নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৮


চিরকুটে লেখা ছিল-- দেখা হবে।
মাটির নিচের কোন ঘর থেকে শীতার্ত ভোরে এক
ভেসে এলো সে কথা দীর্ঘ অবকাশে।

ঘর পালানোর বাহানা-- সে আমার ছিল, আবারো ঘরে
আটকে থেকে বুক ভার ভার; শরীর থেকে মাংস খসে যেতে যেতে
মনে হয়, বাকি রয়ে গেলো কতকিছু! লেনদেন, প্রতিজ্ঞা অসার।

এই কেউ কেউ খুব ভাল আছে; সহজিয়া গতদিনে
গুনে গেছে পার্থিব সুখ-- কড়ি, মাটি, চন্দন। লিখে গেছে প্রাণের কথা,
গেয়েছে আমারই গান, নিয়ে গেছে প্রেম।

গলে যেতে যেতে ভাবি, শল্যবিদের নিখুঁত ছুরির
ব্যবচ্ছেদ চর্ম-অস্থি-মজ্জায় শুধু, বোঝেনি অন্তর্দোলা, ছল ছল মাতম।
হিমরাত্তির তৃতীয়যামে-- স্বর্ণমন্দিরের চূড়ো বেয়ে নেমে আসা
সুখের গুঁড়ো হলুদাভ রশ্মি এক; অপেক্ষমান শাদা ঘোড়াও
কম্পমান, অশ্রুত সুর ঢেকে যায় ভস্মে।

জানি গমগমে বৃষ্টি ধুয়ে নেবে ঘাসফুলের ম্লানতা একদিন,
কোমল রাঙা পা'দুটো রুশ উপকথা জুড়ে প্রিয়তম হাত ছুঁয়ে
হেঁটে বেড়াবে ২২৪ পাতাময়, অথবা, আমারই বুকের ওপর।

শুধু ফিরে গেছি আমি-- কোনদিন, কিছু বর্ণের ঝলক
বাতাস-ব্যঞ্জনা ভুলে, শুধু "দেখা হবে" জেনে, শূন্য চক্ষুকোটর
আটকে থাকে সেপিয়া চিরকুটে।

আমার হাড়ের ছাড়পত্র জানে-- সহস্র ক্রোশ দূর থেকে
নিরুপম আঙুল এক ছুঁয়েছিল চিবুক তোমার।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫১

দর্পণ বলেছেন: দারুন কাব্য বৃতি।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬

বৃতি বলেছেন: থ্যাংকস, দর্পণ। শুভেচ্ছা জানবেন :)

২| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৭

যোগী বলেছেন:
অনেকখানি হরর মনে হলো। শরীর থেকে মাংস খসে খসে যাওয়া, পড়ে কেমন যেন লাগছে :(

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২

বৃতি বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমি হাসছি, যোগী। চিন্তাভাবনায় কবিতার ভাবমূর্তির বারোটা বাজায় দিসেন, শেষ পর্যন্ত হরর???!!!
=p~ =p~ =p~

৩| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৮

কালের সময় বলেছেন: সুন্দর কাব্য আপু ভালো লাগলো ।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩

বৃতি বলেছেন: থ্যাংকস, কালের সময় :)

৪| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
একজন ব্যর্থ প্রেমিকের গল্প?? নাকি অকালে হারিয়ে যাওয়া কারো প্রিয় মানুষ?? যাইহোক, আপনার শব্দগুলো সাজানোর সমন্বয় বেশ গভীর অনুভুতি সৃষ্টি করছে। আপনি লেখা বরাবরই পাঠক হিসেবে আনন্দ দেয়।

আপনাকে ব্লগে আবারও দেখে ভালো লাগছে। শুভেচ্ছা জানবেন।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ২:০২

বৃতি বলেছেন: আসলে প্রেমিকদেরকে আমি কখনও ব্যর্থ ভাবি না। তাদের পাওয়াতে ব্যর্থতা থাকলে থাকতে পারে- কিন্তু প্রেমটা তো সত্যি। অকালে কোনভাবে হারিয়ে যাওয়া এক প্রেমিকের কিছু না পাওয়ার কথাই মনে হয় বলতে চেয়েছি এখানে :)

থ্যাংকস, কাভা :)

৫| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৮

জুন বলেছেন: খুব ভাললাগলো বৃতি ।
+

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯

বৃতি বলেছেন: থ্যাংকস, জুন আপু :)

৬| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১০

সুমন কর বলেছেন: অন্য রকম ভালো লাগল। একটু কঠিনও :(


আচ্ছা, এখানে তৃতীয়যামে মানে কি?

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

বৃতি বলেছেন: রাতের একটি বিশেষ প্রহর :)
কঠিন লাগলো কেন ভাইয়া? :(

৭| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

যোগী বলেছেন:
আরে কম বুঝলে যা হয় :) আমি একথা বার বারি বলি :(

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

বৃতি বলেছেন: আপনি কম বুঝেছেন সেটা মিন করিনি যোগী। আমি একটা দুঃখী দুঃখী কবিতা লিখতে চাইলাম, কিন্তু আপনার কাছে সেটা হরর কবিতা মনে হলে এর দায় ভার সম্পূর্ণ আমার। আমার লিখা নিয়েই আমি হাসলাম। আশা করি এবার বুঝেছেন :)

৮| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৩

যোগী বলেছেন: আর সবার কথা ধরতে নাই।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

বৃতি বলেছেন: ছাড়ব কেন? সবার কথাই ধরতে হবে X(

৯| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর বৃতিমনি!!!!!!!!:)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

বৃতি বলেছেন: থ্যাংকস, শায়মা আপু :)

১০| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

১১| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

লাবনী আক্তার বলেছেন: শুধু ফিরে গেছি আমি- কোনদিন, কিছু বর্ণের ঝলক
বাতাস-ব্যঞ্জনা ভুলে, শুধু "দেখা হবে"- জেনে, শুন্য চক্ষুকোটর
আটকে থাকে সেপিয়া চিরকুটে।


আহ! কি কবিতা। কয়েকবার পড়লাম। মুগ্ধতা রেখে গেলাম।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:১২

বৃতি বলেছেন: ধন্যবাদ, লাবনী আপু :)
ভালো থাকবেন।

১২| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৬

বৃশ্চিক বলেছেন: বহুদিন পরে.. সামহয়ারে..
দেখা অপূর্ব এক কবিতার সাথে
অবয়বে বিভ্রান্তির বয়স কই?
কল্পনার বেয়নেট শুধু চিরে গেলো
প্রায় পুরোটা ভেতর...

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:২০

বৃতি বলেছেন: ধন্যবাদ, বৃশ্চিক। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো :)

১৩| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার হাড়ের ছাড়পত্র জানে- সহস্র ক্রোশ দূর থেকে
নিরুপম আঙুল এক ছুঁয়েছিল চিবুক তোমার।
+++

ব্যর্থপ্রেমিকের আত্মার আর্তনাদ মনে হয়েছে কবিতাটি। ভালো লেগেছে। ভালো থাকুন সবসময়, শুভকামনা।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:২১

বৃতি বলেছেন: শুভেচ্ছা থাকলো আপনার জন্যও, বোকা মানুষ বলতে চায় :)

১৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো।

শুভকামনা থাকছে। অনিঃশেষ।

নিরুপম আঙুল এক ছুঁয়েছিল চিবুক তোমার

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:২২

বৃতি বলেছেন: ধন্যবাদ দীপংকর :) আপনার জন্যও অনেক শুভকামনা।

১৫| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:২৩

বৃতি বলেছেন: থ্যাংকস :)

১৬| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

জেন রসি বলেছেন: কবিতায় অধরা অতীতের মত একটা হাহাকার আছে!

চমৎকার!

তবে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে!

কোমল রাঙা পা'দুটো রুশ উপকথা জুড়ে প্রিয়তম হাত ছুঁয়ে
হেঁটে বেড়াবে ২২৪ পাতাময়, অথবা- আমারই বুকের ওপর।


এটা কোন বই??

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৩

বৃতি বলেছেন: লেখক বলেছেন: আমার কাছে মনে হয়, কবিতাকে সবসময় আক্ষরিক অর্থে গ্রহণ করতে নেই। হয়ত রুশ উপকথার কোন বইয়ের ২২৪ পাতায় ভালবাসার বিস্তৃত বর্ণনা আছে, অথবা হ্যাপি এন্ডিং আছে সেখানে- "অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল" এর মত।
একজন প্রেমিক- যে হয়ত অকালে কোনোভাবে মারা গেছে, বিশেষ একজনের সাথে দেখা হওয়ার কথা ছিল, সেই ইচ্ছে পূরণ হয়নি- সেরকম কিছু অনুভূতি লেখার চেষ্টা করেছি এখানে।
শুভেচ্ছা :)

১৭| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১২

মারুফ ৪০২ বলেছেন: ভালো লেগেছে, অনন্য সাধারণ। হৃদয় নিংড়ে তার নির্যাস টুকু আপনার এই কবিতাটিকে সমর্পণ করলাম..... সাথে এ অভাগার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার....একেবারে কচি হাতের চিৎকার...

কেমন আছি...
---হোসেন মারুফ।

ওগো অভিমানী,
ঈদ এলেই মনে পড়ে,
তোমার ঐ লাজুক বদনখানি।
তাতে কি মায়া নাকি অভিমান?
আজও বুঝিনি আমি।



তুমি কি কভু খুলবেনা ঐ ঘোমটা?
কভু কি গলবেনা ঐ রুক্ষ হৃদয়
মোমটা?
এ গহীন-স্বপ্ন রংতুলির আঁচড় তবে
কি মিথ্যা?
কে জানে, আর কেইবা বোঝে,
এ যেন স্বেচ্ছা আত্মহত্যা?



চুপ আমি নিমিষেই চুপ,
যে স্বপ্নের ঊর্ণাজাল বুনেছি সব
কি তবে ভণ্ডুল?
আজ চুপসে গেছি,হারিয়ে গেছি
নিজের মধ্যে।
দোহাই তোমার,
আমায় জাগিয়ে তোলার দায়ও
যে তোমার।



কবে নিবে তুমি এ দায়?
সম্ভাবনার সব দুয়ার যেন আজ
বন্ধ!!
অসহায়, ঈদানন্দ বন্যার মাঝে
আমি যে অসহায়।
তবু ঈদের খুশি যেন তোমার হয়না
ম্লান।
তাতেই তৃপ্তি,
এ হৃদয়ের তাতেই যেন
চিরশান্তি।



সুদূরতমা তোমায় স্মরণে,
এ গহীনে আজও আসেনি একটুও
ক্লান্তি।
আমরণ এ যে আমার কাম্য,
বেদনার অশ্রুধারা গোলুক,
বিজয় হোক কষ্টের।

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪১

বৃতি বলেছেন: "কচি হাতের চিৎকার" পড়তে ভালো লাগলো। ধন্যবাদ, মারুফ।

১৮| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

রিকি বলেছেন: চিরকুটে লেখা ছিল- দেখা হবে।
মাটির নিচের কোন ঘর থেকে শীতার্ত ভোরে এক -
ভেসে এলো সে কথা দীর্ঘ অবকাশে।


পোস্টে অনেক অনেক ভাল লাগা রইল আপু :)

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

বৃতি বলেছেন: ধন্যবাদ, রিকি।
ভালো থাকুন সবসময় :)

১৯| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: অন্যরকম কবিতা। ভাষা সহজ কিন্তু অন্যরকম ব্যথা। ভালোলাগা রইলো...

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২

বৃতি বলেছেন: থ্যাংকস, শতদ্রু একটি নদী... :)

২০| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

কাবিল বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপু।

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

বৃতি বলেছেন: ধন্যবাদ, কাবিল :)

২১| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,



শব্দ গলে গলে যাওয়া বাক্যে লেখা চিরকুটের - "দেখা হবে"র দ্যোতনা ঘাসফুলের মতোই স্নিগ্ধ ।
শুধু দেখা হলোনা । ফিরে গেছে অভিমানী কেউ ....

সুণ্দর ।

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

বৃতি বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস।
ভালো আছেন আশা করি :)

২২| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কাব্য। ফেবুতে পড়েছি। কেমন আছেন বৃতি আপু ?

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

বৃতি বলেছেন: ভালো আছি, মহান অতন্দ্র :) আপনিও নিশ্চয়ই ভালো আছেন?

২৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে অনেক। শুন্য টাইপোটা দেখবেন একটু :)

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

বৃতি বলেছেন: থ্যাংকস, মুন ভাইয়া :) ভালো আছেন আশা করি।

২৪| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শাহেদ খান বলেছেন: কোনও কিছু ভাবতে যাওয়া বা বুঝতে চাওয়ার আগে, স্রেফ অনর্গল শব্দগুলোর গতিময়তা'তেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম!

দারুণ লিখেছেন, বৃতি। অনেক শুভকামনা!

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭

বৃতি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা আপনার জন্যও।

২৫| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে বেশ ।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, কলমের কালি শেষ :)

২৬| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

মম্ময় অপর্ণা বলেছেন: বৃতিমনি, তোমার পরিণত হাতের চিৎকার ভালু লাগছে। B-)

অনেক দিন পর ব্লগে এই টাইমে আসলাম। আশা করি তোমার সাহিত্য চর্চা ভালো ভাবে হচ্ছে। শুভকামনা রইল

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৩

বৃতি বলেছেন: তুমিও শুরু করলা, অপর্ণা আপু? :((

তোমার জন্যেও শুভেচ্ছা :)

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৭

যোগী বলেছেন:
আমি শুধু ব্যাপারটা পরিষ্কার ভাবে বুঝতে চাইছিলাম। তবে তা আমার আগেই বোঝা উচিৎ ছিল। আমি সরি।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০

বৃতি বলেছেন: আমি কিছুই মনে করিনি- সত্যি সত্যি :)
আপনার জন্য আরেকটা হরর কবিতা

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২

যোগী বলেছেন:
অনেক বেশি থ্যাঙ্কস :) :)

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭

বৃতি বলেছেন: ইউ আর সো ওয়েলকাম! কিন্তু আপনার কেন মনে হলো যে আমি কিছু মনে করেছি?

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

যোগী বলেছেন:
এমনি। সুনীল আমার সব দিক দিয়েই ফেভারেট।

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

বৃতি বলেছেন: সুনীলের লেখা আমারও বেশ পছন্দের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.