নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আগৈলঝাড়ায় আধ ঘণ্টায় ১৮শ ৭৮ ভোট ! ডিজিটাল মহাকারচুপি!!!!!!!!!!

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

সংবাদ ব্লগ



আগৈলঝাড়ায় আধ ঘণ্টায় ১৮শ ৭৮ ভোট !

বরিশাল অফিস



চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আগৈলজাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ৩০ মিনিটের মধ্যে ১৮শ' ৭৮ ভোট বালট বাক্সে জমা পড়েছে। কেন্দ্র দখল করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা এ ভোট দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৭৮ জন।



প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই কেন্দ্রে প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।'



ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বকতিয়ার উদ্দিন বলেন, 'কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২শ'টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে যায়।' তিনি জানান, উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ অনেকেগুলো কেন্দ্র থেকেও এমন খবর পাওয়া যায়।



বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেনের অভিযোগ, 'গত রাতে ৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ গোপনে সম্পন্ন করে প্রশাসন। ইউএনও এবং থানার ওসি ওই ৩০টি ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে যোগসাজস করে কাগজে কলমে ভোট সম্পন্ন দেখায়। ওই সব কেন্দ্রে সকালে বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টেদের ঢুকতে দেয়া হয়নি।'



তবে ইউএনও এবং থানার ওসি এসব অভিযোগ অস্বীকার করেছেন।



এদিকে ব্যাপক কারচুপরি অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দিতে বিএনপি দলীয় প্রার্থী উপজেলা সদরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। আগৈলঝাড়ায় আধ ঘণ্টায় ১৮শ ৭৮ ভোট !

বরিশাল অফিস



চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আগৈলজাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ৩০ মিনিটের মধ্যে ১৮শ' ৭৮ ভোট বালট বাক্সে জমা পড়েছে। কেন্দ্র দখল করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা এ ভোট দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৭৮ জন।



প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই কেন্দ্রে প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।'



ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বকতিয়ার উদ্দিন বলেন, 'কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২শ'টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে যায়।' তিনি জানান, উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ অনেকেগুলো কেন্দ্র থেকেও এমন খবর পাওয়া যায়।



বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেনের অভিযোগ, 'গত রাতে ৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ গোপনে সম্পন্ন করে প্রশাসন। ইউএনও এবং থানার ওসি ওই ৩০টি ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে যোগসাজস করে কাগজে কলমে ভোট সম্পন্ন দেখায়। ওই সব কেন্দ্রে সকালে বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টেদের ঢুকতে দেয়া হয়নি।'



তবে ইউএনও এবং থানার ওসি এসব অভিযোগ অস্বীকার করেছেন।



এদিকে ব্যাপক কারচুপরি অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দিতে বিএনপি দলীয় প্রার্থী উপজেলা সদরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।





Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১১

পুরানো আমি বলেছেন: ক্ষমতাসীন দল কারচুপি করবেনা তা কি করে সম্ভব? ৩য় দফা তে যা যা হয়েছে চতুর্থ পর্যায়ের উপজেলা নির্বাচনেও তা হবে। আগে থেকেই জানতাম। সুস্থ নির্বাচন হলে আওয়ামীলীগ ১ উপজেলাতেও জিতবেনা তা প্রথম দফা উপজেলা নির্বাচনের পরেই বুঝা গিয়েছিল।

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সত্যকে মিথ্যা বানাতেই জনতা বাদ।

তারাই দিরে রাতের আঁধারে বা আধঘন্টায় হাজার ভোট কাষ্ট করে!!!

তারপরও তারা মনে করে তারা মুক্তিযুদ্ধের চেতনার ধোয়া তুইলা তাদের করা অন্যায়কে আড়াল করতে পারবে?

আর কত??????


এতটা নীচে থেকে চেতনার কথা বলা তাদের জন্য শোভা পায় না।

২| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

আমিনুর রহমান বলেছেন:




ব্যাপরটা পছন্দ হইছে আমার। আমাদের দেশে কে ক্ষমতা আইলো আর গেলো তা নিয়ে আমার মাথা ব্যথা অনেক আগেই থামিয়ে দিয়েছি। আমার ভোট টা যদি কেউ কষ্ট কইরা দিয়া দেয় তাইলে বাইচা যাই ভোট দেয়ার কষ্ট থেকে।

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ক্রোধ আর ক্ষোভটা সবার থেকে বেশী!

কথায় বলেনা অল্প শোকে কাতর
অধিক শৌকে পাথর!!!

আপনার পাথরানুভূতি এখন ৯৫ ভাগের। তাইতো তারা প্রহসনের জাতীয় নির্বাচনে অনুপস্থিত থেকে তাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) :-B B-))

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি!।

৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

পদ্মা_েমঘনা বলেছেন: উনারা জনগণের কষ্ট বোঝে! জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যাতে যেতে না হয় তাই তো সবার ভোটটা নিজেরাই দিয়ে দিচ্ছে! কেউ বেশি সমালোচনা করলে আবার ভোটই বন্ধ করে দেয়ার হুমকি আসতে পারে! মদীনা সনদ অনুযায়ী দেশ চলছে, চলবে ;)
জয় চেতনা!

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ বেশি সমালোচনা করলে আবার ভোটই বন্ধ করে দেয়ার হুমকি আসতে পারে! মদীনা সনদ অনুযায়ী দেশ চলছে, চলবে ;)
জয় চেতনা!

৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আজিব!

তারপরও তারা ক্রমাগত মিথ্যা বলেই যাচ্ছে!

জোকস করেই যাচ্ছে!!

আমাদের ধৈর্য কি খুব বেশী? না আমরা আসলে খুবই দুর্বল?

আমাদের বিরোধীদলের দুর্বলতা জাতি হিসাবে আমাদের প্রচন্ড ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে!

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্লজ্জ্বরা আবার বলে ভৌট হলে নাকি জালীয়াতি হবে আর পেশি থাকলে নাকি শক্তি দেখাতে হবে!!!

কতটা অসভ্য বর্বর আর বাকশঅলী হলে এমন কথা বলে সম্ভব!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.