নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সোনা বীজ

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৩২









তোমার হৃদয়ে বুনে ছিলাম ভালবাসার সোনা বীজ

কিছু আলো , কিছু বাতাস , কিছু জল , কিছু মায়া , কিছু প্রার্থনা

যা সচরাচর দিই , দিয়েছিলাম হয়ত

কিছুদিন তাকিয়ে থেকে থেকে

তারপর ভুলে গেছি

সময়ের ফেরে , ব্যস্ততার ভিড়ে

আরো আরো দুঃখ বেদনায় , জীবনের তাপে মরুভূমিতে

ঝড়ে , বাদলে , আরো হাসিতে উচ্ছ্বাসে

আরো কিসে কিসে

যেমন থাকি আর কি

যেমন থাকার নিয়তি

সময়ের ধুলো পড়ে গেছে আমদের মাঝে

এরপর হঠাত

হঠাৎ তুমি এলে স্বর্ণ চাঁপা হাতে

আরে এতো সেই প্রেম

এতো সেই প্রেম

আমার সোনা বীজ , ভালবাসার সোনা বীজ

কবে হয়েছে অঙ্কুরিত

কবে ফুটেছে ফুল ??

কোন একদিন বুনেছিলাম তোমার হৃদয়ে

তবে চল দ্রুত যাই

ভালবাসার উপর বিশ্বাস হারানো ওই ওকে

চল গিয়ে বলি

ভালবাসা মরে না ।

ফুল ফুটবে ই ।





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: বাহঃ ভালোবাসা মরেনা, ফুল ফুটবেই।
তাড়াতাড়িই ফুটুক।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ ।
খেয়া ঘাটে ভিড়ুক রংগীন সাম্পান । :) :)

২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: ফুল ফুটুক আর রঙ্গিন সাম্পান ভীরুক

কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না ... :||
তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

দুঃখী__ বন্ধু বলেছেন: জগতের সকল প্রাণী সুখী হোক , বললে মনে হয় বেশী ভাল হত ।:P

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:০৩

নাছির84 বলেছেন: ভাল লেগেছে। আপনার ফুল চিরজীবি হোক।

২২ শে জুন, ২০১৩ রাত ৮:২০

দুঃখী__ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । :) :) :)

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++

সাথে শুভকামনা।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১০

দুঃখী__ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ , ভাইয়া ।

ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.