নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

দেখি কি করে দূরে থাক তুমি

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

যখন তপ্ত মাটিতে

ঝির ঝির করে বৃষ্টি নেমে যাবে

বৃষ্টিকে বুকে জড়িয়ে

মাটি ভালবাসার পাগল করা গন্ধ ছড়িয়ে দেবে



তার এক শিশি পারফিউম

তোমাকে আমি দেব

দেখি কি করে দূরে থাক তুমি ?



ঐ ঘ্রাণ তোমাকে স্পর্শ করবে

উথাল পাথাল হাহাকারে ডুবিয়ে দিয়ে

জানিয়ে দেবে

একা থাকতে নেই।

এমন সুরভীতে ,

প্রিয়জনের নিঃশ্বাসে ,

মিশিয়ে দিতে হয় নিজের নিঃশ্বাস ।

প্রিয়জনের বিশ্বাসে ,

মিশিয়ে দিতে হয় নিজের বিশ্বাস

তাই তুমি

আমাকে ছাড়া কিছুই ভাবতে পারবেনা ।



বৃষ্টি যেমন অভিকর্ষজ ত্বরণে

নিচেই ছুটে আসে

তুমি ছুটে আসবে ।

আর আমি

আমি তপ্ত মাটি হয়ে

তোমাকে বুকে ধারণ করব ।।

ভালবাসার সুরভী ছড়িয়ে

নিশ্বাসে , বিশ্বাসে একাকার হয়ে যাব ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: যখন তপ্ত মাটিতে
ঝির ঝির করে বৃষ্টি নেমে যাবে
বৃষ্টিকে বুকে জড়িয়ে
মাটি ভালবাসার পাগল করা গন্ধ ছড়িয়ে দেবে

তার এক শিশি পারফিউম
তোমাকে আমি দেব
দেখি কি করে দূরে থাক তুমি ?




অপূর্ব .........।।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

দুঃখী__ বন্ধু বলেছেন: এক শিশি পারফিউম আর ধইন্যা পাতা দুটোই নেন ।




২| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: বাহঃ খুব সুন্দর। খুউউব সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

দুঃখী__ বন্ধু বলেছেন: ধইন্যা পাতা নেন , সালাদে দিয়ে খেয়ে ফেলবেন , রান্না করতে না পারলে ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ আবেগ দিয়ে লিখা । শুদ্ধ আবেগ ।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:২২

দুঃখী__ বন্ধু বলেছেন: আবেগ টা ছুঁয়ে যায় কয় জনাকে ? কেই বা অনুধাবন করে ?


আর তাই বিনম্র ধন্যবাদ । :)

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

আরজু পনি বলেছেন:

ভালোবাসার কী দারুণ শৈল্পিক প্রকাশ !

খুব সুন্দর ।।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:২০

দুঃখী__ বন্ধু বলেছেন: পনি আপু , আপনার প্রশংসা পাওয়া অবশ্যই বেশি কিছু আমার জন্য । :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

দুঃখিত বলেছেন: নতুন লেখা কই ? কবে পাবো ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

দুঃখী__ বন্ধু বলেছেন: কত কথাই তো মনে আসে , কিন্তু ঠিক কবিতা হয়ে উঠেনা । আপনার কাজ শেষ হল ?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৮

দুঃখিত বলেছেন: কিসের কাজ ? :-*

৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

ইমিনা বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল। প্রতিটি লাইনে মুগ্ধতা ছড়িয়ে রয়েছে :) :)

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

দুঃখী__ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ ইমিনা আপু। :)

৮| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

খাইছে আপনে কবিতাও লেখেন নাকি ? আগে জানতাম নাতো :)

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১

দুঃখী__ বন্ধু বলেছেন: ইহা কোন কবিতা হইলো? আপনি না হয় মাফ করে দিসেন, ব্লগের আর কবিরা ইহাকে কবিতা বললে জরিমানা করে বসবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.