নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

আমার আমি ....

০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৪

"" কখনো কখনো নিজেকে  অনেক সৌভাগ্যবান মনে হয়, এতো এতো অপ্রাপ্তির ভীড়ে কিছু মুহূর্ত হয় মহা মূল্যবান অক্সিজেনের মতো। বিষয়বস্তুু অনেকটা কতকাল নিসঙ্গতা কাটানোর পর মনের অাবেশে আড়মোড়া ভেঙ্গে হাই তোলার মতন, অথবা মনে হবে অবিরাম  বর্ষার দিনে হঠাৎ  একদিন ভর দুপুরবেলা যেন এক চিলতে সোনালি রোদ এলোচুলে বিলি কেটে দেওয়ার মতন অথবা অজস্রকাল মৌনব্রত শেষে একফোঁটা পবিত্র অশ্রুজল । আমার এমনই হঠাৎ কোন একদিন  কতটা সময় নিজেকে মনে হয় অন্যরকম, অস্বাভাবিক অথবা নিজের বিরুদ্ধাচরণ। অার একটা নির্ঘুম রাতের সফল পরিসমাপ্তি। হয়তো কেউ বুঝেও বুঝল না, দেখেও দেখলো না, শুনেও শুনল না তাতে পথিকের কি আসে যায়?
মাঝে মাঝে  কেন যে এমন হয়!! বাস্তব জীবনে যদিও আমি যথেষ্টই আবেগমুক্ত। জগতের কোনকিছুই আমাকে টানে না, এমনকি নিজেকেও  না । কখন কিভাবে কেন এমন মনোভাব আমার ভিতরে গেঁথে গেছে ঠিক বুঝতে পারিনা আমি। কাছের কিছু বন্ধু-বান্ধব নিজেকে মহাপুরুষ বানানোর ধান্দায় অাছি বলে টিটকারি করতেও ভোলে না। তবে সত্যি আমি জানিনা  জীবন কেমন? জীবনের কত রুপ।  বুঝতে পারিনা কেন  আমরা সবাই সবার,, আবার দিন শেষে সবাই যার যার তার তার।  জীবনের জটিল অংক বোঝা বড় দায়। তবে এটা সত্য,  সময় পরিবর্তনশীল আর ভবিষ্যত অজ্ঞাত। যদিও কেউ জানিনা কোথায় যাচ্ছি,,,জীবনের কি হেতু। তবুও এ যেন এক আনন্দলোকের তীর্থযাত্রা। অনন্তের দিকে  সবাই মিলে হেঁঠে যাচ্ছি একে অপরের গা ঘেঁষে  পায়ে পা মিলিয়ে পাশাপাশি  খেলার ছলে দেখবো  বলে জীবনের নতুন মানে ""

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২২

লাবণ্য ২ বলেছেন: "আমরা সবাই সবার আবার কিছু সময় শুধু নিজেই নিজের"চমৎকার বলেছেন, ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০

অনিন্দ্য অবনী বলেছেন: নিরন্তর শুভকামনা।

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪২

কানিজ রিনা বলেছেন: বাস্তব জীবন আবেগ মুক্ত জগতের কোনও
কিছু আর টানেনা। মনের কথা বলে ফেললেন
সুখটাকে উপেক্ষা করি ভাল কিছু আনন্দ
আসেনা, দুঃখটা আল্লাহ্ প্রদত্ব ভেবে গোপনে
তাকেই বলি হে আমার পরম পরজগত
দেখব। তন্দ্রায় যা পাই তন্দ্রা ভেঙে মনে মনে
ভাবী তাই কি সত্য হবে। অসম্ভব ভাললাগা
রেখে গেলাম। শুভ কামনা।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

অনিন্দ্য অবনী বলেছেন: সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা ............

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সে-ই প্রকৃত শিক্ষিত মানুষ, যে শত ব্যস্ততার মাঝেও বই পড়ার জন্য একটু সময় বের করে।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অনিন্দ্য অবনী বলেছেন: একদম....সত্যি কথা..

৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবেগ ছাড়া মানুষ ভাবা কঠিন!

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

অনিন্দ্য অবনী বলেছেন: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।

আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো।
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো।

আমি হয়ত মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে।

মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো,
চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো।

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে-থাকাটা আর হতো না।

মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওরেব্বাপস্! মাত্র চার শব্দের মন্তব্যের প্রতিউত্তর এতবড়! সত্যিই আশ্চর্য হলাম!

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০

অনিন্দ্য অবনী বলেছেন: হে হে হে ভাইজান ..অষ্টম আশ্চর্যের সন্ধানে আছি..ভয় পাইয়েন না। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.