নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

হে বাংলাদেশ ! নতুন করে চিনো আমায় ,আমি কামলানামক নতুন শ্রমদাস।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯


যদি বলি বাংলাদেশে সবচেয়ে ঘৃণিত কারা ?
সাত পাঁচ না ভেবেই চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় । গার্মেন্টস শ্রমিক ও বিদেশে যারা কামলা দেয়।
এবার যদি বলি বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে কার অবদান বেশি? এখানেও চোখ বন্ধ করে বলে দেওয়া যায় । সকাল বেলায় যারা টিফিন ক্যারীয়ার নিয়ে ৪০ টাকা দামের স্যান্ডেল পরে পায়ে হেটে মিছিলের মতো যেসব গার্মেন্টস শ্রমীক কাজে যায় ও বিদেশে বিভুয়ে নিজের গায়ের রক্তকে পানি করে ঘাম ঝড়িয়ে দিনের পর দিন শত অবহেলা অপমানে মুখ বুঝে সহ্য করে বিদেশে কামলা দিয়ে যে দেশে টাকা পাঠায় ।সেই কামলা ও গার্মেন্টসের শ্রমিকদের অবদানেই দেশের অর্থনীতিতে সব চেয়ে বেশি অবদান । এক কথায় যাদের কারণে অর্থনীতির চাকাটা ঘুরছে।
আপনি দেশের ব্যাংকে বা সরকারী প্রতিষ্ঠানে কাজ করে বেতন নিচ্ছেন ।
আপনার এই বেতনটা শুধু হাতবদল হচ্ছে । সরকারের তহবিল থেকে আপনার পকেটে । মানে যেমনটি দাঁড়ায় আপনার ডান পকেট থেকে বাম পকেটে যাওয়ার মতো ।
মাথায় ঢুকে নাইতো ? আপনার এক হাতের তালু থেকে আরেক হাতের তালুতে যাওয়ার মতো । এই এখানে আপনার ব্যক্তির কোনো লাভ ও লোকসান কিছু হয়েছে ? হয় নাই ।
এখন কেউ যদি আপনাকে বাহির থেকে আপনার হাতের তালুতে কিছু টাকা ধড়িয়ে দেয় । দেখেন কিভাবে আপনার হাতের টাকা বেড়ে গেলো ।এই যে টাকাটা বেড়ে গেলো । এইবার ব্যক্তি আপনি থেকে দেশের কথাটা ভাবুন । কিভাবে দেশের টাকা বৃদ্ধি পায় ? এই দেশের টাকাটা বৃদ্ধিতে যাদের অবদান । তারা আর কেউ না । আপনাদের চোখে সবচেয়ে ঘৃণিত বিদেশি কামলা আর গার্মেন্টস ওয়ার্কার।
দেশে এতো ব্যাংক ও টেলিভিশন থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানে আপনি যখন কোট টাই পরে অফিস করছেন । এইবার ভাবুন কাঁদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আপনার অফিস। কাঁদের টাকায় আপনি পরছেন কোট টাই?
এই কামলারা আছে বলেই দেশের রিজার্ভ আজ আকাশ ছুয়েছে। এই কামলারা আছে বলেই নিজস্ব টাকায় হচ্ছে পদ্মা সেতুঁ । এই কামলারা আছে বলেই দেশে আজ অর্ধশতের উপরে ব্যাংক । এই কামলারা আছে বলেই ছোট্ট একটি দেশে ত্রিশটির বেশি টিভি চ্যানেল। এই কামলারা আছে বলেই আপনাদের বেতন সরকার একলাফে দ্বিগুন । এই কামলাদের কারোনেই দেশের এত বড় একটি বিমান বন্দর সচল ।
এই কামলারাই আপনাদের একটি স্বপ্নের বাংলাদেশ বাস্তবে এনে দিয়েছে, বিনিময়ে এই কামলাদের আপনারা কি দিয়েছেন ?
হে বাংলাদেশ ! যাদের অর্থে তুমি আজ মধ্যম আয়ের বাংলাদেশ । তাদেরকে তুমি কি দিয়েছো?
বিনিময়ে তোমার কাছ থেকে পেয়েছে দালালদের মাধ্যমে সর্বোস্থ খোয়ানো। বিমান বন্দরে পাশবিক ব্যবহার। মানুষের ঘৃণা ,লাঞ্ছনা ও আপমাণ সর্বশেষ এই কামলা উপাধী
দুহাত ভরে শুধু তোমাকে দিলো ।কিছুই পায়নি ।।
চোখের জলে ভিজিয়েছে অন্যদেশের মরু।
তাদের মধ্যে ভিত ঘরেছে নতুন সভ্যতা।
চোখ মেলে শুধু চেয়ে থাকে হাসতে ভুলে যাওয়া কামলা নামক নতুন শ্রমদাস।।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন পেশাকেই ছোট করে দেখা উচিৎ নয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

চরিত্রহীন মোড়ল বলেছেন: সহমত।।ধন্যবাদ

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গ্রাম থেকে এসেছে বলেও নিচু করে দেখা হয়!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

চরিত্রহীন মোড়ল বলেছেন: কদম মনের কথা ভাই। একবার শহরে বেরাতে গিয়েছিলাম। পরিচয় করিয়ে দিচ্ছে গ্রাম থেকে এসেছে.।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ভুয়া মফিজ বলেছেন: দেশটার নাম বাংলাদেশ। গড়ে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষের অাবাসভূমি। আপনি এর চাইতে ভিন্ন আর কি আশা করেন?

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মহামোহপাধ্যায় বলেছেন: ঠিকইতো বাংলাদেশের সবচাইতে গৃনিত প্রাবাশী শ্রমিকারাই যাদের পাঠানো রেমিটেন্সেই আজ বাংলাদেশে মেরুদন্ড এখনো এতটা সোজা।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ জন আউল ফাউল কথা বলে। তাই বলে সবাই অশ্রদ্ধা করে না প্রবাসী আর গার্মেন্টস কর্মীদের...

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

চরিত্রহীন মোড়ল বলেছেন: ভাই উলটো করে বলেন।২/১ একজন সম্মান দেয় বাকী সব ঠিকই অশ্রদ্ধা করে

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান প্রবাসীদের।

কোন কাজকেই ছোট করে দেখা উচিত না।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

চরিত্রহীন মোড়ল বলেছেন: কবে আমাদের দৃষ্টিভংগি পরিবর্তণ হবে ।।কে জানে।।ধন্যবাদ ভাই

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১৫

সোহানী বলেছেন: হাঁ, প্রবাসী কল্যাণ নামের একটা মন্ত্রনালয় আছে। স্যুট টাই পড়ে অফিসে যায় অার কিভাবে এ কামলাদের কাছ থেকে হয়রানী করে আরো কিছু আদায় করা যায় তার চিন্তায় ও কর্মে ব্যাস্ত থাকে। বিমান নামের একটা সংস্থা আছে। কিভাবে কামলাদের কাছ থেকে বিমান বন্দরে আরো কিছু আদায় করা যায় তার চিন্তায় ও কর্ম ব্যাস্ত থাকে। এমন কি একটি ও প্রকল্প কেউ দেখাতে পারবে যা দিয়ে গার্মেন্টস বা প্রবাসী শ্রমীকদের জন্য কিছু করার চিন্তা করছে সরকার!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

চরিত্রহীন মোড়ল বলেছেন: শিক্ষিত নামে লুটেরা বাংলাদেশ টাকে খেয়ে দিলো

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

আমি তনুর ভাই বলেছেন:
মডার্ন স্লেভারি

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

হাতুরে গোয়েন্দা বলেছেন: মানুষের বিবেক তো বিকিয়ে ফেলেছে তাই দেশের এই অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.