নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাদের দিয়ে আলু পোড়া খেয়ে বিএনপি ক্ষমতায় যাক সেটা আমি চাই না...

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:১৬



১. ব্লগে 'দুই পরিবার মুক্ত' দেশ-এর ব্যপারে আমার চেয়ে বেশী কেউ বলেছে কিনা আমার জানা নেই। আবার দুই মন্দের মধ্যে আমি যে বিএনপি-র প্রতি সহানুভূতিশীল এটাও ব্লগের পরিচিতজনরা জানে। তবুও বাচ্চাদের অশ্লীল শ্লোগানের বিপক্ষে থাকায় কেউ কেউ আমাকে আওয়ামী লীগের সমর্থক মনে করেছেন...

২. বিএনপি সবসময়ই আলু পোড়া খেয়ে ক্ষমতায় যেতে চায়। অপ্রিয় হলেও সত্য আওয়ামী লীগের জন্য(যদি বিরোধী দলে থাকে) ২/১ টা আলু পোড়ার ঘটনাই যথেষ্ট। কিন্তু বিএনপি একের পর ইস্যু পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করা কিংবা খালেদার জেল হওয়া বিএনপি'র নিজেদের ইস্যু ছিল। কিন্তু তারা আন্দোলন জমাতে পারেনি।

৩. তবে আলু পোড়া খাওয়ার মত ইস্যুই বেশী ছিল তাদের কাছে। শেয়ার মার্কেট, হেফাজত, শাপলা চত্বর, সাঈদী, সাগর-রুনি, রামপাল, রিজার্ভ চুরি, সাত খুন, এস কে সিনহা, কোটা বিরোধী সহ আরো অনেক আন্দোলনের ফসল নিজেরা ঘরে তুলতে চেয়েছিল। পারেনি তারা। নেতারা ঘরে বসে থাকলে আর মিডিয়াতে গলা ফাটালে কীভাবে হবে?

৪. সর্বশেষ আলামত পাওয়া যাচ্ছে বাচ্চাদের এই আন্দোলন দিয়েও বিএনপি সরকার পতনের সুযোগ খুঁজছে যা আমার কাছে খুবই আতংকের! এরই মধ্যে বাচ্চাদের যারা ঘরে ফেরত যেতে বলছে তাদের বিশেষ দলের ট্যাগ লাগানো হচ্ছে, গালাগালি করা হচ্ছে। ফেসবুকে আওয়ামী বিরোধী সেলিব্রিটি, বুদ্ধিজীবি বা গ্রুপগুলো(পিনাকী, বাঁশের কেল্লা) থেকে ক্রমাগত বাচ্চাদের উৎসাহ দেয়া হচ্ছে যা একসময় অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে।

৫. আর যাই হোক, আমি বাচ্চাদের উপর একটু টোকার বিনিময়েও সরকার পতনের পক্ষপাতী নই। আমারও বাচ্চা আছে। পিতা হিসেবে আমি কখনোই সন্তানকে এই ধরনের অস্বস্তিকর পরিবেশে দেখতে চাইব না। কোথাও কোথাও বাড়াবাড়িও হচ্ছে কারো কারো সাথে। বাচ্চাদের বোঝাতে হবে ছাত্রলীগ না থাকলেও পরিবহন শ্রমিকরাও সামনে চলে আসতে পারে। অভিভাবকদেরও সচেতনতা কামনা করছি...

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: উস্কানী মুলক কথা দিয়ে ছাত্রছাত্রী রাস্তায় নামানো কোনো কাজের কথা না ।।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চাদের ঘরে যেতে বলা মানে এই নয় যে, অন্যায়কে প্রশ্রয় দেয়া...

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুকে দাড়াও তবে তুমি বাংলাদেশ - এই ধরনের উস্কানীমুলক কথা লিখে যারা পোষ্টার প্লেকার্ড অনলাইন করছে তাদের আইনের আওতায় এনে বোঝাতে হবে বাংলাদেশ কি ???

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগ, ফেসবুক দিয়ে যদি দেশ বদল করা যেত তাহলে সবার আগে ছাত্র রাজনীতিই বন্ধ হয়ে যেত...

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ন্যায় অন্যায় নয় ! এখানে ছাত্রছাত্রী ব্যাবহার হচ্ছে রাজনৈতিক চাল হিসেবে, গতকাল সারারাত আপনার সাথে যেই সংলাপ হলো তার কাট টু কাট করে এক জন নিজের পোষ্ট দিয়ে দিয়েছেন এই হচ্ছে পাইরেসি ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ কেউ এখন মায়েদেরও সাহস যোগাচ্ছেন। ভয়াবহ অবস্থা...

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশের অবস্থা ও অবমুল্যায়ন কোথায় নিয়ে ঠেকায় এই I AM GPA 5 টাইপ ছাত্রছাত্রী তা ভেবেছেন ? বর্তমান পরিস্থিতি নিয়ে আমি বিস্তারিত কিছু লেখার চেষ্টা করেছি প্লিজ পড়ে দেখতে পারেন আমার মনে হয় আপনার মনের কথাই লিখেছি ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গত পোস্টেই বলেছি এমনকি আগেও বলেছি এই প্রজন্ম নিয়ে আমি শংকিত...

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



গত ২ আন্দোলনের প্যাটার্ণ বলছে যে, আগামীতে, খুবই সামান্য আন্দোলন থেকে শেখ হাসিনার সরকারের পতন হতে পারে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনিতেই এক টানা ১০ বছর হয়ে গিয়েছে। আপনার কথা আমারও সত্য মনে হয়। আগামীতে সামান্য কিছু থেকেই জনবিস্ফোরণ হয়ে যেতে পারে...

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:০৩

যবড়জং বলেছেন: বিএনপি আলু খাওয়ার যোগ্যতা হারিয়েছে , তবে জনগনের ঘরপুড়ে চেতনাবাজ রা জনগনকে আলুরদম বানানোর প্রতিকার হবে কবে ? কারা করবে ?

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়, প্রকৃতি, জনতা...

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এরই মধ্যে বাচ্চাদের যারা ঘরে ফেরত যেতে বলছে তাদের বিশেষ দলের ট্যাগ লাগানো হচ্ছে, গালাগালি করা হচ্ছে।
কোমলমতিদের কন্ডম-শাউয়া অপসংস্কৃতি নষ্ট ফাকিং প্রজন্মে পরিনত করার নিন্দা জানালে দলকানা বলে গালি দিচ্ছে।
ফেসবুকে চিহ্নিত সেলিব্রিটি, বুদ্ধিজীবি বা গ্রুপগুলো(পিনাকী, বাঁশের কেল্লা) থেকে ক্রমাগত বাচ্চাদের অভিভাবকদের উৎসাহ দেয়া হচ্ছে।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী করার জন্য ছাত্রলীগ তো আছেই।
পরিবহন শ্রমিকরাও ক্ষেপে আছে ভিন্ন কারনে, ডেইলি ইনকাম একসপ্তা জাবৎ কোন কামাই নাই।
সবার সতর্ক থাকা উচিত, কিন্তু উলটো আরো উষ্কে দেয়া হচ্ছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাড়াবাড়ি করার ফল ভালো হয় না সবাইকে বুঝতে হবে...

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

চক্রান্তকারীরা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে!

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা বিশৃঙ্খলার সু‌যোগ খুঁজ‌ছে...

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওই সকল চক্রান্তকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এনা‌দের ম‌ধ্যে কিছু চুশীলও আছেন...

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: আসলে ভালো মন্দ বুঝে উথার ক্ষমতা ওদের এখনো হয়নাই, তাই একটি মহল এর একটি সুবিধা নিতে চাইবে এটাই স্বাভাবিক।

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বাভা‌বিক ব‌লেই শিক্ষক, অ‌ভিভাবক সবাই ‌মি‌লে ও‌দের ঘ‌রে ফেরা‌নো উ‌চিত...

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:০৯

কলাবাগান১ বলেছেন: NTV TV এর প্রধান খবর ই এই আন্দোলন...পারলে

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মি‌ডিয়া সব সময় এসব পংটা‌মি ক‌রে। যেমন ক‌রে‌ছিল বি‌ডিআর বি‌দে্রা‌হের সময়...

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

ওদের বাচ্চাকাচ্চা বিদেশে। বাংলাদেশ সিরিয়া হোক এটা একটা স্বপ্ন ওদের মেবি!

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ‌দের লজ্জা থাকা উ‌চিত নি‌জেরা কিছু না ক‌রে এখন বাচ্চা‌দের ব্যবহার কর‌ছে...

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


স্বার্থের কাছে সব কচুগাছ.... কল্লা কাট... প্রায় ২০০ ছেলে টিসি খেয়েছে উচ্ছংখলা করে। এর দ্বায়িত্ব উসকানিদদাতারা নিবে? তারা তো ফেবুতে আর ব্লগে ঝড় তোলে, এদের কথা বাদ গেল কেন?

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুক বিপ্লবীরা দ‌া‌য়িত্ব নি‌বে...

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৭:১৩

ওমেরা বলেছেন: কারো আষাঢ় মাস কারো সর্বনাশ । এভাবেই একদিন সরকারের পতন হতেও পারে ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চা‌দের দি‌য়ে স্যা‌বোটাজ ক‌রে সরকা‌রের পতন হোক এটা প্রত্যাশা ক‌রি না..

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৩

কলাবাগান১ বলেছেন: সরকারের পতনের জন্য ওমেরার মত ব্লগার রা অপেক্ষা করছে....আসল চেহারা এটাই ..এনারা নিরাপদ রাস্তা চান না ....পোড়া আলু খেতে চান

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখজনক চিন্তা ভাবনা...

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

হাঙ্গামা বলেছেন: এটা একটা সার্বজনীন আন্দোলন, এখানে কোন রাজনৈতিক দলকে সুযোগ নিতে দেয়া থেকে বিরত রাখতে হবে। উল্টাপ্লাটা কথা বললে বা আন্দোলনের কোন সুযোগ নিলে ওরে রাস্তায় নামায়া ন্যাংটা করে দেয়া উচিত।
এই যে একটাঃ
এটা একটা সার্বজনীন আন্দোলন, এখানে কোন রাজনৈতিক দলকে সুযোগ নিতে দেয়া থেকে বিরত রাখতে হবে। উল্টাপ্লাটা কথা বললে বা আন্দোলনের কোন সুযোগ নিলে ওরে রাস্তায় নামায়া ন্যাংটা করে দেয়া উচিত।
এই যে একটাঃ

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সার্বজনীন আ‌ন্দোল‌নের না‌মে বাচ্চা‌দের মানব বর্ম হি‌সে‌বে ব্যবহার করা হ‌চ্ছে...

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: ''যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ'' এই ধরনের উস্কানীমুলক কথা লিখে যারা পোষ্টার প্লেকার্ড অনলাইন করছে তাদের আইনের আওতায় এনে বোঝাতে হবে বাংলাদেশ কি।

ব্লগ, ফেসবুক দিয়ে যদি দেশ বদলানো যায় না।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী করার জন্য ছাত্রলীগ তো আছেই।
বাড়াবাড়ি করার ফল ভালো হয় না সবাইকে বুঝতে হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমা‌দের চ‌রিত্র সম্প‌র্কে বাচ্চা‌দের বোঝা‌নো উ‌চিত...

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

সনেট কবি বলেছেন: সহমত

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ভ্রমরের ডানা বলেছেন: শুনুন...আলুপোস্তা ওর্ডার..

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা পে‌য়ে‌ছি আজ‌কে। সত্য মিথ্যা দু‌টোই হওয়ার সম্ভাবনা। অপ্রকা‌শিত অ‌নেক গেম চল‌ছে অন্তরা‌লে...

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বিষাদ সময় বলেছেন: যুক্তিপূর্ণ লিখা, ভাল লাগলো..............................

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতাম‌তের জন্য ধন্যবাদ...

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

২২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

সোহানী বলেছেন: সহমত সহমত সহমত............

আমি মা, আমি জানি আমার কতটা দূশ্চিন্তা বাচ্চাদের নিয়ে। যারা ক্ষমতা যাবে যাক, আমার বাচ্চাকে বলির পাঠা বানায়ে নয়। এবার ওদের ফিরে যাওয়া উচিত।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি সহ অন্য অভিভাবক এবং শিক্ষকদেরও এখন ওদের ঘরে ফেরাতে হবে। আর বাড়তে দেয়া যাবে না...

২৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাচ্চাদের দিয়ে আলু পোড়া খেয়ে বিএনপি ক্ষমতায় যাক সেটা আমি চাই না... শুধু এই কথাটায়ই সহমত। বাকি কথায় না।

একে কোন রাজনৈতিক দলের এজেন্ডা ভাবলে সরকার চরম ভুল করবে। ছাত্রদের এ আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, নিছক সড়কে মানুষের নিরাপত্তার জন্য আন্দোলন। সরকারের তা বুঝতে দেরি করলে, সুযোগ সন্ধানী কোন রাজনৈতিক দল তো ঢুকে পরে ফায়দা লুটার ধান্ধা করতেই পারে।


সুবুদ্ধির কাজ হবে ওদের ন্যায়সঙ্গত দাবীর কথাগুলো দ্রুততার সাথে বিবেচনায় এনে, সংহতি প্রকাশ করা এবং সমাধানের পথ খোঁজা।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা বা আওয়ামী লীগ দ্বারা এসব দ্রুত হবে না। মূল কথা হল, বাচ্চাদের ফেরত যেতে হবে ঘরে। ব্যস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.