নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ভূখণ্ড দাবির প্রতিবাদে ভারতীয় সাইট হ্যাকড ..

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

হ্যাক প্রসঙ্গে রেডফক্স বাংলানিউজকে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাত আমার প্রতিহত করবো। অনেক রক্তে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।



ঢাকা: বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড অবৈধভাবে দাবি করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদবাণীর অফিসিয়াল সাইট, বিজিপির অফিসিয়াল ও বিভিন্ন রাজ্যের ১১টি সাইট হ্যাক করেছে বাংলাদশভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ সাইবার ৭১’।



সোমবার মধ্যরাত থেকে গ্রুপটি এ-পর্যন্ত তিন শতাধিক ভারতীয় সাইট হ্যাক করার দাবি করেছে।



এ বিষয়ে ‘বাংলাদেশ সাইবার ৭১’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আল ফাহিম এবং বাংলাদেশ সাইবার ৭১-এর অ্যাডমিন রেডফক্স বুধবার বাংলানিউজকে জানান, বিজেপি তাদের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।



রেডফক্স জানান, তারা বিজিপির ১১টি সাইট হ্যাক করেছেন। সেই সঙ্গে তিনি হ্যাক করা সাইটের তালিকাও দিয়েছেন। সাইটগুলি হচ্ছে: বিজিপি রাজ্যসভা, বিজিপি লোকসভা, বিজিপি পাঞ্জাব, বিজিপি দিল্লি, বিজিপি মধ্যপ্রদেশ, বিজিপি অনলাইন ফোরাম, উপ-প্রধানমন্ত্রীর ওয়েবসাইট, বিজিপি ফ্যান ওয়েবসাইট, বিজিপি কেন্দ্রীয় মহিলা বিভাগীয় ওয়েবসাইট, বিজিপি নেতা লালকৃষ্ণ আদবাণীর ব্লগ ও ফোরাম এবং বিজিপি বিহার ওয়েবসাইট।

তার নিচে লেখা- hello BJP, so u again demand Bangladeshi land? (হ্যালো বিজেপি, তোমরা তাহলে ফের বাংলাদেশের ভূমি দাবি করছো?)।



এছাড়া আরো লেখা আছে, যার বাংলা পরিভাষা হচ্ছে, ‘বাংলাদেশি ভূখণ্ড দাবির প্রতিবাদে এটি জোরালো প্রতিবাদ। এজন্য ক্ষমা চাওয়া উচিত। এটি অনুরোধ নয়, সাবধানবাণী। কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে তোমাদের একটি নিরাপত্তা চুমু।’



‘অল বাংলাদেশি ফ্রিডম ফাইটার সাইবার-৭১ ফ্যামিলি’ নামে একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করে।





দিকে, এখনো যে সাইটগুলো হ্যাকড অবস্থায় পাওয়া গেছে, তার অন্যতম হলো-

http://bjpngocellpunjab.com/

http://bjpngocellpunjab.com/

http://atalbiharivajpayee.in/



ব্রাভো হ্যাকারস, স্যলুট টু অল :)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এদিকে, হ্যাক করার পর কিছু সাইট রিস্টোর করতে সক্ষম হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

যে সাইটগুলো হ্যাক করা হয়েছে, সেগুলো হচ্ছে-

# বিজিপি রাজ্য সভা ওয়েবসাইট
# বিজিপি লোক সভা ওয়েবসাইট
# বিজিপি পাঞ্জাব ওয়েবসাইট
# বিজিপি দিল্লি ওয়েবসাইট
# বিজিপি মধ্য প্রদেশ ওয়েবসাইট
# বিজিপি অনলাইন ফোরাম
# ডেপুটি প্রধানমন্ত্রীর ওয়েবসাইট
# বিজিপি ফ্যান ওয়েবসাইট
# বিজিপি কেন্দ্রীয় মহিলা বিভাগীয় ওয়েবসাইট
# বিজিপি নেতা লাল কৃষ্ণ আদবাণীর ব্লগ এবং ফোরাম
# বিজিপি বিহার ওয়েবসাইট

হ্যাক করা সাইটের তালিকার অন্যতম হলো:

site: http://www.infofield.in/
mirror: http://zone-.com/mirror/id/22238007

http://www.alurkar.in/
http://bushidomovies.com/index.php
http://worg.in/index.php
http://www.onlinecourtreporterschool.com/
http://www.onlinehotelmanagementschool.com/
http://arubasurfschool.com/index.php
http://save.arubaspirit.com.old/index.php
http://bliit.arubaspirit.com/index.php
http://wordpress.radicalstate.com/index.php
http://chogogoaruba.com/index.php
http://arubadushifoodtours.com/index.php
http://adviesbureauintop.net/index.php
http://arubaviarentals.com/index.php
http://yegawo.com/index.php
http://moxiedata/index.php
http://www.alurkar.in/
http://jamz1075.com/index.php
http://ebestia.com/index.php
http://joomla2.radicalstate.com/index.php
http://arubaspirit.com/index.php
http://essence-aruba.com/index.php
http://arubalicious.com/index.php
http://dolphinsuitesaruba.com/index.php
http://creationaimee.com/index.php
http://aerialvisionaruba.com/index.php
http://summitaruba.com/index.php
http://eu-international.net/index.php
http://teraylama.com/index.php
http://Maildir/index.php
http://painting-daisy.com/index.php
http://lalindaruba.com/index.php
http://ejsarubavideo.com/index.php
http://razolcollection.com/index.php
http://bmxskatearuba.com/index.php
http://manpower4uaruba.com/index.php
http://orangegrovemusic.com/index.php
http://organboxmusic.com/index.php
http://Arubasbeer.com/index.php
http://arubaculinairytours.com/index.php
http://arubahotsauce.com/index.php
http://arubamobileguide.com/index.php
http://forumerotheek.com/index.php
http://cheetosurfing.com/index.php
http://urdesignsaruba.com/index.php
http://elka-aruba.com/index.php
http://jpvisser.com/index.php
http://defiantconcepts.net/index.php
http://supforum.info/index.php
http://judoaruba.com/index.php
http://unique-laminations.com/index.php
http://mantbraca.com/index.php
http://flipflopsuites.com/index.php
http://sup.bruceharms.com/index.php
http://iconnect4you.com/index.php
http://noahsarchkdv.com/index.php
http://stichting-sad.com/index.php
http://maartenh73/index.php
http://wakbomes.com/index.php
http://hotdelightpapaya.com/index.php
http://arubaculinairytours.com.old/index.php
http://trnbtech.com/index.php
http://suptoursaruba.com/index.php
http://efaroaruba.com/index.php
http://banner_setar_baseball/index.php
http://ingenuityaruba.com/index.php
http://arubamajikfestivite.com/index.php
http://pixadigm.com/index.php
http://bruceharms.com/index.php
http://arubalottery.com/index.php
http://brolaroid.com/index.php
http://comedushi.com/index.php
http://amigoearuba.com/index.php
http://jouverecords.com/index.php
http://Arubasbeer.com/index.php
http://arubaculinairytours.com/index.php
http://arubahotsauce.com/index.php
http://arubamobileguide.com/index.php
http://forumerotheek.com/index.php
http://cheetosurfing.com/index.php
http://urdesignsaruba.com/index.php
http://elka-aruba.com/index.php
http://jpvisser.com/index.php
http://defiantconcepts.net/index.php
http://supforum.info/index.php
http://judoaruba.com/index.php
http://unique-laminations.com/index.php
http://mantbraca.com/index.php
http://flipflopsuites.com/index.php
http://sup.bruceharms.com/index.php
http://touche-music.com/index.php
http://docopleidingen.com/index.php
http://acousticmusicloops.com/index.php
http://mantbraga.com/index.php
http://extremehome-aruba.com/index.php
http://radicalstate.com/index.php
http://switchfoundation.org/index.php
http://gregorypantophlet/index.php
http://arubacheapo.com/index.php
http://save.arubaspirit.com/index.php
http://email-aruba.com/index.php
http://stemmatrading.com/index.php


এদিকে, এখনো যে সাইটগুলো হ্যাকড অবস্থায় পাওয়া গেছে, তার অন্যতম হলো-

http://bjpngocellpunjab.com/
http://www.bjpcg.com/AdvImage/
http://drramansingh.in
http://atalbiharivajpayee.in

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

ঢাকাবাসী বলেছেন: যাদের বলার কথা সেই বাং সরকার তো চুপচাপ !

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের মূখে ভারত প্রেমের রসে ভরা...

তাই মুক্তিযুদ্ধের চেতনার কথা এখন আর বলৈ না
এখন আর স্বাধীনতার চেতনা জজবা জাগায় না...

শেইম...

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

রইসউদ্দিন গায়েন বলেছেন: ভারত অসাম্প্রদায়িক,অহিংসক দেশ ব'লে সারা বিম্বের কাছে সুপরিচিত। এ দেশ সব মানুষের।কিন্তু বিজেপি নামের এই অদ্ভুত হিন্দুত্ববাদী দলটি সাম্প্রদায়িক হিংসার বীজ ছড়িয়ে, ভারতমাতাকে কলঙ্কিত করেছে।বাবরী মসজিদ ধ্বংস সেই হিংসার প্রত্যক্ষ প্রমাণ।বিজেপি'র এই অদ্ভুত মানব-বিদ্বেষী মনোভাবের জন্য,২০০২ খৃস্টাব্দে গুজরাত-দাঙ্গা সংঘটিত হয় সুপরিকল্পিতভাবে।এসব কারো অজানা নয়।লেখকের কথায় বিজেপি'র বাংলাদেশ-বিরোধী মনোভাব এখন স্পষ্ট।তাই এসব হ্যাকট হওয়াই স্বাভাবিক।যে কোনো দেশ তার সার্বভৌমত্বের উপর আঘাত কখনো সহ্য করবে না।লেখককে ধন্যবাদ,এমন একটি সংবেদনশীল বিষয় প্রকাশ করার জন্য।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাইরে যেটা শো অফ করে ওটা তাদের কর্পোরেট ব্রান্ডিং! ফেইক!!!

আর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক হিংসার বীজ ছড়িয়ে যে মৌলবাদী বিজেপি বর্তমানে জয়ের স্বপ্ন দেখছে-সেটাই অধিক গোড়া ভারতীয়দের পরিচয়!!!

যে কোনো দেশ তার সার্বভৌমত্বের উপর আঘাত কখনো সহ্য করবে না।

কিন্তু বড়ই অবাক হই দু:খ পাই চেতনার ব্যবসায়ী সরকার কি ভয়ানক নিরব!!!!!!!!

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩

ফেরদাউস আল আমিন বলেছেন: এই সরকার ভারত বান্ধব সরকার, তা তো সকলেই জানে। তবে বন্ধু বন্ধুকে অপমান করবে, তা মেনে নেয়া যায় না।

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থা দৃষ্টেতো তাই মনে হচ্ছে!!!!


একটা বিবৃতিও নেই। প্রতিবাদতো দূরের কথা।

যারা বলতো আওয়ামীলীগ আসলে দেশে ভারত হয়ে যাবে-এইটা বিএনপির প্রোপাগান্ডা- কইহে সুশীল চেতনাবাজরা!!!! এরপরও কি তোমাদের ভান্ডে কু-যুক্তি কিছু আছে?????????

৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩

জগ বলেছেন: ভাল একটা কাম করছে আমাদের হ্যাকার দেশপ্রেমিকরা

স্যালুট

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ট্রু স্যালুট!

যতবার শকুনেরা দেবে নজর এই বাংলায়
ততবার তাদের উঠে যাবে নাভিশ্বাস পালাই পালাই!!!!

৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দরকার আছে। বেশি বাড় বাড়ছে মূর্খ শিবসেনা বিজেপি নেতাগুলোর। একমাত্র ধর্মপুঁজি ব্যবসায়ী জামাতি-শিবসেনা হাঁড়িপাতিলের মুখেই এমন কথা শোভা পায়।

সব সময় ফুল দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে কোমর বেড়ায়া লাথি মারতে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোরআনে বলেছে না- তারা বিশ্বাসিদের প্রতি কোমল, দয়াদ্র, কিন্তু অবিশ্বাসীদের প্রতি শত্রুর প্রতি কঠোর....


তাদের অন্তরে যেন ভিতি তৈরী হয়। নাম শুনলেই যেন কেঁপে ওঠে, মন্দ, শত্রু আর অশুভ আত্মারা- এমন দৃঢ়তাইতো প্রতিষ্ঠিত করতে হবে।

নইলে -দাদাদের যেভাবে দিচ্ছেন; ক'দিন পর চালও থাকবেনা চুলোতো দূরের;)

৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩

সংগ্রামী বালক বলেছেন: আমাদের এই বীর সাইবার হ্যাকারদের জন্য রইলো স্যালুট

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিবাদ হোক প্রযোজ্য সকল ক্ষেত্র থেকে।

যার যা আছে তাই নিয়া সাম্রাজ্যবাদের প্রতিরোধ করতে হবে।

স্যালুট স্যালুট হাজার স্যালুট
সকল হ্যাকার গণে
আমার হৃদয় গেয়ে যেতে চায়
তাদের সবার সম্মানে ;) :):):)

৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কনগ্রাটজ!

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.