নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"টলটলে অশ্রু"

০২ রা জুন, ২০১৮ রাত ১১:১৬



"টলটলে অশ্রু"
~~~~~~~~~

তোমাকে বলছি-
আচ্ছা,
তুমি প্রতারক কেন হলে?
কেন তুমি প্রচণ্ড প্রতাপী?
যখন ইচ্ছে হানা দাও।
সামান্য লজ্জাও কী হয়না!

আসলে তুমি প্রচন্ড ভীরু,
তাইতো অযথাই,
রং বেরঙের বাহানা বানাও।

মাঝে মাঝে বাড়াবাড়িটা কিন্তু,
একটু বেশিই করে ফেলো।
ওসব নাহয় বাদই দিলাম-
তাই বলে অভিনয় করবে?
লুকোচুরি খেলবে?

শোনো-
তোমার নামটা যেন কী?
আমিতো ভুলেই গেলাম।
চোখ, আঁখি নাকি নয়ন?
একটা হলেই হলো!
নাকি করব-
নতুন নামের চয়ন?

এই যাহ!!!
রাগছ কেন?
ঠিক আছে,
ঐ প্রসঙ্গ থাক...

কিন্তু,
উত্তরটাতো দিবে-
কঠিন মুখোশের কাঠিন্যে,
তুমি-
টলটলে অশ্রু কেন হও?
যখন তখন গড়িয়ে পড়!
তুমি-
প্রতিবাদী কেন নও?
এতো কেন আবেগী?
অশ্রু-
তুমি আর একটু দীপ্ত হও!!!


ছবি: সংগৃহীত

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সম্মানিত লিখক...

২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৯

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: টলটলে অশ্রু :)

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: টলটলে অশ্রুর ভাষা ভিন্ন, তাই নয় কি?
ধন্যবাদ...

৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৬

জাহিদ অনিক বলেছেন:
চমৎকার কবিতা ! হয়ত এমনই হয় প্রেমিক

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: হয়তো...
তবে কবিতায় শুধুই অশ্রুকে ইন্ডিকেট করেছি। এই অশ্রু প্রেমিকের জন্যও হতে পারে আবার এক ফোঁটা বৃষ্টির জন্য হতে পারে।আবার মায়ের আদরের জন্যও হতে পারে।যে যেভাবে দেখবে সেভাবেই কবিতা ধরা দিবে।।।

ধন্যবাদ... :)

৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ+

৫| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ++

৬| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪৯

বৃষ্টি বিন্দু বলেছেন: একই কথা বার বার।।এটা নিশ্চয়ই ভুল করে হয়েছে তাইনা সেলিম ভাই?

৭| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

শিখা রহমান বলেছেন: সুন্দর সাবলীল কবিতা!! শেষের লাইনগুলো দারুণ। শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথম বা মাঝের না হোক শেষে লাইনগুলো যে ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ...

৮| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৩২

শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু আমি মনে হয় মন্তব্যে ঠিক বোঝাতে পারিনি।

পুরো কবিতাটাই ভালো লেগেছে। আর শেষের লাইনগুলো খুব খুব ভালো। :)

শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: বোন শিখা আমি বুঝেছি। কিন্তু শেষের লাইনগুলো বেশি ভালো লেগেছে জেনে খুশিতেই ওভাবে লিখেছি।
ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.