নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

নাই কাজ!!? তো খই ভাজ - একটি অহেতুক ছবিব্লগ

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

সামুতে ছবি পোস্ট করতে গেলে অনেক পরামর্শের দরকার পড়ে আমার। কারণ, টেকনিক্যাল ব্যাপারগুলোতে আমি আবার সেইরকম পারদর্শী। এখন হাতে কোন কাজ নেই, তাই ভাবলাম সামুর নতুন ভার্সনে কয়েকটা ছবি পোস্ট করে দেখি- এ বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি।

ক্রিসমাস আমার উৎসব না হলেও সেদিন বেড়ানো বন্ধ থাকেনি। ক্রিসমাস ইভে ( ২৪শে ডিসেম্বর রাত) ডাউনটাউনে কফি বীনের কফি আর বিরাট এক ব্যাগ কেটল কর্ণ নিয়ে ঘুরঘুর করছিলাম। পুরো এলাকাটা ছিল আলো ঝলমলে।





কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল ঘোড়ার গাড়ি চলার জন্য।


একসময় নিজেরও ইচ্ছে হল ক্যারিজ রাইড করার। তাই টিকেট কাটলাম আমরা- তারপর ঘোড়ার গাড়িতে ভ্রমণ।





ছিল স্কেটিং করার স্থান



ছিল ওপেন এয়ার কন্সার্ট। ক্রিসমাস ক্যারলের সাথে ছিল অন্যান্য জেনারের গান- জনি ক্যাশের পুরনো গান শুনে আপ্লুত


ছিল ফেইস পেইন্টিং, অনেক মজার খাবার দাবার, নানা ইন্সট্রুমেন্টাল বাদক। পুরো এলাকাটা সুন্দর করে ডেকোরেট করা ছিল। সব ছবি দেয়া সম্ভব হল না :)





রাতে বন্ধুদের সাথে ডিনার ছিল যেখানে





রেস্ট্যুরেন্টের বিশেষ আকর্ষণ- জিঞ্জারব্রেড হাউস- পুরো কাউন্টার জুড়ে। সম্পূর্ণটাই এডিবল-




রাতে বাড়ি ফেরার পথে- চাঁদ দেখলেই মনে পড়ে আমার স্বপ্ন আর ভালোবাসার কথা।


সবাইকে নতুন বছরের শুভেচ্ছা :) ২০১৬ সবার জন্য বয়ে আনুক অনেক সুখ, শান্তি আর আনন্দ :)

মন্তব্য ৫৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ভাল ভাবে কাটাইছেন দিনটা।

ছবি ব্লগটা বেশ ভাল লাগলো। :) +

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

বৃতি বলেছেন: ধন্যবাদ, রক্তিম দিগন্ত :) ছবিগুলো তেমন ভালো আসেনি, কারণ ক্যামেরার মোড চেইঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। তবে দিনটা আসলেই বেশ আনন্দে কেটেছে।
নতুন বছরের শুভেচ্ছা :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: এই রঙ ঝলমলে উচ্ছাস নতুন বছরেও বজায় থাকুক। শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

বৃতি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সবার জন্য। অনেক সুন্দর কাটুক আগামী দিনগুলো :)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



খই ভাজা খেতে ভালই লাগলো।
নতুন বছরের শুভেচ্ছা।
:)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

বৃতি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা, কান্ডারি অথর্ব ভাই :) অর্থবহ হউক আগামী।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

বৃতি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা, বঙ্গভূমির রঙ্গমেলায় :) ভালো আছেন আশা করি।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আবু শাকিল বলেছেন: ছবি ব্লগ নাকি আলোকসজ্জা ব্লগ :) শুধু ঝাকঝমক দেখলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪

বৃতি বলেছেন: আলোকসজ্জাই বলা দরকার আসলে :P বছরের এই সময়টাতে অনেকেই যে যার রুচি আর সাধ্যমত নিজের বাসাতেও এরকম আলোকসজ্জা করে। কিছু বাসার আলোকসজ্জা সত্যি দেখার মত হয়- একবার দেখেছিলাম নেইবারহুডের সবাই একসাথে মিলে তাদের পুরো এলাকাটা অন্যরকম করে সাজিয়েছে ট্যুরিস্ট এট্রাকশনের জন্য।

নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য, আবু শাকিল :)

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ঈর্ষা ধরায় দিলেন| ঐখানে কবে যাবো!
নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

বৃতি বলেছেন: শুনেছিলাম, ইচ্ছে থাকলে নাকি উপায় হয়- তবে কথাটা সত্যি কিনা জানি না :)
নতুন বছরের শুভেচ্ছা থাকলো, আরণ্যক রাখাল :) অনেক ভালো কাটুক আগামী।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: খই ভাজার কাজ কিন্তু দারুণ হয়েছে.... !:#P

সুন্দর ছবি ব্লগ !!

নতুন ইংরেজী বছরের অগ্রীম শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

বৃতি বলেছেন: ধন্যবাদ, সুমন। ভালো থাকুন সবসময় :)

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: খই ভাজা ভাল লেগেছে।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

বৃতি বলেছেন: ধন্যবাদ, ফেরদৌসা রুহী :)
শুভেচ্ছা নিরন্তর।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা :)
শুভেচ্ছা কেক কই ? B-)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

বৃতি বলেছেন: নতুন বছরের জন্য আবার শুভেচ্ছা কেক কি? 8-| #:-S আপনার জন্মদিনের কেক এখনো পাওনা আছি- মনে করিয়ে দেবার জন্য থ্যাঙ্কু। কেক কই? X(
হ্যাপি নিউ ইয়ার :)

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর সব ছবি....
নতুন বছরটি এরকম আলোকোজ্জ্বল হোক :)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া :) আপনার জন্যও সুন্দর আগামীর প্রত্যাশা রইল।
ভালো থাকবেন :)

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর!!!

নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকবেন। সবসময়।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

বৃতি বলেছেন: ধন্যবাদ, দীপংকর :) নতুন বছর অনেক ভালো কাটুক- শুভেচ্ছা রইল।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

রাফা বলেছেন: শুভেচ্ছা ও শুভ নববর্ষ- বৃতি।
কোন ডাউন টাউন এটা?

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বৃতি বলেছেন: এটা লস অ্যাঞ্জেলেস থেকে ঘন্টাখানেক দূরের রিভারসাইড ডাউনটাউনের ফেস্টিভ্যাল অব লাইটস (The Mission Inn Hotel & Spa Festival of Lights) এর ইভেন্ট।
হ্যাপি নিউ ইয়ার ট্যু ইয়ু, রাফা :) অনেক ভালো থাকুন সামনের দিনগুলোতে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

বৃতি বলেছেন: নিচের ডিনারের ছবিগুলো অবশ্য সেখানকার নয় :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

প্রবাসী পাঠক বলেছেন: দারুণ লাগল ছবিগুলো, কালারফুল একটা প্রোগ্রাম।

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

বৃতি বলেছেন: হু ভাইয়া। এটা বেশ কালারফুল প্রোগ্রামই ছিল :) শুভেচ্ছা নিরন্তর।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬

রুদ্র জাহেদ বলেছেন:

উহঁ, অহেতুক নয় অনবদ্য ছবি ব্লগ।রঙ ঝলমলে দেখতে দারুণই লাগছে...আপুনির সাথে আমরাও ঘুরে ফেললাম :)

নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

বৃতি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্যও, রুদ্র জাহেদ :) অনেক ভালো কাটুক আগামী দিনগুলো।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৪

মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা। সুন্দর ছবি, খই ভাজা ভাল হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

বৃতি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, মহান অতন্দ্র :) ভালো আছেন আশা করি।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, সুন্দর! :)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

বৃতি বলেছেন: থ্যাংকস, মুন :) অনেকদিন পর আপনাকে দেখছি। নতুন বছরের শুভেচ্ছা :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

লেখোয়াড়. বলেছেন:
আচ্ছা, এই কথা!!
বসে না থেকে চিড়ে চিবাও!!

ভাল ভাল!!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

বৃতি বলেছেন: শুকনো চিড়ে কোথায় পেলে !! ভাঁজছি বসে মুগুর দুটো, বিশটা পাপড়, গামলাখানেক খই।। B:-) B:-)
লেখোয়াড়ের চোখটা গেছে !! রিডিং গ্লাসের পাওয়ার বুঝি ফুরিয়ে গেলো, :||
হিসেব করে বিধান দিলেম, বাইনোকুলার লাগাও চোখে, খাও দু'হাড়ি দই।। B-) :P

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি
নতুন বছরের শুভেচ্ছা বৃতি :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০

বৃতি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, মনিরাপু :) ভালো আছো নিশ্চয়ই?

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

বৃতি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, এহসান সাবির :) সুন্দর কাটুক আপনার সামনের বছরগুলো। অনেক শুভেচ্ছা :)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

কিরমানী লিটন বলেছেন: চমৎকার সুন্দরের সমারোহ- নিরন্তর সাধুবাদ রইলো, নতুন বছরের শুভেচ্ছায়...

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, কিরমানী লিটন :) নতুন বছর পরিপূর্ণতা বয়ে আনুক আপনার জন্য। ভালো থাকবেন।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঘোড়ায় টানা ক্যারেজ রাইডের ছবি দেখে আমারও নিতে ইচ্ছা করছে আপু। অনেকটা ডিজনির সিন্ড্রেলার পাম্পকিন মেইড গাড়ির কথা মনে পড়ছে। :) নতুন বছরশুরুর শুভেচ্ছা ।:)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬

বৃতি বলেছেন: হ্যাঁ, অনেকটা সিন্ড্রেলার পাম্পকিন ক্যারেইজের মতই ছিল সেটা, তনিমা :) অনেক সুন্দর কাটুক আগামী দিনগুলো আপনার- শুভেচ্ছা অহর্নিশ।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি এখনো ব্লগজীবনে ছবি আপলোডাই নাই এই টেকনিকাল জিনিসের ভয়ে :)

ছবিগুলো দেখে ভাল লাগল। অনেক ঘুরেছেন, মজা করেছেন বোঝা যাচ্ছে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫০

বৃতি বলেছেন: সময় সুযোগ হলে এরকম উল্টাপাল্টা ঘুরতে বেশ ভালো লাগে। অনেক অনেকদিন পর প্রোফেসর শঙ্কু! হ্যাপি নিউ ইয়ার! :) ভালো আছেন আশা করি।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর ছবি। শুভেচ্ছা জানবেন বৃতি ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫২

বৃতি বলেছেন: ধন্যবাদ, তন্দ্রা :) শুভেচ্ছা আপনার জন্যও।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

জুন বলেছেন: ছবিগুলো অনেক ভালোলাগলো বৃতি। সাথে নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

বৃতি বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যও, জুন আপু। অনেক সুন্দর থাকুন এ বছর, এবং সামনের অনাগত বছরগুলোতে :)

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ফাটাফাটি পোষ্ট, ছবি ব্লগ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

বৃতি বলেছেন: থ্যাংকস, ভাইয়া। তাহলে তো মাঝে মাঝে ছবি পোস্ট করাই যায়! :)

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

হৃদছায়া বলেছেন: ভালো লাগলো! ক্রিসমাসের সময়টা আমারো ভালো লাগে। চারদিক ঝলমল।

২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২০

বৃতি বলেছেন: আমি খুবই দুঃখিত, হৃদছায়া, আপনার মন্তব্যটি এতদিন পরে চোখে পড়লো! হ্যাঁ, চারপাশে সবার হাসিমুখ, আর আলো ঝলমল সেই সময়টুকু খুব উপভোগ্য।
ভাল থাকুন সবসময় :)

২৭| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মহামহোপাধ্যায় বলেছেন: আজ শুধু চোখে ছবিব্লগই পড়ছে, এটা বোধকরি চতুর্থ কমেন্ট।

ক্রিসমাসের ছবি ভালো লেগেছে। একবার বড়দিনে কোন একটা গির্জায় যাওয়া হয়েছিলো, কিন্তু প্রোগ্রাম শুরু হতে বেশ দেরি হওয়ায় চলে এসেছি :( এই হচ্ছে আমার ক্রিসমাসের অভিজ্ঞতা :(

অনেকদিন পর আপনার ব্লগে আসা হলো। আশা করি ভালো আছেন :)

২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮

বৃতি বলেছেন: আপনার বড়দিন সম্পর্কিত অভিজ্ঞতা জেনে একই সাথে হাসিও পেলো, আবার দুঃখিতও হলাম :( :P আশা করি পরেরবার ভাগ্য সহায়তা করবে।
আমি ভাল আছি। থ্যাংকস, মহামহোপাধ্যায় :) আশা করি আপনিও চমৎকার আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.