নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

এলিজি ১

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭



আজ গোটাদিন কিছু চিহ্নের খোঁজে-- রঙচটা সূর্যতেও
স্বস্তি নেই কোন, বেরসিক শুষ্ক চোখ বলে, এ তো বর্ষাকাল নয়-
অযথা বৃষ্টি ঝরাবেই বা কেন? অস্থির শাদা পাতায় লাল লাল ছোপ
বসে পড়ে শুধু-- ক্লান্তিহীন ছবি এঁকে চলে গুলশান দুই, ৭৯ নং সড়ক,
আর্টিজান হলি, অস্ত্রের ঝঙ্কার আর মৃতদের সারি, ভয়ার্ত মানুষের
ঝাঁক, মোম, ফুলের লহর, ভাঙা বুক।

একদিন ভুলে যাবো সব-- যেভাবে ভুলে যাই তোমার ঠিকানা,
চৌরাস্তার মোড়, রাজার আশ্বাসবাণী, ক্যান্ডেল লাইট ডিনার আর
অবিন্তার হাসি-- ভুলে যাবো নিশ্চিত, ভালবাসা শর্তহীন ভূমি এক -
সেরাজ্যে কালাশনিকভ আর চাপাতি নেই , নেই প্রতিদানের দায়,
যুক্তির অটুট বন্ধন।
(প্রসঙ্গতঃ বলে রাখা ভালো যে, অবিন্তার হাসিতে ঈশ্বরের ছায়া দেখেছি আজ )
ভুলতে পারি একথাও, যে হৃদয় বিনিময়যোগ্য শুধু হৃদয়ের সাথে--
ঈশ্বরের বসত সেখানেই।

হৃদয়েও অশ্রু ঝরে। আজ হৃদয়ে আমি কাঁদি।


মন্তব্য ২৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

লেখোয়াড়. বলেছেন: কাঁদেন।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৩০

বৃতি বলেছেন: আমার অজান্তেই হৃদয় কেঁদেছে অনেক।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: হৃদয় চিনে নিক তার শক্তির জায়গাটা। আমরা আবারো যেন বেঁচে উঠি...

০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৪

বৃতি বলেছেন: হৃদয় চিনে নিক তার শক্তির জায়গাটা। আমরা আবারো যেন বেঁচে উঠি...

ধন্যবাদ, হাসান ভাই।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: একদিন ভুলে যাব সব-- যেভাবে ভুলে যাই তোমার ঠিকানা, চৌরাস্তার মোড়, রাজার আশ্বাসবাণী,
ক্যান্ডেল লাইট ডিনার আর অবিন্তার হাসি-- ভুলে যাবো নিশ্চিত যে, ভালবাসা এক শর্তহীন ভূমি -
সেরাজ্যে কালাশনিকভ আর চাপাতির ভয় নেই , নেই প্রতিদানের দায়, যুক্তির অটুট বন্ধন।


ভীষন কষ্টের বৃতি....

সব দুঃখই এক সময় ফিকে হয়ে যায় ...

তবুও .....

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৯

বৃতি বলেছেন: তবু ...
বলা সহজ হলেও হয়ত ভোলা হয় না :)
ভাল থেকো শায়মাপু।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: হৃদয়েও অশ্রু ঝরে। আজ হৃদয়ে আমি কাঁদি। তারপর একদিন ভুলে যাব সব -- হয়তো !

কবিতা সুন্দর হয়েছে।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৯

বৃতি বলেছেন: ধন্যবাদ, সুমন ভাইয়া।

৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০১

আলম দীপ্র বলেছেন: :( :( :(
ভুলতে পারি একথাও যে, হৃদয় বিনিময়যোগ্য শুধু হৃদয়ে। [

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৩

বৃতি বলেছেন: এই কথা মনে রাখে ক'জন? :(
পাঠের জন্য ধন্যবাদ, দীপ্র।

৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৯

রাফা বলেছেন: Great, nice line....briti

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৪

বৃতি বলেছেন: ধন্যবাদ, রাফা।

৭| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯

জনৈক অচম ভুত বলেছেন: ভুলে যাওয়াটাই স্বস্তির। :|

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১১

বৃতি বলেছেন: হু, ভুলে যাওয়াটাই স্বস্তির।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় বিনিময়যোগ্য শুধু হৃদয়ের সাথে।

হৃদয়েও অশ্রু ঝরে। আজ হৃদয়ে আমি কাঁদি।

কাঁদেছ সকল বিবেকবান। কাঁদছে বর্তমানের ভয়াবহতা ও ভবিষ্যতের অনিশ্চয়তায়...এক অন্ধকুপে ফেলতে চাইছে জাতিকে কেউ??? ভয়াবহ খােদর কিনারায় প্রিয় স্বদেশ!!!!!!!!!!!

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩

বৃতি বলেছেন: আশা করি খুব তাড়াতাড়ি এই ভয়াবহতা আর অনিশ্চয়তা থেকে পরিত্রাণ পাব আমরা। ঈদের শুভেচ্ছা রইল, বিদ্রোহী ভৃগু।

৯| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হৃদয়েও অশ্রু ঝরে। আজ হৃদয়ে আমি কাঁদি।[/si
ভয়াবহ দিনযাপন শেষ হোক।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৫

বৃতি বলেছেন: ভয়াবহ দিনযাপন শেষ হোক।

সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র :)

১০| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫২

ডঃ এম এ আলী বলেছেন: আর্টিজান হলি, অস্ত্রের ঝঙ্কার আর মৃতদের সারি,
হৃদয়ে অশ্রু ঝরে কঠিন হৃদয়ে কামনা করি
যারা কাল কশাই নির্ঘুম থেকে উঠেছিল
খুবই পাজি শীর্ষ মুণ্ডু সেগুলি ছিল
বিপরীত দোলায় শোয়ান দিয়ে
ভয়াবহ দিনযাপন শেষে
হয়েছে তারা ক্ষান্ত
তারা নিয়ে গেছে
মৃত্যুহীন প্রাণ
আর নীজেরা
হলো ঘৃনিত
কুকুরের
সমান।

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

বৃতি বলেছেন: বাংলাদেশের মানুষ এই ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন হয়ে উঠছে ক্রমশঃ। এভাবে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ, সবার কিছুটা সতর্কদৃষ্টি আর সচেতনতা আজ বা আগামীতে অনেক বড় ক্ষতির হাত থেকে দেশকে এবং মানুষকে রক্ষা করতে পারবে বলে আমার বিশ্বাস।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ডঃ এম এ আলী :)

১১| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫১

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,




োোহুমমমমম ............. এভাবেই একদিন সব ভুলে যেতে হয় ! জীবনের নাও কোনও একঘাটেই নোঙর ফেলে বসে থাকেনা চিরকাল। বয়েই চলে ।
এরি মাঝে হৃদয়ের কিছু কান্না গভীর দাগ কেটে যায় । শবযাত্রা সঙ্গীতের গায়ে আলো বিলিয়ে সূর্যও রঙচটা হয়ে ওঠে ।


১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

বৃতি বলেছেন: সময়ের আবর্তনে একদিন অনেককিছু ঝাপসা হয়ে এলেও আজকের এই শোকটুকু মিথ্যে তো নয়। আপনার মন্তব্য সবসময়ই হৃদয়গ্রাহী, আহমেদ জী এস :) ধন্যবাদ।

১২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৪

অদৃশ্য বলেছেন:



আপনার লিখাটি হৃদয়ছোঁয়া... আর নৃশংস ঘটনাটিতে আমি বিস্মিত/হতবাক...

শুভকামনা...

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

বৃতি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, অদৃশ্য। শুভেচ্ছা জানবেন।

১৩| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন: জীবন থেমে থাকবে না। বেঁচে থাকার নিয়মেই আমরা ছুটে চলব এক অজানা গন্তব্যের দিকে। তবু কিছু শক্তি আমাদের মধ্যেও আছে। অশুভ শক্তির সাথে লড়াই রে যাওয়ার সে শক্তিটা চাইলেই আমরা জাগ্রত করতে পারি!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

বৃতি বলেছেন: মানুষের ভেতর এক অপরিমিত শক্তি আছে, যার খোঁজ হয়ত সে নিজেও জানে না। অশুভ শক্তির সাথে যুঝতে সে শক্তি আমরা জাগ্রত করতেই পারি :)
ব্লগে বেশ অনিয়মিত হয়ে গেছি। অনিচ্ছাকৃত দেরির জন্য দুঃখিত, জেন রসি। ভালো আছেন আশা করি :)

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

একজন আরমান বলেছেন:
একদিন ভুলে যাবো সব-- যেভাবে ভুলে যাই তোমার ঠিকানা,
চৌরাস্তার মোড়, রাজার আশ্বাসবাণী, ক্যান্ডেল লাইট ডিনার আর
অবিন্তার হাসি-- ভুলে যাবো নিশ্চিত, ভালবাসা শর্তহীন ভূমি এক -
সেরাজ্যে কালাশনিকভ আর চাপাতি নেই , নেই প্রতিদানের দায়,
যুক্তির অটুট বন্ধন।

সত্যিই আমরা সব ভুলে যাই !
লেখায় ভালো লাগা।
শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫০

বৃতি বলেছেন: এই যে দেখেন, অবিন্তার হাসিটুকু ভুলে যাচ্ছি।
শুভেচ্ছা থাকলো অনেক, আরমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.