নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ভিউ বাড়াতে অসততা...

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫



১. গুলশান কি আসলেই ইউরোপ, আমেরিকার শহরগুলোর চেয়েও সুন্দর? এটা কীভাবে সম্ভব? আমি আমেরিকা বা ইউরোপ যাইনি। কিন্তু টিভিতে যা দেখেছি তাতে গুলশান বা তার কিছু অংশ কীভাবে দুনিয়ার স্বর্গ আমেরিকার সমমান হতে পারে? কিংবা অন্য ভ্লগার বলে ইউরোপের কোন শহরের মত? কেউ আমারে একটু বুঝাইয়া দিয়েন...
২. পাকিস্তানের এক ভ্লগার ভিডিও দিল ঢাকার মেট্রোরেল নিয়ে। সে খুবই এক্সসাইটেড। মনে হয় যেন এই জিনিস সে দেখেনি। অথচ পাকিস্তানে, ঢাকার আগে মেট্রোরেল হয়েছে। তাহলে কেন এই আদিখ্যেতা? ভুল তথ্য দিলে আমারে একটু দেখাইয়া দিয়েন...
৩. ভারতের একজন ভ্লগার ভিডিও দিল পদ্মা সেতুর উপর দিয়ে কোন এসি ডাবল ডেকার বাস সার্ভিস নিয়ে। মনে হয় যেন, ভারতে লাক্সারি বাস নেই। কখনো চড়েনি! কলকাতার এক ভ্লগার ভিডিও দিল, ধানমন্ডির ফুড কোর্টগুলো নিয়ে। সেও খুব অবাক হয়ে গিয়েছে। তার ভাবার্থ দাঁড়ায় এই যে, কলকাতায় এরকম রেস্টুরেন্ট জোন নেই। আসলেই কি তাই? যারা ভারত, কলকাতা গিয়েছেন তারা আমারে একটু সুধরাইয়া দিয়েন...
৪. কয়েকদিন আগে আরেকজন ভিডিও দিল, এলিভেটেড এক্সপ্রেস নিয়ে। তার শিরোনাম ছিল, দুবাই নয়, ঢাকার রাস্তা। সরি টু সে, আমি মধ্যপ্রাচ্যে ১০ বছর ছিলাম। এলিভেটেড ওয়ের রাস্তা এমন কিছু হয়ে যায়নি যে, সেটা দুবাই, রিয়াদ, দোহার এক্সপ্রেসওয়েগুলোর মত হয়ে গিয়েছে। তারপরও আমার ভুল হয়ে থাকলে আমারে একটু ঠিক কইরা দিয়েন...
৫. এগুলো কি আসলেই তেনাদের (ভ্লগার) মন থেকে করা মন্তব্য নাকি শুধুই ভিউ বাড়ানোর চিন্তা থেকে এসব করছেন? তেনারা তো আর আওয়ামী লীগ করেন না যে, রিয়াজের মত চট্টগ্রামের রাস্তাকে ইউরোপের মত মনে করবেন। আমি কিছু ভুল বলে থাকলে আমারে মাফ কইরা দিয়েন...

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: যারা ইউটিউবিবার তাদের ধান্দাই থাকে কিভাবে ভিউ বাড়ানো যায় সেটা নিয়ে । কী করলে পাবলিক ভাবে সেটার জন্য আলাদা ভাবে তারা গবেষণা করে । এমাজান যেমন করে বাজারে এনালাইসিস করে ঠিক তেমন ! ভিউ তাদের রুটি রুজি !

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। মন্তব্যর জন্য ধন্যবাদ...

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

ডার্ক ম্যান বলেছেন: এরা তাও মিথ্যা বলে। কিন্ত কিছু বাংলাদেশী নারী পুরুষ টাকার জন্য কন্টেন্টের নামে যেসব জিনিস উদ্গিরন করে , তা পতিতাবৃত্তিকেও হার মানায় ।
এমন না যে , আপনি ইচ্ছে করে এসব দেখছেন। কিন্তু এদের সিস্টেমটা এমন । না চাইতে চলে আসে ।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন...

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ফটোগ্রাফি কোর্স করার সময় আমাদের শেখানো হয়েছে- একটা ছবি তোলার পর, সেই ছবিটা অতি মনোরম করার জন্য আমি অনেক কিছুই করতে পারি। অর্থ্যাত এডিট করে ছবির ভুল ত্রুটি গুলো মুছে দিতে পারি।
আজকাল অনেক ইউটিবার ভিউ বাড়াতে জাস্ট নোঙরামো শুরু করেছে।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। মন্তব্যর জন্য ধন্যবাদ...

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: টাকার জন্য বা ভিউ বাড়াতে অমন করে বাংলাদেশের কয়েকজন টক শো করে নাম বলুন তো?

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকদিন হয় টক শো দেখিনা । তবে ৭১ টিভি, সময় টিভি, চ্যানেল আই সহ প্রায় সবাই ইচ্ছে করে কিছু ক্যাচাল পাবলিক কে ধরে আনা হয়...

৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: হা হা হা ..... অনেকেই আছেন।

গো মা র। ইত্যাদি।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আশ্চর্য, আমি কয়েকজনের মধ্যে এনার নামটাও ভেবেছিলাম। রুমিন ফারহানা, গোলাম মাওলা রনি আর কিছু সাংঘাতিক...

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: হা হা হা রুমিন ফারহানা, এই নামটি আমিও ভেবেছিলাম।

যাকগে.............

প্রযুক্তির অপব্যবহার আর কি!

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

ডার্ক ম্যান বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকদিন হয় টক শো দেখিনা ।

বউয়ের টকশো দেখতে দেখতে জীবন শেষ। তার উপর আবার অন্য টকশো

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। ভালই বলেছেন। বউ আর বাচ্চার কারণে টিভিতে আমার কোন অধিকার নেই, আমিও অধিকার চাই না। কারণ, আমার ২য় বউ (মোবাইল) আছে...

৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

ঢাবিয়ান বলেছেন: শুধু ভিউ না তোষামোদ করে টাকা পয়সা পাবার সম্ভাবনাও উড়িয়ে দেয় যায় না

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই হওয়ার সম্ভাবনা। ভারতীয়, পাকিস্তানীদের যে নাক সিটকানো স্বভাব তারা আমাদের প্রশংসা করলে অন্য কিছু থাকতে পারে মনে হয়...

৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




গুলশান বনানী বারিধারা তিন এলকা - ইউরোপ অনেক দূরের কথা মালয়েশিয়াও মনে হয় না। ভেতরের রাস্তাগুলো খানাখন্দ ভাঙ্গা আছে, আবার রাস্তা কাটার কাজ শুরু হবে।

হলুদ জ্যাকেটধারী রিক্সা আছে। আছে ভ্যান রিক্সা, সিএনজি। আর আছে মহান দেশের মহান ভিক্ষুক সম্প্রদায়। ইউরোপ সিঙ্গাপুর মালয়েশিয়া পথে ঘাটে এইভাবে ফুল বিক্রেতা শিশু নেই। নেই ভিক্ষুক। নেই রিক্সা সিএনজি ভ্যান রিক্সা।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম মন্তব্যই আশা করছিলাম। ধন্যবাদ...

১০| ১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

মনিরা সুলতানা বলেছেন: মাঝেমাঝে কিছু কিছু রান্নার ভিডিও আসে চোখের সামনে - সবাই বলে এই রান্না যেদিন হয় সেদিন ভাত সবচেয়ে বেশি খাওয়া হয়। এই স্পেশাল রান্না টা করলে স্বামী একটু বেশি ই ভালোবাসে। সব ই হচ্ছে লাইক আর ভিউ র কারবার সবাই খালি ডলার দেখে।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ...

১১| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পর্যবেক্ষণ ঠিক আছে। সেই উদ্দেশ্যেই করা হয়। বাংলাদেশ উন্নত মানের রাস্তা, সেতু, ফ্লাইওভারে অনেক পিছিয়ে আছে। আমাদের দেশ যা এখন হচ্ছে সেগুলি অন্য দেশে বহু আগে হয়েছে। আমাদেরগুলিও আরও আগে হওয়ার কথা ছিল।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১২| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গুলশান-বনানীর রাস্তাঘাট ঢাকা শহরের অন্যান্য এলাকার চেয়ে উন্নত।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাতে কোন দ্বিমত নেই্। তাই বলে ইউরোপ, আমেরিকার মত বলা যাবে না...

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১২

রানার ব্লগ বলেছেন: গুলশান আর বনানী দেইখা আহা উহু করা বৈদাশীদের ধইরা হাতির ঝিলের এক গ্লাস সরবত পানা করাতে খুব ইচ্ছা হয়।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। ভালই বলেছেন...

১৪| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:

শহরের ভেতর ফ্লাইওভার আমার দুই চোখের বিষ।
ফ্লাইওভার শহরের সৌন্দর্য নষ্ট করে। আর ফ্লাইওভারের নীচে ভুতুরে অন্ধকার। রাস্তা বৃদ্ধির দরকার হলে পাতালে করুক।
এখন তো উন্নত মানের টানেল বোরিং মেশিন বের হয়েছে। হামাস তো মেশিন বাদেই খন্তা কোদাল দিয়ে গাজা শহরের নীচে আরেকটি শহর, ক্ষেপনাস্ত্র গোডাউন বানিয়ে ফেলেছে।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হামাস তো শুনলাম, ইসরায়েলের বর্ডার এর কাছেই এতদিন ঘাঁটি মেরে ছিল। আর ফেসবুক, ব্লগে খালি দেখি পৃথিবীর সব মেধাবী নাকি ইসরায়েলের...

১৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

শার্দূল ২২ বলেছেন: আপনার পোষ্টেের উদ্দেশ্য সৎ সেটা মানছি। কিন্তু বিষয়টা হলো ইউটিউবের মধ্যেতো এর চেয়ে বেশি নোংরামি হচ্ছে আপনি সেসব নিয়ে বলতে পারতেন। শরীর স্বাস্থ্য ভালো এমন মেয়ে গুলো ক্যামেরা অন করে অযথাই ক্যামেরাকে পিছনে দিয়ে উল্টো দিকে হাটছে, কিংবা বিশাল বক্ষের মেয়েটি ধপাশ করে বসছে কিংবা উঠছে। এসবের চেয়ে কি এই ভিডিও গুলো বেশি নোংরা?

একটা দেশের সব জায়গা সুন্দর হয়না, আমেরিকার এমন অনেক রাজ্য আছে আমাদের গুলিস্তান এর চেয়ে খারাপ, শুধু খারাপ না, ভয়াবহ ভয়ংকর। রাতের বেলায় তো দুরের কথা দিনের বেলায়ও আপনি চলতে পারবেননা ঐসব শহরে। দেশকে বহিরবিশ্বে তুলে ধরতে গেলে এভাবেই তুলে ধরতে হয়। আপনি না ধরলেন কিন্তু অন্য কেউ যখন তুলে ধরছে সেটা নিয়ে সমালোচনা করা আমার মনে হয় ঠিক হবেনা।

ভারতের গুজরাটে সব চেয়ে বেশি শিশু পুষ্টিহীনতায় ভুগছে এবং মারা যাচ্ছে তাই বলে মুম্বাইতে ঐশ্বরিয়া আলিয়া ভাট নিত্য বন্ধ করে দিবে? ওদের নিত্য দেখেই কিন্তু পর্যটক আসছে বৈদেশিক আয় হচ্ছে। মুম্বাইয়ের আকাশে ড্রোন উরালে দেখা যাবে একি শহরের দুই রকম ভয়ংকর চিত্র। আমরা যখন কোন দেশে যাই তখন সেই দেশকে বিচার করি তার বিমান বন্দর এবং আশে পাশের এলাকা দিয়ে। এটা অস্বীকার করার উপায় নেই যে মাত্র ৫০ বছরের দেশ অন্য দেশের চেয়ে খুব বেশি বদলে যাচ্ছে। আমেরিকার মত আমরা ৩০০ বছর সময় পেলে এই দেশের কি হবে ভাবতে পারেন?

শুভ কামনা

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল। আমাদের অনেক অর্থ আছে। কিন্তু আমাদের সৎ লোকের অভাব। দুঃখটা ওখানেই। বিদেশ ভ্রমণ করে অভিজ্ঞতা ঠিকই নিচ্ছে কর্মকর্তারা, কিন্তু দেশে প্রয়োগ করছে না। এই পটেনশিয়াল দুর্নীতিবাজ প্রজন্ম থাকলে ৩০০ বছরেও দেশ ঠিক হবে না। প্রতিটা প্রজন্মই ভাবছে এবার ঠিক হবে, কিন্তু ঠিক আর হয় না। বর্তমানে মেধাবীরা সুযোগ পেলেই চলে যাচ্ছে দেশের বাইরে। এই দেশের সিস্টেম তাদের থাকতে দিচ্ছে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.