নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

কখনো আমি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

""কখনো আমি স্বপ্ন আঁকি যদি,
স্বপনজুড়ে বিশাল একটা নদী।
নদীর উপর আকাশ ভরা নীল,
নীলের ভেতর উড়ছে গাংচিল।
আকাশছোঁয়া উঠছে শুধু ঢেউ,
আমি ছাড়া নেই অন্যকোথাও কেউ।
ধরো, কখনো হঠাৎ কাউকে আমি ডাকি,
বুকের ভেতর সুর তুলে দেয় ময়নাপাখি।
পাখির চোখে আঁকা বনের ছবি,
তোমার ছোঁয়ায় জাগে ভোরের কবি।
আকাশজুড়ে মিষ্টিপাখির সুরে,
বৃষ্টি ঝরে আমার হৃদয়জুড়ে।। """

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মলাসইলমুইনা বলেছেন: খুবই ভালো লাগলো অপনার কবিতাটা | সহজ সরল করে নিজের ইচ্ছেগুলো জানালেন |মনে হলো আমার নিজের ইচ্ছেগুলোর কথাই আপনি লিখেছেন | বিউটিফুল ! অনেক ধন্যবাদ |

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: পাখির চোখে আঁকা বনের ছবি,
তোমার ছোঁয়ায় জাগে ভোরের কবি।
আকাশজুড়ে মিষ্টিপাখির সুরে,
বৃষ্টি ঝরে আমার হৃদয়জুড়ে
- সুন্দর লিখেছেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগলো অপনার কবিতাটা।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন: কখনো আমি কবিতা লিখি উদাস মনে,
কাশের ছোয়ায় মন উড়ে যায় বনে বনে।
কখনো আমি থমকে গিয়ে অর্থ খুঁজি সহজ পদ্যে
দমকা হাওয়া মনের বনে মুক্ত ছড়ায় মাঝেমধ্যে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথাগুলো সাজিয়েছেন কবিতায়, দারুণ। ভালো লাগলো আপনার কবিতা।

শুভকামনা কবির জন্য

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,, নিরন্তর শুভকামনা...

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধনবাদ ভাইজান,,, একরাশ মুগ্ধতা..

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

অনিন্দ্য অবনী বলেছেন: অজস্র ধন্যবাদ,,, শুভকামনা মামা

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

অনিন্দ্য অবনী বলেছেন: অজস্র ধন্যবাদ,,, শুভকামনা মামা

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

অনিন্দ্য অবনী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ... শুভকামনা জানবেন।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

অনিন্দ্য অবনী বলেছেন: শুভকামনা জানবেন,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.