নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন!

২১ শে জুন, ২০১৯ রাত ১:২২

ইহা একটি শতভাগ বিজ্ঞাপনী পোস্ট। যাহাদের জ্ঞাতার্থে এই পোস্টখানা তাহারা ব্যতীত অন্যসকল সুশীলগণ এই পোস্ট এড়িয়ে চলার অধিকার রাখিয়াছেন ।
সবজনাকে আগাম ধন্যবাদ জ্ঞাপন করিয়াছি।


যাহাদের ফটোতে পড়িতে আপত্তি তাহাদিগের জন্যে এখানে

মনোগ্রাম বা লোগো প্রতিযোগিতাঃ
লোগো একেঁ পুরুষ্কার জিতুন
৩০০০ টাকা।

বাংলাদেশে একটি কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে সম্পূর্ন্ন আবাসিক এবং বৈশ্বিক মানের। যা ২০২১ ইং সাল থেকে শিক্ষা কার্যক্রম চালানোর ইচ্ছা। নিম্নের শর্তাবলী মেনে যে কেউ, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ।
শর্তাবলীঃ
• যে প্রতিযোগী বিজয়ী হবেন তিনি পাবেন বাংলাদেশী টাকায় ৩০০০ টাকা পুরুষ্কার। দ্বিতীয় বা তৃতীয় কিছুই থাকবেনা ।
• যার ডিজাইন পছন্দ হবে তাকেই বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
• বিজয়ীর পুরুষ্কার বিকাশে দেওয়া হবে। যদি কলেজ প্রতিষ্ঠা হয় এবং কলেজ উদ্বোধনের সময় বিশিষ্টজনের উপস্থিতিতে স্মারক স্ক্রেস্ট দেওয়া হবে।
• কলেজ চালু হোক আর না হোক তার পুরুষ্কারের টাকা বিকাশে দেওয়া হবে এবং ডেডলাইনের ৫ দিনের মধ্যে।
উপরোক্ত শর্তাবলী শুদ্ধচার ও সচ্ছতার চর্চা হিসেবেই দেওয়া হয়েছে। উক্ত শর্তবলী যদি আপনার মানতে কোনো আপত্তি নেই তাহলে এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করুনঃ

লোগোর ধরণঃ
Text type: metallic typo এবং 3D ।
কলেজের নামঃ সমতট বিজ্ঞান কলেজ
স্লোগানঃ এখানেই ভবিষ্যতের পুনর্জন্ম ।
আকৃতি: পাশের এই আকৃতিকে ধরেই লোগো বানাতে হবে এবং এর ভিতরে পরিমার্জন করা যাবে।
কি কি থাকবেঃ একটি মশাল, কলম , বিজ্ঞানের প্রতিক এবং মনোরোম প্রকৃতি বুঝাতে গাছের পাতা।
ঐচ্ছিক হিসেবে বই এবং ক্যাপ বা টুপি।
লোগো ডিজাইন পাঠানোর ডেডলাইন ০৭.০৭.২০১৯। বিজয়ী ঘোষণা করা হবে ৫.১০.২০১৯ তারিখে। বিজয়ীকে বিকাশ করা হবে ১২ .৭.২০১৯ইং এর মধ্যে ।
যেকোন প্রয়োজনেঃ
Rahman +13474934599 (Viber)
Logo send here:
[email protected]




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৯ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো লোগো বানাতে পারি না।

২২ শে জুন, ২০১৯ রাত ১০:০৯

চরিত্রহীন মোড়ল বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: হুম, বুঝলাম।

২২ শে জুন, ২০১৯ রাত ১০:০৯

চরিত্রহীন মোড়ল বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

৩| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

২২ শে জুন, ২০১৯ রাত ১০:০৯

চরিত্রহীন মোড়ল বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

৪| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: আমি পারি....

২২ শে জুন, ২০১৯ রাত ১০:১০

চরিত্রহীন মোড়ল বলেছেন: তাহলে পাঠিয়ে দিন .।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.