নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল সূর্য

হ্যাপী

আমি পথিক , আমি শান্ত । ধরণীর বুকে হেটে আমি হব না কভু ক্লান্ত ।

হ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আর.আই.পি চ্যানেল আই.

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

ভালোবাসা আর শ্রদ্ধা দেখানোর জিনিস নয়। অনুভব করতে হয়। আরোপিত ভালোবাসা খুবই দৃষ্টিকটূ লাগে। যিনি শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্ব জাহির করবার জন্য কোন বিশেষ মেলা বা দিবষের প্রয়োজন নেই।শুধু আমরা নই আমাদের ভালোবাসাও কর্পোরেট হয়ে গেছে। হিমু মেলা, হিমু দিবস নামক কি এক হাস্যকর অনুষ্ঠান প্রচার করছে চ্যাণেল আই। এই ধরনের আইডিয়া যে ফরিদুর রেজার কর্পোরেট মস্তিষ্কপ্রসূত তা দর্শণসিদ্ধ মানে যে কেউ দেখেই আচঁ করতে পারবে। যে চ্যানেলে আমাদের শহীদ দিবষ , ভাষা দিবষ , স্বাধীনতা আর বীজয় দিবষে স্পেশাল রান্নার অনুষ্ঠান করা হয়, তাদের কাছ থেকে এর বেশী িকছু আশা করা নিতান্তই বোকামী ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০

পাকাচুল বলেছেন: চ্যানেল আই এর বেশিরভাগ অনুষ্ঠানই ভাঁড়ামীপূর্ণ মনে হয়। তারা মনে করে, বাংলার ঐতিহ্য ধরে রাখার একমাত্র বাহক তারাই।

কিছু একটা উপলক্ষ্য হলেই চ্যানেল আই প্রাঙ্গনে মেলা বসায়, আর মেলার আগের দিন চ্যানেল আই অফিসে সংবাদ সম্মেলন। পৌষ মেলা, হেমন্ত মেলা, বসন্ত মেলা, বৈশাখ, শ্রাবণ তাদের মেলার অভাব নাই।

কাকাবাবু সিরিজ নিয়েও তারা ঢাকঢোল পিটাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.