নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল সূর্য

হ্যাপী

আমি পথিক , আমি শান্ত । ধরণীর বুকে হেটে আমি হব না কভু ক্লান্ত ।

হ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমরাই কিন্তু বাংলাদেশ!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

মুক্তিযুদ্ধ দেখি নাই। আমার ভাবতেই অবাক লাগে এই ক্ষমতা পিপাষুদের পূর্বজনরা দেশের জন্য জীবন দিয়েছেন!! আদৌ কী দিয়েছিলেন? সত্যি বিশ্বাস হয় না। কী আমার উপর রাগ হচ্ছে? যদি তাই হয় তবে কেন ঐ একই দেশের ক্ষমতার গদিতে বসার জন্য এরা অবলীলায় নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ? হ্যা হয়তো তাদের কারো আমার ভাই না,বাবা না, মা না অথবা বোন না। কিন্তু কারো তো ভাই, কারো বাবা, কারো মা অথবা বোন। এই প্রানগুলোর কোনোই দাম নেই?? আর কত মানুষের প্রান গেলে হাসিনার মনে হবে যে তার গোয়ারত্তমীর জন্য নিরীহ প্রান বলি হচ্ছে?? আর কত মানুষ আগুনে ঝলসে গেলে খালেদা জিয়ার মনে হবে তার মারমূখী আচরনের বলি কেবলই সাধারন মানুষ?? আজ যদি এই সাধারন আমজনতার মাঝে হাসিনার পুত্র জয়ের শরীরও ৭০% ঝলসে যায় পেট্রোল বোমায়?? যদি খালেদা জিয়ার আদরের নাতনীর গাড়িতে আচমকা আগুন দেওয়া হয়? তখনও কি আপনারা এমন অনড় থাকবেন? কী থাকবেন? যদি না পারেন তাহলে আপনাদেরকে অধিকার কে দিয়েছে আমাদের রক্ত নিয়ে হলি খেলার? আপনারাও জন্মসূত্রেই দেশের নাগরিক। ঠিক তেমনি করে আমরাও। আপনাদের বাবা এবং স্বামী স্বাধীনতা যুদ্ধে অিস্মরনীয় অবদান রেখেছেন। জাতি তা আজও মনে েখেছে। তবে আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের বাবা ,চাচারাও স্বশরীরে লড়াই করেছেন। আমরা আপনাদের মুল্যায়ন কেবল করেই যাব অথচ মূল্যায়িত হব না। এমন কোন চুক্তি কী দেশবাসী কখনও কোনদিন করেছিলো? আপনাদের কাছে অনুরোধ আমাদের ধৈয্যের পরীক্ষা নেবেন না। ক্ষমতা থেকে টেনে নামিয়ে ভুলন্ঠিত করার নজির কিন্তু বিরল নয়। দেয়ালে যদি পীঠ ঠেকে যায় তবে ঘুড়ে দারাবার জন্য কিন্তু জনগন নয়-ছয় ভাববে না। শুধু স্বজোরে ধাক্কা দেবে। আপনারা ধাক্কা সামলাতে তৈরী তো ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

নীলতিমি বলেছেন: সংশোধনী:

আমরাই আবাল ! /:) /:)

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

জাহাঙ্গীর জান বলেছেন: শেখ মজিব আর জেনারেল জিয়া দেশের জন্য কিছুই করতে পারেনি সাদ্দামএর মত হাক আওয়াজ করেছেন দেশ আজাদ করেছেন সাধারণ পাব্লিক।

৩| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:১০

আলী আকবার লিটন বলেছেন: এমন আবেগ দিয়ে ভাবতে পারি বলেই আমরা মানুষ রাজনীতিবিদ নই ।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.