নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল সূর্য

হ্যাপী

আমি পথিক , আমি শান্ত । ধরণীর বুকে হেটে আমি হব না কভু ক্লান্ত ।

হ্যাপী › বিস্তারিত পোস্টঃ

তুমি,আমি আর দূরত্ব

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সেই কবে কখন বছর কয়েক আগে ।

ছোট ছোট ক্ষুদেবার্তা বিনিময়ে অনাকাঙ্খিত পরিচয় ।

মাঝে মাঝে টুকরো কথা, কথার প্যাচের জটিলতা ।

বন্ধুতাও হয়নি গড়া, খোচাখুচি আগাগোড়া ।

টুকরো টুকরো রাগের ঝড়ে,যোগাযোগের বন্ধ তালা।

ভাবি বসে একা একা বেশ হয়েছে সাজার পালা।

থাক তুমি বল্ক লিস্টে, নির্বাক বন্দি হয়ে ।

কিছুদিন পর পড়লে মনে কেন বল ভীষন ভাবে।

জানি না মুক্তি দিলাম কেন তোমায় কোন ভাবনায়?

তবে কি বাধা পড়েছি? তোমায় এই মন দিয়েছি?

না না হয় না এটা, তোমায় আমি চাই না কাছে।

কেনো তুমি এলে বলো? হৃদয়ে করলে ক্ষত।

যত তুমি যাও যে দূরে,বাধোঁ আরো আপন করে।

অজানা ভালোবাসায় আক্রান্ত অবুঝ দু মন।

তুমি আমি আর দূরত্ব, ভালোবাসার অসীম সত্য।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.