নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর

২৯ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৮


বাংলা মদ : ( কেজি দরে বিক্রী হয় জেলা ও মফস্বল শহরে একবার খেলে সারা জীবন ওই রাস্তা দিয়ে হাটবেনা আর নিয়মিত খেলে লিভার সিরোসিস কনফার্ম ) । মাঝে মাঝে একবারে মেলাজন মারা যায় ।

বাংলা চাল : (চালের ভিতরে পাথর, ইটের টুকরা থাকবে) বিশেষ করে জেল খানার কয়েদিদের জন্য ব্যবহৃত চাল । হাসপাতালে রোগীদের জন্য ব্যবহার হয় ।

বাংলা টিস্যু : ( হোটেল আল সালাদিয়াতে খেতে বসলে বা খাবার শেষে হাত ধোয়ার পর পুরাতন পত্রিকার চার কোনা অংশ যা হাত মোছার জন্য দেয়া হয় )

বাংলা রেস্টুরেন্ট - শিশার বড় পাত্রতে লাল টকটেক রুই মাছ রান্না থাকবে দেখলে খেতে মন চাইবে । উপরে মাছি উড়বে । হোটেলের মালিক ঘর্মাক্ত বগল মোছা গামছা উপরে দিয়ে বাতাস করবে যাতে মাছি না বসে ।

বাংলা আটা ( জিন্নাহ মারা যাওয়া আমলের আটা মরা পোকা থাকবে) । জেলখানা, হাসাপাতালে ব্যবহার হয় ।

বাংলা চিনি ( চিনিকলের মেয়াদ উত্তির্ন গলে যাওয়া চিনি । ইনডিয়ান চিনিতে দেশ সয়লাব হবে । কিন্তু দেশীয় চিনি সুগার মিলে পচে যাবে বা পরে যেটা খাবার অনুপযুক্ত হয়ে রমজান মাসে টিসিবির ভ্যানে, ট্রাকে পাওয়া যায় ) ।

বাংলা ডাল ( এক মুঠ ডালের ভিতর চার বালতি পানি দিয়ে রান্না যেখানে ডাল খুজতে গেলে আমেরিকান মেরিন সোলজার ডুবুরী হিসেবে দরকার ) ।

বাংলা জাহাজ ( চারশ বা এক হাজার যাত্রী নিয়ে যে লন্চ ডুববে । ডোবার পর সেই লন্চকে উদ্ধার করতে যে জাহাজ আসবে । যাত্রী উদ্ধার হবার আগেই মিশন শেষ করবে । পরে জনগন প্রাচীন পদ্ধতিতে দড়ির মাথায় ভারী যন্ত্র দিয়ে জাহাজ উদ্ধারের চেষ্টা করলে সে কাজকে বাংলা পুলিশ বন্ধ করে দেবে ।

বাংলা টিন ( চার বছরের বাচ্চাকে ওই টিনের চালে উঠায় দিলে টিনের ঢেউ বাকা হবে প্রতি বর্ষার আগে দুই একটা টিন বদলাতে হবে)

বাংলা লুংগি : যে লুংগি পড়ে সুর্যের আলোর বিপরীতে দাড়ালে নীচের চেতনা এরিয়া চশমা সহ বা ছাড়া পুরোপুরি বোঝা যায় ।

বাংলা হোটেল : টকটকে লাল রান্না করা খাবার । খাবার পরিবেশনকারী কখনো বগল চুলকাচ্ছেন, কখনো পশ্চাদদেশ চুলকাচ্ছেন, কখনো বিড়ি খাচ্ছেন পরে সেই হাত আবার তরকারীতে দিচ্ছেন বা আটা ময়দার ভিতরে দিচ্ছেন । মরা মুরগী রান্না এখানে ডাল ভাত ।

বাংলা গাড়ী : নসিমন, করিমন, স্যালোমেশিন লাগিয়ে চালানো ইত্যাদি ।

বাংলা মাইর - কে কাকে কেন মারছে কেউ কিছু জানেনা ।

বাংলা ভাই : বিশাল এক ভাই মানুষ কে গাছে ঝুলাইয়া মারে পরে আবার তার ফাসি হয় ।

বাংলা তদন্ত : যার শুরু আছে শেষ নাই ।

বাংলা ট্রাক : রাতের বেলা বালি, ইট টানা ট্রাক । খালেদা জিয়ার বাড়ীর সামনে ব্যবহৃত ।

বাংলা মুভি : চার মন ওজনের নায়িকাকে পাতলা ফিনে ফিনে নায়ক কোলে নিচ্ছে । কাটপিস থাকবে । কম্বলের নীচে ঘুমাতে যাওয়া ছেলে ঘুম থেকে নায়ক হিসেবে জেগে উঠবে । নায়িকা সেলাই মেশিন চালাতে চালাতে গার্মেন্টের মালিক হবে । পুলিশের ডায়ালগ থাকবে আইন হাতে তুলে নেবেন না । নায়ক মদ খেতে খেতে ডানে বামে দুলবে আর বলবে এই সমাজ আমাকে মদখোর বানিয়েছে । বা কাচের বোতলে করে হাসাপাতালে মায়ের জন্য রক্ত নিয়ে যাবার সময় ভিলেন ধরবে । এবং বলবে রক্ত দিবি না জীবন দিবি । বা নায়কের মাথার পেছনে একটা লাঠি দিয়ে আঘাত করলে স্মৃতি শক্তি ফেরত আসবে ।

বাংলা চ্যানেল : প্রাইভেট টিভি চ্যানেল । পাচ মিনিট নাটক ২০ মিনিট বিগ্গাপন । আর চ্যানেলের মালিক কে তার পরিবার কে সারা দেশ চিনবে ।

বাংলা টিভি : বিটিভি । সেইটাতে শুধু বাতাবী লেবুর চাষাবাদের বাম্পার ফলন হয়েছে বলে আশাবাদ ব্যাক্ত করা হবে ।


বাংলা রেডিও : বাংলাদেশ বেতার ।

বাংলা বিচার : বছরের পর বছর কোর্টে হাজিরা ।

বাংলা কলেজ : গাবতলী টেকনিক্যালের পাশে অবস্থিত ।

বাংলা ভার্সিটি : ইকবাল রোড, মোহাম্মদপুরে অবস্থিত ।

বাংলা বিমান : ফ্লাইট টাইম ঠিক থাকবে না । বছরের পর বছর লস দিয়ে চলবে । তৃতীয় শ্রেনীর কর্মচারী পুরা এয়ারপোর্ট সমস্ত কার্যক্রম বন্ধ করার খমতা রাখে ।

বাংলা পরীখ্খা : ক্লাশ ফাইভ থেকে বিসিএস সব প্রশ্ন ফাশ ।

বাংলা জেলখানা : ধারন খমতার চেয়ে বেশি কয়েদি । ধারন খমতা ৩৫ হাজার কয়েদী থাকবে ৭০ হাজার ।

বাংলা ফুটবল : রেফারী কে মার কিংবা বিপখ্খদলের পেলেয়ার এর নাক ফাটানো ।

বাংলা ওয়াশ : বুড়িগংগার ময়লা পানি দিয়ে কাপড় ধোয়া । যাহা ইদানিং ক্রিকেটে ব্যবহার হচ্ছে ।

বাংলা রাস্তা: ঠাডারী বাজারের রাস্তা খানাখন্দে ভরা ।

বাংলা মেঠোপথ : বর্ষার সময় হাটু কাদা ।

বাংলা সাবান : সারাদিন ঘষলে ফেনা হয়না । মফস্বল শহরে ও গ্রামে বেশি ব্যবহার হয় ।

বাংলা ইলেকশন : গত দুবার যা হল । তাহাজ্জুদ পড়ে ভোট ।


বাংলা পাড়া - বেগম পাড়া । ক্যানাডার টরোন্টতে অবস্থিত ।

সো আমাদের ষ্টানডার্ড এমনি এর চেয়ে বেশি আশা করা ঠিক না ।


২৯/৪/২০১৫
ইকবাল রোড মোহাম্মপুর ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেকক্ষণ প্রাণ খুলে হাসলাম | প্রত্যেকটি বাংলা আইটেমই অনেক ইনোভেটিভ ! সম্ভব হইলে আরো কিছু বাংলা আইটেম দিয়ে পোস্টটি আপডেইট কইরেন মিয়া ভাই |

২| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে হাহাহা.... :D :D
আরেকটু হেসে নিই B-)) B-)) B-))

বাংলা ব্লগারঃ ব্লগ বন্ধ থাকলেও আঙ্গুল চোষা বাদে কর্ম নাই।
বাংলা হ্যাকারঃ অন্যের টুলকিট ব্যবহারকারী গুলিস্তানের হকার।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৯

টারজান০০০০৭ বলেছেন: বাংলা মাইর বাদ গেইছে !! :D

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে মোবাইল ভার্সন এর ক্ষেত্রে পেজের সবার নিচে Full version এ ক্লিক করুন। তারপর লগইন করুন।

তারপর কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন :)

৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: এগুলো খুবই বাস্তব।

৬| ০৬ ই মে, ২০১৯ সকাল ১০:৪৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: প্রিয় পোস্ট। খুবই ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.