ভিতরে তার চর্তুপাশের যত্নকারীদের কথা, শব্দ,হাসি এবং মুখের ভাবভংগীর সাথে প্রতিক্রিয়ামূলক আচরণ না করে ।

* ১ বছরের ভিতরে মুখে কোন শব্দ না করে (Babling)

* ১ বছরের ভিতরে কোন অংগভংগি না করে (আংগুল দিয়ে দেখানো, টাটা দেয়া, হাত দিয়ে শক্ত করে ধরা)

* ১৬ মাসের ভিতরে একটিও শব্দ না বলা ।

* ২ বছরের ভিতরে দুইটি শব্দের সংমিশ্রনে (অনুকরণ বা পুনরাবৃত্তি না করা) বাক্য না বলা ।

* শিশুটির অর্জিত কথা বলার ক্ষমতা বা সামজিক আচার আচরণমূলক দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে যায় ।





ব্লগের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে জড়িতদের জন্যঃ



CHAT-THE CHECKLIST FOR AUTISM IN TODDLERS




কোন শিশুর বিকাশগত ব্যাপারে কোন সন্দেহ হলে ১৮ মাস বয়সেই আপনি নিম্মোক্ত পরীক্ষাগুলো করতে পারেনঃ





অভিভাবককে জিজ্ঞাসা করুনঃ



১ - শিশুটি কি খেলনা চায়ের কাপে মিছিমিছি চা বানাতে বা বা অন্য কোন কল্পনাযুক্ত খেলা খেলতে পারে ?

২ - শিশুটি কি তার পছন্দের জিনিসটি আংগুল দিয়ে দেখাতে পারে ?



শিশুটিকে খেয়াল করুনঃ



১ - শিশুটি কি আপনার চোখে চোখে তাকায় ?

২ - শিশুটির মনোযোগ আকর্ষণ করুন, তারপর শিশুরা পছন্দ করে এমন একটি জিনিষের দিকে আংগুল দিয়ে বলুন, এই দেখো কি সুন্দর খেলনা। শিশুটির চেহারা খেয়াল করুন । শিশুটি কি সাথে সাথে জিনিষটির দিকে তাকালো ?

৩ - শিশুটিকে জিজ্ঞেস করুন লাইট/ফ্যান দেখাও তো ? শিশুটি কি লাইট বা ফ্যান আংগুল দিয়ে দেখাতে পারে ? (অন্য কিছুর কথা ও বলা যায় )



অটিস্টিক শিশুরা সাধারণতঃ এই কাজগুলো পারে না । তাই পরীক্ষাটির মাধ্যমে ১৮ মাসেই কোন শিশুকে অটিজম বলে সন্দেহ হলে আপনারা দ্রুত পরবর্তী পরীক্ষার জন্য refer করতে পারেন ।







অটিজম আক্রান্ত শিশুর উন্নতি সম্ভব



একজন অটিস্টিক শিশুকে চিকিৎসা দেওয়ার পূর্বে নিচের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন



o বুদ্ধিমত্তা

o কথা বলার ক্ষমতা

o যোগাযোগের ক্ষমতা

o অস্বাভাবিক আচরণ

o সামাজিক আচরণ

o শারীরিক অসুস্থতা

o মানসিক সমস্যা









চিকিৎসা ব্যবসহাপনা (Management) প্রধান তিনটি ধাপঃ



১ - অস্বাভাবিক আচরণের চিকিৎসা

২ - অটিজম শিশুর পিতামাতাকে সহায়তা করা







অস্বাভাবিক আচরণের চিকিৎসাঃ



অটিস্টিক শিশুদের যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ থাকে তার জন্য বিশেষ ধরণের চিকিৎসা দেয়া হয় । তাকে বলে কনটিনজেন্সি ম্যানেজম্যান্ট (Contingency management)



• সাধারনত মা বাবা তার শিশুকে একজন সাইকোলজিষ্ট বা থেরাপিষ্ট এর তত্ত্বাবধানে এই চিকিৎসা প্রদান করেন ।

• এই চিকিৎসার উদ্দেশ্য হল শিশুকে ভাল আচরণ শিক্ষা দেয়া ।

• এই ক্ষেত্রে শিশুকে ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয়ে থাকে।



এটা সাধারনত চার ধাপে প্রদান করা হয় ।

- আচরণ চিহ্নিত করা ।

- কারন উৎঘাটন করা ।

- খারাপ আচরণ ভাল আচরণে পরিবর্তনের চেষ্টা করা

- পর্যবেক্ষণ করা (Monitoring)





অটিজম শিশুর পিতামাতাকে সহায়তা করা



• সাধারনত শিশুর আচরণের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে ও তাদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার জন্য ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে পিতামাতার অন্যদের সহায়তার দরকার হয় ।

• যে কোন অটিজম সেবা প্রদানকারী সংস্থার সাথে যুক্ত হওয়া যাতে মা বাবা অন্য অটিজম শিশুর পিতামাতার সাথে কথা বলে সমস্যার সমাধান বের করতে পারেন।



(ব্লগার নিমচাঁদ ভাই একজন অটিষ্টিক বেবীর বাবা হয়ে এ ব্যাপারে প্রচুর কাজ করছেন তার সেবা দান গ্রুপটির ফেসবুক লিঙ্কটি শেয়ার করলাম।)



• চিকিৎসক বা থেরাপিষ্ট এর সাথে অস্বাভাবিক আচরণ বা অন্য ব্যাপারে কথা বলে তার সমাধান নেয়া

• জেনেটিক কাউন্সেলিং।



জেনে রাখুনঃ



• লিও ক্যানার ১৯৪৩ সালে প্রথম অটিজম আবিস্কার করেন ।

• অটিজম লালন-পালনজনিত ত্রুটির ফলে হয় না ।

• অটিজম মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বেশি দেখা যায় । ছেলে মেয়ের এই অনুপাত ৪-৫:১।

•বেশির ভাগ অটিস্টিক শিশুর মানসিক বিকাশ অ-প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী শিশুদের তুলনায় ধীরগতি সম্পন্ন । তবে কিছু কিছু শিশু বিশেষ মেধাসম্পন্ন হয়।

• ঔষধ ব্যবহারের ফলে কোন কোন ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় ।

• ছোট বেলাতেই যদি এদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম হাতে নেয়া যায় তবে তা খুবই কার্যকরী ভুমিকা রাখতে পারে ।



কিছু ভ্রান্ত ধারণাঃ



১- অটিষ্টিক বাচ্চারা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এক্ষেত্রে আইন্সটাইন বা নিউটনের উদাহরণ দেয়া হয়। আসলে অটিজমের অনেক গুলো মাত্রা থাকে,খুব সামান্য থেকে ভয়ানক সমস্যা সহ রোগীরাও অটিজমের অন্তর্ভুক্ত। আপনি যদি মনে করেন বাচ্চাটা অটিষ্টিক, সে বড় কিছু করে ফেলবে, তাহলে সেটা ভুল।ভালভাবে তার যত্ন ও চিকিৎসা না নিলে তার আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল।

২- এটা নতুন রোগ-রোগটা ছিলই, শুধু আমরা জানতাম না, শনাক্ত হয় নি। বেশীরভাগ অটিষ্টিক শিশুই ভুত-জ্বীনের আসরের কারণে কবিরাজের কাছে যেত।

৩- অটিজম লালন-পালনের ত্রুটি বা পারিবারিক-সামাজিক সমস্যার কারণে তৈরী হয়।

৪- কিছুদিন গেলে এমনিতেই সেরে যাবে।



অটিজমের ভ্রান্ত ধারণা নিয়ে ব্লগার নুশেরা এর একটি চমৎকার লেখা আছে।



লেখাটি বড় হয়ে গেল।বিরক্ত হলে দুঃখিত।কিন্তু এ বিষয় নিয়ে আধা খেচড়া লেখাটা ঠিক হত না।



(ব্লগার নিমচাঁদ ভাই একজন অটিষ্টিক বেবীর বাবা হয়ে এ ব্যাপারে প্রচুর কাজ করছেন তার সেবা দান গ্রুপটির ফেসবুক লিঙ্কটি শেয়ার করলাম।)

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

পাকাচুল বলেছেন: গুগল ক্রোম ব্রাউজারে বেশকিছু লিখা বক্স আকারে আসছে,

যেমন

কিছু ভ্রান্ত ধারণাঃ

১।অটিষ্টিক বাচ্চারা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এক্ষেত্রে

এই অংশটুকু বক্স বক্স আকারে আসছে,

১ নাম্বারের পর । না দিয়ে : কিংবা - দিতে পারেন, তবে এই সমস্যা আর থাকবে না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

নাইট রিডার বলেছেন: আমিও গুগল ক্রোম ইউজ করি। আমার এখানে ঠিক দেখাচ্ছে। তারপরেও আপনার সাজেশন গ্রহন করে ঠিক করে দিচ্ছি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

নৈঋত বলেছেন: তথ্যবহুল পোস্ট.।.।.

আপনার পোস্ট পড়লেই সামুর আগের প্রাণবন্ত পরিবেশের কথা মনে পড়ে..... কি দিন ছিলো....:(

পোস্টে প্লাস + + + + + আর ভালো লাগা :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।

আসলেই ব্লগের আগের প্রানবন্ত পরিবেশ এখন কিছুটা হলেও স্তিমিত।

আগে সবকিছুই ক্লাসিক হত, এমনকি ব্লগীয় ক্যাচাল পর্যন্ত। B-))।এর জন্য মনে হয় আমার মত নতুন ব্লগার দের দায়টাই বেশী। আমরা ব্লগটাকে ফেসবুক বানিয়ে ফেলি প্রায়ই।

প্লাস আর কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

খাটাস বলেছেন: অনেক কিছু জানলাম। এমন তথ্য মুলক পোস্টের বড়ই সংকট। প্লাস সহ বক্সে।
আপনার ব্লগিয় স্ট্যাটাস টা আমার নিজের নিতি, দেখে অনেক ভাল লাগল। চেষ্টা করি নিজেকে পরিবর্তনের
অনেক শুভ কামনা আপনার জন্য। ভাল থাকবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

নাইট রিডার বলেছেন: চেষ্টা করেছি যতটা পারা যায় তথ্যগুলো সহজে দেয়ার, কিন্তু কিছু কিছু মেডিক্যাল টার্ম এর বাংলা এত খটমট হয় যে নিজেই বুঝিনা কি বলতে চেয়েছি।

আর নিজেকে পরিবর্তনের চেষ্টাটা করি, হয় না সবসময়। ভুল কিছু থেকেই যায়।

আপনার জন্যেও শুভ কামনা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

ঢাকাবাসী বলেছেন: তথ্যমুলক পোষ্ট, ভাল লাগল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ। আগে একটু জানতাম। আপনার লেখা পড়ে আরো অনেক কিছু জানা হলো।

আসলে, খেয়াল করলে দেখবেন, উপরের সমস্যাগুলোর প্রত্যেকটিই কোন না কোন মানুষের মাঝে জীবনের কোন এক সময়ে দেখা যায়। একজন স্বাভাবিক মানুষ যেমন অটিস্টিজমে আক্রান্ত হতে পারে, তেমন অটিস্টিকে আক্রান্ত একজন পূর্ণবয়স্ক মানুষও ইচ্ছে করলেই অন্যান্য মানুষের মত ব্যবহার করতে পারে। কিন্তু, তারা তা চায় না।

এই পৃথিবী'র 'স্বাভাবিক' বলে পরিচিত মানুষগুলোর মাঝে যখন তারা 'বিষম রকম অস্বাভাবিকতা, নোংরামী, অস্বচ্ছতা' দেখতে পায়, সেগুলোর মর্ম বুঝতে পারে....তখন আমাদের মাঝের কিছু কিছু মানুষ নিজের ইচ্ছেতেই 'একাকিত্ব'-এর জীবন বেছে নেয়। এই সোটিস্টক মানুষগুলো দূর থেকে তাকিয়ে সমাজের এই বৈপিরিত্যগুলো নিয়ে আপন মনে চিন্তা করে, এর সমাধান বের করার মাঝেই নিজের স্বার্থকতা খুঁজে পায়। নীরবে নিভৃতে তারা স্রষ্টার কাছে অথবা অন্য কোন সমমনা কারো সাথে এ নিয়ে মনে মনে যোগাযোগ করে এর বিহিত করার চেষ্টায় আদিষ্ট হয়।

আর এটাকেই তথাকথিত 'সভ্য সমাজ' রোগ হিসেবে ধরে নিয়েছে।

আপনার বড় পোস্টের জন্যে বড় উত্তর। তাই, মাফি খতম। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

নাইট রিডার বলেছেন: আসলে, খেয়াল করলে দেখবেন, উপরের সমস্যাগুলোর প্রত্যেকটিই কোন না কোন মানুষের মাঝে জীবনের কোন এক সময়ে দেখা যায়।

উপরের সমস্যা বলতে যদি আপনি শুধু একাকীত্ব কে বুঝিয়ে থাকেন তাহলে হয়ত তা মানুষের জীবনে কোন না কোন সময়ে তা আসে---কিন্তু তার কারণ থাকে সামাজিক বা পারিবারিক কোন সীমাবদ্ধতার জন্যে, ব্যার্থতার জন্য। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা কোন সামাজিক বা পারিবারিক ব্যার্থতার কারণে এই দূর্বিসহ যন্ত্রনা ভোগ করে না।

একজন স্বাভাবিক মানুষ যেমন অটিস্টিজমে আক্রান্ত হতে পারে, তেমন অটিস্টিকে আক্রান্ত একজন পূর্ণবয়স্ক মানুষও ইচ্ছে করলেই অন্যান্য মানুষের মত ব্যবহার করতে পারে। কিন্তু, তারা তা চায় না

প্রথম কথা শব্দটা অটিস্টিজম না অটিজম---হয়ত কী বোর্ডের ভুল। দ্বিতীয়ত একজন স্বাভাবিক মানুষ অটিজমে আক্রান্ত হতে পারেনা । এটা এক ধরনের Pervasive Developmental Disorder যা কিনা খুব ছোট বেলায় হয়ে থাকে। আর বয়স্ক মানুষ অটিজমে আক্রান্ত হয় না, ইচ্ছে করলেই অটিষ্টিক মানুষ অন্য মানুষের মত ব্যবহার করতে পারে না।

আপনি বিষন্নতার একাকীত্ব এর সাথে গুলিয়ে ফেলেছেন।

ধন্যবাদ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

নিমচাঁদ বলেছেন: ফেসবুকে লেখা আমার নোটটা শেয়ার করতেছি

'খুব উপকারী এবং তথ্যবহুল পোষ্ট। একজন অটিষ্টিক শিশুর পিতা হিসাবে দীর্ঘ ১৬ বছর এই সেক্টরে ফাইট দিয়ে যাচ্ছি ।পূরো বাংলাদেশ ব্যাপি আমাদের খুব শক্তিশালী একটা ফোরাম আছে যার নাম , Parents forum for the differently able , যার কাজ হচ্ছে বুদ্ধিপ্রতিবন্ধীদের ট্রাষ্ট এক্ট গঠন করে , এই সব শিশুদের অধিকা্র প্রতিষ্ঠায় সহায়তা করা, একটা ন্যাশনাল রিহিবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এই সব বাবুদের রিহেবিলেট করা , পারেন্টসের মধ্যে পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে নিজেদের এবং বাবুদের সামাজিক বন্ধন এবং অধিকার নিশ্চিত করা ছাড়াও আরো অনেক কাজ আমরা করতেছি , এবং আমাদের কার্যকরী প্রেসার গ্রুপের মাধ্যমে সরকারকে এই সব আইন প্রণয়নে আমরা জোরালো দাবীনামা পেশ করতেছি ।আপনার পোষ্টে আমাদের এই অলাভব্জনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানের ফেসবুক ঠিকানা দয়া করে যোগ করে দেবেন'

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

নাইট রিডার বলেছেন: আপনার এই উদ্যোগকে অভিনন্দিত করার কোন প্রয়োজন, এর প্রতিদান আপনার কাজের সফলতার মাধ্যমেই পাবেন। আপনার এই মহতি উদ্যোগ এর কারণে সরকার ও একটু নড়েচড়ে বসুক, আইন প্রনয়ন করুক এটাই চাই।

আর আপনাদের গ্রুপটি সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরী করুক, সবাই যেন এই ব্যাপারে সংবেদনশীল আচরণ করে, সে জন্যে কাজ করে যাবেন এই আশা করি।

আমাদের সচেতনতা কোন পর্যায়ের একটা ঘটনা বলি। এক অটিষ্টিক বাবু খুব চঞ্চলতা,একগুয়েমি করছিল; একটা পাবলিক প্লেসে।সবাই বুঝতে পারছিল বাবুটার এই চঞ্চলতা স্বাভাবিক কোন দুষ্টুমি না, কিন্তু এর মধ্যেই একজন বলে বসল, বাপ মা শাসন না করলেই বাচ্চারা এমন করে।মার দিলে ঠিক হয়ে যাবে।

আপনার লিঙ্কটি পোষ্টে যোগ করে দিয়েছি।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: তথ্যমূলক পোস্টে ধন্যবাদ জানাচ্ছি আপ্নাকে ।
অটিজম শিশুকে আমরা সবাই যেন স্বাভাবিক দৃষ্টিতেই দেখি ,
ভালবাসার দৃষ্টিতে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

নাইট রিডার বলেছেন: একটা অটিষ্টিক শিশু কখনই সুস্থ স্বাভাবিক আট দশটা ছেলে মেয়ের মত স্বাভাবিক ভাবে বেড়ে উঠবেনা, কিন্তু সেই বাবুটার সাথে আমরা স্বাভাবিক আচরণ না করলে, ভাল না বাসলে, বাচ্চাটার পরিবারের সাথে সমব্যাথী না হলে, নিজেকে স্বাভাবিক তো দূরের কথা মানুষ বলাটাই ভুল হবে।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল তথ্য সমৃদ্ধ পোষ্ট অনেক কিছু জানা গেল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ, জানাতে পেরে আমারও ভাল লাগছে

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: তথ্য সমৃদ্ধ পোস্ট থেকে অটিজম থেকে অনেক কিছু জানলাম। কেন জানি পোষ্টে +++ দেওয়া যাচ্ছেনা তাই এখানে দিলাম ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

নাইট রিডার বলেছেন: মন্তব্য আর প্লাসের জন্য ধন্যবাদ।

আমারও একই অবস্থা, কাল হামা ভাই এর একটা পোষ্টে প্লাস দিতে গিয়ে পারিনি। :(

সামুর বাগ সমস্যার এ আরেক রূপ X((

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব উপকারী এবং তথ্যবহুল পোষ্ট।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

সাউন্ডবক্স বলেছেন: জেনে রাখলাম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

নাইট রিডার বলেছেন: জানুন এবং মানুন।

এই জানাতে যদি একটা অটিষ্টিক বাবু ও যদি সামান্যতম উপকৃত হয়,তাহলেই আমি স্বার্থক।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যারা বা যাদের পরিবারে এরকম রোগী আছে, তারা বুঝতে পারে এটি কত পীড়াদায়ক এক অভিজ্ঞতা। অনেক সময় প্রতিবেশী বা যাদের মধ্যে এসব নেই তারা খুই বোধহীন হয়। তাতে সমস্যা আরও বাড়ে। তাই, অটিজম সম্পর্কে সকলেরই জানা প্রয়োজন। একটি পরিপূর্ণ লেখা পেলাম। আপনাকে ধন্যবাদ এবং +

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

নাইট রিডার বলেছেন: আমাদের সমাজে মানসিক রোগে আক্রান্ত শিশুরা অনেক বেশী অবহেলিত, আর তাদের পরিবারকে আশে পাশের মানুষের সমর্থন দেয়া তো দূরের কথা, কটু মন্তব্যের রীতিমত আসর জমে ওই শিশুটিকে নিয়ে। পাগল, ওকে বেধে রাখা উচিত, আমাদের বাচ্চাকে তো ওর সাথে মিশতে দেই না, তাতে ও যদি পাগলহয়ে যায় ইত্যাদি,ইত্যাদি।

প্লাস আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর একটা তথ্যমূলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

নাইট রিডার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

ওসমাণ বলেছেন: অটিজম, এর চিকিৎসা ও সাপোর্ট সম্পর্কিত বাংলা সাইট 'অটিজম বিডি' http://www.autismbd.com

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

নাইট রিডার বলেছেন: লিংক শেয়ারের জন্য ধন্যবাদ, এভাবে যতটা পারা যায় মানুষকে সচেতন করুন।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট। এই বিষয়ে এত তথ্য সমৃদ্ধ পোষ্ট আমি আগে পড়ি নাই। ধন্যবাদ শেয়ারের জন্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

নাইট রিডার বলেছেন: কাভা ভাই ধন্যবাদ।

চেষ্টা করেছি সহজে যতটা পারা যায় আপনাদেরকে তথ্যগুলো জানাতে। তাতে পোষ্ট মহীরুহের আকার ধারণ করেছে।কিন্তু কি আর করা।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় একটা পোস্ট। অটিজম নিয়ে নুশেরাপার সিরিজটা পড়ে এর ভয়াবহতা এবং সামাজিক উপেক্ষার ব্যাপারটা জেনেছিলাম বিশদভাবে। মানুষকে সচেতন করতে এ ধরণের লেখালেখি বেশি হওয়া দরকার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

নাইট রিডার বলেছেন: পুরোনো পোষ্ট পড়তে গিয়ে নুশেরাপার পোষ্ট টা দেখতে পাই, সেখান থেকেই এটা লিখতে বসার প্রেরণা। আর সামাজিক উপেক্ষার ব্যাপারটা কয়েকবারই দেখেছি, তাই মনে হল একজন ও যদি সচেতন হয়, তাই অনেক।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অথৈ সাগর বলেছেন:
প্লাস এবং প্রিয়তে । আশা করি জন সচেনতা বৃদ্ধিতে এই পোস্ট অনেক কাজে আসবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।একজন সচেতন হলেও পোষ্ট সার্থক

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
দরকারি পোষ্ট দেখেই প্রিয়তে নিয়ে গেলাম। সময় করে পুরোটা পড়ব।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।পড়ে বলবেন কেমন হল।

আমাকে না বললেও মানুষ কে জানাবেন এব্যাপারে, সচেতনটা খুব জরুরী।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নাইট রিডার ভাই, এমন সুন্দর পোস্ট আপনার মানানসই। ধন্যবাদ অজস্র। প্লাস। প্রিয়তে।

পোস্ট বড় হোক, কিন্তু একটা লেখায় যদি একটা বিষয় প্রায়-পূর্ণতা না পায়, তাহলে লেখার পর পাঠকের পরিতৃপ্তি না আসার কারণে লেখার পারপাস কখনোই পূর্ণ হতে পারে না।

প্রয়োজনে আরো বড় পোস্ট করবেন, আমরা পড়ব। কারণ একই বিষয়ে পাঁচটা, পঞ্চাশটা পোস্ট পড়ার চেয়ে তিনটা স্ট্যান্ডার্ড পোস্টের সমান একটা পরিপূর্ণতা বিধায়ক লেখা অনেক বেশি ভাল।

এত কিছু জানলাম, বলার মত না। একটা বিষয়ে ভাল ধারণা নিতে হলে আমাদের উইকিপিডিয়ার দ্বারস্থ হতে হয়। উইকিপিডিয়ায় ইংরেজিতে পড়তে ভাল লাগে না। আবার সাইটে গিয়ে ঢুকতে ভাল লাগে না। তারচে বড় কথা হল, সেখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সুযোগ নেই, সাহিত্য-ভাবাপণ্ন লেখার সুযোগ নেই।

তাই ব্লগে এমন লেখা প্রয়োজন ছিল। এখনো কোন কোন ব্লগে এমন লেখা বেশি আসে, অথচ সবচে জনপ্রিয় এবং সবচে কার্যকর এই সামহোয়ারে এমন পোস্ট আসা নিতান্তই কমে গেছে।

অটিস্টিক বিষয়ে কিছু মতামত আছে। তবে এটা মতামত, চিরসত্য নয়।

১. অটিজমের রোগটা যে চিরকালই কমবেশি ছিল, এটা সত্য, কিন্তু এই রোগের প্রাদুর্ভাব অবশ্যই শিল্পবিপ্লবের পর থেকে শুরু হয়েছে। অর্থাৎ, যে কারণগুলো অটিজম আনবে, সেই কারণগুলো কমবেশি সব সময়েই পৃথিবীতে ছিল, কিন্তু শীসা সহ আরো কিছু খনির উদ্ভব এবং এইসব ভারি মেটাল+ তেজষ্ক্রিয় বস্তু+ সিন্থেটিক কেমিক্যাল + জেনেটিক অলটার আনার মত এজেন্টগুলো এখন প্রতিটা খাদ্যদ্রব্যে এবং প্রতিটা শহরে/ সভ্য লোকালয়ে তা শহর না হোক।

২. অটিজমের পাশাপাশি শিল্প বিপ্লব ও সভ্যতার বেশি উতোর-চাপানের প্রভাব দেখা যাচ্ছে আরো নানা ক্ষেত্রে। ব্যস্ত শহরগুলোতে এখন অনিচ্ছাকৃত গর্ভপাত অনেক বেশি বেড়ে গেছে।

৩. জেনেটিক যে সমস্যার কারণে অটিজম হয়, তার মূলে হল, কিছু বস্তুগত এজেন্ট, যেমন নিকোটিন। নিকোটিন যেখানে জমা থাকে, সেখানকার জেনেটিক অল্টার হবেই। নিকোটিন তো শরীরের তলানির মত জায়গাগুলোতে বেশি জমা হয়, অন্যান্য ভারি মেটাল যেমন লেডও, আবার লম্বা চেইনের কৃত্রিম কেমিক্যালগুলোও। এই এজেন্টগুলো তো একজন মানুষের পুরো জেনেটিক ম্যাপে পিরবর্তন আনে না, আনে সেইসব অঙ্গে। তাই, পুরুষের শুক্রাণু আক্রান্ত হয় অনেক বেশি। শুক্রাণু আক্রান্ত হলে আক্রান্ত হবে প্রোজেনি।

৪. অটিস্টিক শিশু মানেই থিওরিটিক্যালি আলাদা মেধাবী হওয়ার সম্ভাবনাময়। শুধু যদি তার ব্রেনকে সে ব্যবহার করতে পারবে, এই সম্ভাবনা থাকে।
এ কথাটা বিশ্বাস করি আরেকটা কারণে, মানব ব্রেনে সব সময় এ ফাংশন রবেই, একটা অংশ আংশিক অকার্যকর হলে অন্য অংশগুলোর ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবেই। যা অন্ধ/বধির/কালার ব্লাইন্ড/ ব্রেনে আঘাত পাওয়া মানুষের ক্ষেত্রে দেখা যায়। তাদের স্নেহময় আবেগের পার্টটা রুদ্ধ বলেই হয়ত গণিত ও যুক্তির অংশ অসম্ভব অগ্রগামী হয়।

ভাই, পোস্টটায় অটিস্টিক শিশুদের অসাধারণত্ব বিষয়ে কিছু কথা অ্যাড করে দিন না। যেমন, তাদের (কারো কারো) অসম্ভব গণিত করার ক্ষমতা, মানুষের মুখের পেশী/অ্যাপিয়ারেন্স দেখেই মানসিকতা বোঝার ক্ষমতা, শোনা বা পড়ামাত্র যে কোন বিষয় চিরদিনের জন্য মনে রাখার ক্ষমতা... আর তাদের একটা গুণ সবচে বড়, ভাণ নেই। তাহলে মানুষ তাদের শুধু মমতাই দেখাবে না, শ্রদ্ধাও করবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

নাইট রিডার বলেছেন: প্লাস আর প্রিয়তে নেয়ায় ধন্যবাদ।

আর মন্তব্যে অনেকগুলো ব্যাপার এনেছেন যেগুলো এই পোষ্টে থাকতে পারত, কিন্তু ইচ্ছে করেই আনিনি।

১। আমি চেয়েছি অটিষ্টিকের কারণ হিসেবে একেবারেই প্রমাণিত ব্যাপারগুলো সামনে আনতে। সীসা, তেজস্ক্রিয়তা, সিন্থেটিক ক্যামিকেল বা নিকোটিনের মত ব্যাপারগুলো যারা কিনা জেনেটিক অল্টারেশন করতে পারে তা এখনও গবেষণার পর্যায়ে আছে। যদিও ধারণা করা হয় এক সময় প্রমাণ হবে This are the main causative factor. যেমন আরেকটা ব্যাপার এখনও হাইপোথিসিসের পর্যায়ে আছে, সেটা হল অধিক বয়সে বাবা হওয়া।

কিন্তু এগুলো কোনটাই প্রমাণিত নয় বলে যোগ করিনি।

এমনিতেই অবশ্য আধুনিকায়নের বাই প্রোডাক্ট হিসেবে এই জিনিসগুলো আমাদের অনেক ক্ষতি করছে।

২। আর অটিষ্টিক বেবীদের অন্যান্য ক্ষেত্রে মেধাবী হওয়ার ব্যাপারটি উল্লেখ না করা ইচ্ছাকৃত ভুল। কারণটা হল বেশীরভাগ অটিষ্টিক বেবী এতটাই খারাপ অবস্থায় থাকে তাদের কে দিয়ে স্বাভাবিক ও দৈনিক কাজ-কর্মগুলো করানো ও মুশকিল হয়ে যায়। এর কারণ হল দেরীতে অটিজম চিহ্নিত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তাই আমি প্রধানত জোর দিয়েছি যত দ্রুত সম্ভব এই রোগের চিহ্নিত করাটাকে।

আমি যদি অটিস্টিক বাচ্চাদের মেধাবী হওয়ার ব্যাপারটিকে এখানে হাইলাইট করি অনেকে মনে করবে সব অটিষ্টিক বাচ্চা ই বুঝি মেধাবী হবে। তখন তারা কেয়ারের বদলে তাকে নেচারাল কোর্সে(without extra care) বড় করার রাস্তাটি গ্রহন করতে পারে, তাতে বাচ্চাটির অবস্থা অনেক অনেক খারাপ হয়ে যাবে।


এই মেধাবী আর অটিজম নিয়ে ব্লগার নুশেরার পোষ্টের লিঙ্কটি আমি এ কারণেই পোষ্টে উল্লেখ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.