নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

তুমি অধম, তাই বলিয়‍া আমি উত্তম হইবো কেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

উপরের শিরোনামে একটা শব্দ বাদ পড়েছে। তা হলো ‘না’। আমরা যে ভাবসম্প্রসারণ পড়েছিলাম তা ছিলো, “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?” কিন্তু আওয়ামীলীগের কাজ কর্ম দেখে মনে হয় তারা এই ভাবসম্প্রসারণটি বদলাতে চান। যেমন -

* বিএনপি ১৫ ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন করেছিল। তাই তারাও ৫ই জানুয়ারী একতরফা নির্বাচন করবে।

* খালেদা জিয়‍া কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাওয়াতে এখন বলতে পারে ৩ বারের প্রধানমন্ত্রী। এখন শেখ হাসিনাকেও ৩ বারের প্রধানমন্ত্রী বলা যাবে।

* বিএনপি ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিজেদের লোক বসানোর জন্য বিচারকদের বয়স বাড়িয়েছিল ক্ষমতার অপব্যবহার করে। আওয়ামী লীগও ক্ষমতার অপব্যবহার করে নিজেরাই যাতে আবার ক্ষমতায় আসতে পারে তাই তত্ত্বাবধায়ক বিলটাই বাতিল করেছে।

* বি এন পি ১৯৯৬ সালে আওয়ামী লীগের দাবি মানেনি। অনেক কষ্ট দিয়েছে। এখন আওয়ামী লীগও বিএনপি’র দাবি মানছে না।

* প্রধান বিরোধী দল অংশ না নিলেও বি এন পি ১৯৯৬ সালের নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা বলেছিল। আজকে আওয়ামী লীগও একই কথা বলছে।

* ১৯৯৬ সালে বিএনপি ছাড়া সবাই বি এন পি কে গালি দেয়‍ার পরও তারা একতরফা নির্বাচন করেছিল। এখনও আওয়ামী লীগার ছাড়া সবাই আওয়ামী লীগকে গালি দেয়ার পরও তারা নির্বাচন করছে।

অর্থাৎ আওয়ামীলীগাররা অধমই থাকতে চান। কারণ বিএনপিও অধম ছিল! দেখা যাক পরের বার বি এন পি উত্তম হবে না অধমই থাকবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

জেরিফ বলেছেন: |-) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.