নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

এখন আর কেউ আগের মতো লেখেনা !

১৪ ই জুন, ২০১৯ রাত ১:২২

আমি মূলত একজন পাঠক ।।আগে অনেক লেখা আসত এখন আর আগের মতোন আসেনা ।। তাই ব্লগেও আগের মতোন লগিং করা হয় না ।এটা ঠিক আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে তাই বলে কি এতো ?
আগে ঘন্টায় ঘন্টায় পোস্ট হতো এখন দিনে দিনেও পোস্ট হতে চায় না ।।কেন ?
ব্লগ করে কি এখন আর কেউ মজা পায়না নাকি বিদেশী টয়লেট ব্যবহারের সুযোগ কমে গেছে।।?
জাতির কাছে প্রশ্ন রেখে আজ বিদায় প্রিতিবি।।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৯ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি নিজেও তো লিখতে পারেন।

২| ১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৪৮

মনস্বিনী বলেছেন: এই তো মোড়ল লিখল।

৩| ১৪ ই জুন, ২০১৯ সকাল ৯:৩০

চাঙ্কু বলেছেন: ব্লগে শুরুর দিকে প্রচুর মেধাবী গদ্যকার ছিল। এখন তাদের কাউকেই ব্লগে দেখি না। কোয়ালিটি লেখা আসলেই অনেক কমে গেছে।

৪| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: চরিত্রহীন মোড়ল,




আপনি কি চোখের সামনে প্রথম পাতাতেই জ্বলজ্বল করা "দৃষ্টি আকর্ষন" লেখাটি দেখেন নি ?????????
অথচ আপনি বলেছেন, আপনি মূলত একজন পাঠক!
তাহলেই পরিষ্কার হতো, কেন ব্লগে আগের মতো লেখা নেই, নেই ব্লগারদের উপস্থিতি।

৫| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১০:৫১

টারজান০০০০৭ বলেছেন: ব্লগ ছিল এক প্রজন্মের , এখন আরেক প্রজন্ম আসিয়া অন্য কোথাও লিখিতেছে , আড্ডা দিতেছে , সমৃদ্ধ করিতেছে !

ব্লগ সম্ভবত খুব বেশিদিন টিকিবে না ! বিকল্প কি হইবে তাহাই ভাবিতেছি !

৬| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১১:২৯

জুন বলেছেন: সামুর এই দুর্দিনেও তারপরেও অনেকে লিখে চলেছে সামুর প্রতি ভালোবাসার টানে ।
আগে দু চারদিনে একবার উকি দিতাম এখন প্রায় সময় লগ থাকি শুধুমাত্র সামুর প্রতি কৃতজ্ঞতায় যে আমাকে সামান্য বিষয় নিয়েও কিছু না কিছু লেখার সুযোগ করে দিয়েছে ।

৭| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: সবাই চেষ্টা করে চলুন, কিছু না কিছু লিখতে।
তবে, সব কিছুরই তো একটা আয়ু আছে!

৮| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: মানুষ যেন লিখতে না পারে তাই সামু বাংলাদেশে বন্ধ।
অল্প কিছু মানুষ ভিপিএন দিয়ে অতি কষ্টে ব্লগ চালাচ্ছে।
ব্লগের এই করুন পরিস্থির জন্য সরকার দায়ী। ভবিষ্যতে সরকারকে এ জন্য জবান দিতে হবে।

আমার এলাকায় গত ১২ তারিখ সামুতে খুব সহজেই প্রবেশ করতে পেরেছিলাম। আবার বন্ধ করে দিয়েছে।

৯| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আসুন আমরা সবাই মিলে সামুকে আবার জাগিয়ে তুলি।

১০| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:১১

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনিও লিখুন,নতুন লেখকরা সাধ্যমতো চেষ্টা করছে লিখতে।

১১| ১৪ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও আগে পোস্ট দিতাম কম। ইদানিং বেশি দেই, বল্গ ভালোবাসি তাই। ভালো লেখা আসবে না কেনো, ফাক্বক ফোকরে লেখা চলে যায়, ঘেটে ঘুটে দেখেন, পাবেন নিশ্চয়ই

১২| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি পড়তে পছন্দ করি। তারপর পছন্দ করি লিখতে। তারপর পছন্দ করি পড়তে পড়তে এবং পড়তে ।

১৩| ১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

হেডলাইনটি দেখে আগ্রহ বশোতো আপনার পোস্টে আসা। গত দু-তিন মাস যাবত আমাদের সবার প্রিয় সামু ব্লগের ক্রান্তি জনিত সমস্যা এখন সর্বজনবিদিত। আপনি সমস্যার মূলে যদি বিষয়টি উল্লেখ করতেন শুনতে ভাল লাগতো। কিন্তু আপনার অভিযোগ যেহেতু কোয়ালিটির অবনমন নিয়ে । আমার ক্ষুদ্র ব্লগিং জীবনে যে বিষয়টি আমার চোখে না পড়াটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে আগ্রহ বশোতো আপনার পরিসংখ্যানটি দেখে নিলাম। আপনার ব্লগিং পারফরম্যান্স কিন্তু একজন ভালো পাঠকের এর তথ্য দিচ্ছে না।
পোস্টার হেডলাইনটি দেখে আগ্রহ বশোতো আপনার পোস্টে আসা। গত দু-তিন মাস যাবত আমাদের সবার প্রিয় সামু ব্লগের ক্রান্তি জনিত সমস্যা সর্বজনবিদিত। আপনি সমস্যার মূলে যদি বিষয়টি উল্লেখ করতেন শুনতে ভাল লাগতো। কিন্তু আপনার অভিযোগ যেহেতু কোয়ালিটির অবনমন ঘটেছে। সে ক্ষেত্রে আগ্রহ বশোতো আপনার পরিসংখ্যানটি দেখে নিলাম। আপনার ব্লগিং পারফরম্যান্স কিন্তু একজন ভালো পাঠকেরও তথ্য দিচ্ছে না।


নভেম্বর থেকে এ পর্যন্ত মাত্র 3 টি পোস্ট দিয়েছেন। পাঠক হিসাবেও কমেন্ট করেছেন অত্যন্ত কম। অন্তত পরিসংখ্যান সে কথাই বলে। নিজের পোস্টে প্রতিমন্তব্য দেওয়ার ব্যাপারেও আপনার রেকর্ড একেবারেই ভালো নয়। রেকর্ড তুলে কথা বলাটা যদি ব্যক্তি আক্রমণ হয় তাহলে আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। আপনাকে সামান্যতম আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র পোস্টের বিষয়ে সহমত না হতেই বিষয়টি তুলে ধরা।
আপনার দীর্ঘ 8 বছরের ব্লগিং জীবনে কথাটা বলা একেবারেই শোভনীয় নয় জেনেও বলছি মনে যে দোলা চল বয়ে চলুক ব্লগে আসুন অনেক অনেক কমেন্ট করুন। সামুর এই সংকটকালে আমাদের অধিক সময় ব্লগে নিমগ্ন থাকতেই হবে। আমরা গড়ে তুলি মিথস্ক্রিয়ার এক অনন্য নজির।




অনেকগুলো প্রতিমন্তব্য জমে গেছে । এবার দয়া করে একে একে সবগুলির উত্তর দিন।

শুভেচ্ছা নিয়েন।


১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:০০

চরিত্রহীন মোড়ল বলেছেন: পদাতিক দাদা ।।ব্লগ পড়তে কিন্তু লগইন করা লাগেনা।।এইটা মনে হয়ে জানেন না।।দেশ পরিবর্তন করার জন্যে আমার াগের আইডিটি হাড়িয়ে ফেলি । সেই ২০০৯ সাল থেকে সামুতে আছি। সেই কলম দাদুকে নিয়ে ইভেন্ট থেকে .।
ছিদ্র খোজা মানুষের সহজাত বৈশিষ্ট্য ।আর বাঙ্গালীদের তো পেটের ভাত হজম করা লাগে ছিদ্রানেষন করে।

১৪| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: পদাতিক দাদা নথিপত্তর নিয়া কথা বলছেন, আমি তো খালি চাইয়া চাইয়া দেখলাম B:-)

১৫| ১৪ ই জুন, ২০১৯ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেখা আসে, তবে তার সংখ্যা নিতান্তই কম :(

১৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ১২:৫২

এমজেডএফ বলেছেন: ব্লগে ভালো লেখকের যেমন অভাব তেমনি ভালো পাঠকেরও অভাব। ভালো লেখককের লেখায় উৎসাহিত করে মন্তব্য করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.