নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল সূর্য

হ্যাপী

আমি পথিক , আমি শান্ত । ধরণীর বুকে হেটে আমি হব না কভু ক্লান্ত ।

হ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমাতে তুমি

২২ শে মে, ২০১৫ ভোর ৬:২২

আসো তোমায় শেখাই আমি কেমন করে শ্বাস নিতে হয়।
আসো তোমায় দেখাই আমি বন্দি ঘরে হারিয়ে যাওয়ার নেই কোন ভয়।
পাশে বসো দেখাই তোমায় কেমন করে আঁকলে পরে স্বপ্নগুলো নীল রঙা হয়।
হাতটা বাড়াও দেই ছুঁয়ে দেই আমার মত একটু তোমায়।
সামনে এসো দেখাই তোমায় চোখের কোনের নিশান আধার।
চুপটি করে একটুখানি দাও ছুঁয়ে দেও মনের ভিতর ব্যাথার পাহাড়।
দেখবে তুমি কতো নদি এই মোহনায়, সাগর জলে আছড়ে পরে।
বলছি শোন এই আকাশে বিনা মেঘেই অঝোর ধারায় শ্রাবন ঝড়ে।
ভিজবে তুমি আমার মত একটুখানি আমার এই লোনা জলে?
এদিক ফিরো তাকিয়ে দেখ আয়নাতে কার মুখ দেখা যায়?
ধরবে বুঝি? হাত বাড়ালে মৃণ্ময়ী ওই বিষাধ কালো।
কাছে এসো, তাকিয়ে দেখি কপালে ওই হারিয়ে ফেলার ভাজ দেখা যায়।
হাতটা ধর, দেখাই তোমায় কেমন করে বাঁধতে যে হয়।
শক্ত করে ধরলে বুঝি আশার জমিন পোক্ত কি হয়?
আসো শেখাই হারিয়ে হাজার, কেমন করে সুখ পেতে হয়।
শুনবে নাকি? কানটা পাতো বুকের মাঝে, ওই যে শোন লাল লহূরা গান গেয়ে যায়।
দেখবে নাকি? ফুসফুসে ওই গুলগুলিরা কেমন করে বাষ্প ফোটায়।
নিউরনেরা পেলে খবর শিরায় শিরায় অগ্নি ঝড়ায়।
দেখবে নাকি ?আমার ভেতর কেমন করে তোমায় রাখি?
ভয় পেয়ো না তোমায় দেখে তোমার চেয়েও আমার ভিতর।
দেখবে চলো আমার ভেতর আমার চেয়েও তোমার শিকড়।
বসবে নাকি? এই উঠোনে নিজ বৃক্ষের ছায়া তলে?
পা ভেজাবে? দেব তুলে শিশির নরম অশ্রু জলে
দেখবে নাকি কেমন করে আলতো করে খোঁপায় রাখি?
রোজ বুননে খাস যতনে , চুপটি করে আঁচলে ঢাকি।
বেশতো এবার দিব্যি করে দাও বলে দাও,
তোমার ভেতর তুমি বলে আর কিছু কি রইলো বাকী?
আমি ছাড়া তোমার ভেতর নেই কিছু নেই, মিথ্যে মায়া ভীষণ ফাকি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ ভোর ৬:৩৮

মৃত্যুর পায়রা বলেছেন: আমি ছাড়া তোমার ভেতর নেই কিছু নেই ,
মিথ্যে মায়া ভীষণ ফাকি।

চমৎকার।

২| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৪৪

হ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৪৭

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

+++

৪| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৫৩

হ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

মুহা:ওবায়দুল হক বলেছেন: ভালো লাগল

৬| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

হ্যাপী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.