নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের ইশারা

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

পৃথিবীর কোন বিপ্লব

কোন বদল

কোন গণজাগরণ



কোন অনুমতির অপেক্ষায় থাকেনি।



৫২, ৬৯, ৭১ কিংবা ৯০দেশে বা বিদেশে সর্বত্রই

গণজাগরনের মুখে টেকেনি কোন স্বৈরাচার!





তুমি ব্যবহারে পাবে তার আসল পরিচয়।

ক্রমাগত অত্যাচারের পরও

ধ্বংস, জুলুম নিপীড়নের পরওকি

চিনতে পারোনা?



স্বৈরাচারের কাছে কিসের অনুমতি চাও তুমি?

আইয়ুব খান, ইয়াহিয়ার কাছে

শেখ মুজিব কি অনুমতি নিয়ে আন্দোলন করেছে?



যেই জনতার মঙ্গলে তোমার রাজনীতি

সকল জনতা চায় পরিবর্তন।

না বোঝারতো কিছূ নেই

সিটিতে তুমি পেয়েছো ইশারা



নাভীশ্বাস ওঠা মানুষ

চায় মুক্তি,

চায় নিশ্চিন্ত নিশ্বাস নিতে-



এখনো কেন দ্বিধা তোমার

ডাক দাও উদাত্ত আহবানে

ছেটে ফেল চারপাশের যত

চাটুকার আর দালালদের



নতুন রক্তে, নতুন ওয়াদায়

নতুন প্রত্যাশায় নতুন ভোরের

নতুন ডাকের অপেক্ষায় কোটি কোটি প্রাণ।



তো, হয়ে যাক- দিন বদলের শুরু

যুদ্ধের ময়দানে সুশীলতার স্থান কোথায়?

যে মুগরের ভাষা বোঝে তাকে

সুন্দরতম বাক্যতেতো মানানো যাবে না।



যেখানে যেমন, যেখানে যা

তাই নিয়ে, হোক তবে

দিন বদলের শুরু নতুন আশ্বাসে।।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: +++

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম প্লাসের জন্য।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুদ্ধের ময়দানে সুশীলতার স্থান কোথায়?
যে মুগরের ভাষা বোঝে তাকে
সুন্দরতম বাক্যতেতো মানানো যাবে না।

যেখানে যেমন, যেখানে যা
তাই নিয়ে, হোক তবে
দিন বদলের শুরু নতুন আশ্বাসে।।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হোক তবে
দিন বদলের শুরু নতুন আশ্বাসে।।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিন বদলের দিন
বাতাসে বাতাসে গুঞ্জন

বদল কি কিছূ হবে তাতে?
পাবে কি কিছূ জনগণ!!!!

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

ঢাকাবাসী বলেছেন: মো যে তাং এর তত্বের মতই, ভাল লাগল। সুন্দর কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

মো যে তাং এর তত্ত্ব নিয়ে একদিন লিখে ফেলুন না.....!!!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: সত্যর নাই বিনাশ
পদধলে যত মিথ্যাবাদীর চিৎকার
কেউ কাউকে দেয়না টাই
ছিনিয়ে আনতে হয় বজ্রকন্ঠে সে অধিকার ।।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছিনিয়ে আনতে হয় বজ্রকন্ঠে সে অধিকার ।।

জ্বি! ধন্যবাদ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: শেখ মুজিব কি অনুমতি নিয়ে আন্দোলন করেছে?

যেই জনতার মঙ্গলে তোমার রাজনীতি
সকল জনতা চায় পরিবর্তন।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই জনতার মঙ্গলে তোমার রাজনীতি
সকল জনতা চায় পরিবর্তন।

ধন্যবাদ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কবিতা ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আনন্দিত বোধ করছি।

অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

নাসরীন খান বলেছেন: ভাল লাগল কবিতা ।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

নিক নূরুল বলেছেন: "হোক তবে
দিন বদলের শুরু নতুন আশ্বাসে"

'সম্পূর্ণই নতুন কাণ্ডারির হাত ধরে'--- একটু যোগ করলাম। অপরাধ ক্ষমাহীন।

অসম্ভব সুন্দর কবিতা।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপরাধ হতে যাবে কোন অপরাধে;)

অসম্ভব সুন্দর সংযোজন- এটাইতো ইশারা....


অনেক ধন্যবাদ।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: সাত বছর আগের লেখা কবিতা। এখন আরো সাত গুণ বেশি প্রাসঙ্গিক। + +

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

হুম- অনুভবে কৃতজ্ঞতা
প্লাসে অনুপ্রানীত

অফুরান শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.