নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"শব্দঋণ"

২২ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৩



ভোরের আলো ফুটি ফুটি,
ঠিক তখনই উচাটন হলো কবিমন।

পৃথিবীর আলোরা আজ-
নিয়ন বাতির মতো জ্বলছে আর নিভছে,
যেন ভোরের আগমন বার্তায়-
তারা খুশি নয়।
থাক না আর একটু আঁধারচিত্র-
আকাশের গায়।
ঘুমের আবেশায়ন হোক-
আর কিছুটা সময়।
কিন্তু আলোর কণারা কি কথা শুনে?
পড়িমরি, ওরা ছুটে আসছে...

কবি ঘুমিওনা,
তাকাও ঐ নরম আলোর ঘূর্ণিপাকে।
কারা যেন অপেক্ষায় তোমার!!!
এইতো সুযোগ,
পূর্ণ কর তোমার শব্দঋণ।
দেখো-
আলোক বর্তিকা হারিয়ে দিয়েছে,
আঁধারচিত্রকে।
অথচ তোমার কলমের আঁচড়,
এখনো ছিদ্র করেনি ডায়েরীর শুভ্রতা!
একি কবির অপমান নয়?

দূরে কিচিরমিচির বহু সুরের সারগাম,
ধীরেধীরে বাড়ছে কোলাহল।
এই যাহ!
আলোটা ফুটেই গেলো!!!
কবি কি লিখেছে একটিও শব্দগুচ্ছ?
আর একটু পরেই,
রবিকর হেলেদুলে হানা দেবে,
চারিদিক ভাসিয়ে দেবে সোনালি কনায়।
তখনও কি চুপ থাকবে কবি?
নাকি হারাবে শব্দগুচ্ছের স্রোতে!!!

সময় গড়িয়ে যাবে...
আর একটি উদিয়মান ভোরের দেখা,
নাও পেতে পারো।
এটাই হতে পারে শেষ আলোর ভোর।
কলম আর ডায়েরীটা টেনে নাও,
আমাকে নিয়েই হারিয়ে যাও
তোমার শব্দগুচ্ছে।
আমিই যে তোমার সেই ঋণ,
তোমারই শব্দঋণ!!!


ছবি: গুগল

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! বেশতো শব্দঋণ হয়েই থাকুক বেঁচে কবির আর্তি । ++

শুভ সকাল আপু। ভালো থাকা নিরন্তর।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভ সকাল ভাই,
আমি শব্দের কাছে ঋণীই থাকতে চাই...
অস্তিত্ব জুড়ে ওদের বসতি।।।
ধন্যবাদ রাশি রাশি... :)

২| ২২ শে জুন, ২০১৮ সকাল ৮:৩৪

কাইকর বলেছেন: শুভ সকাল।বেশ ভাল লাগলো কবিতা পড়ে

২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভ সকাল কাইকর ভাই।
আপনিতো অনেক পরিচিতি করে ফেললেন। আপনাকে নিয়ে লিখাও হয় সামুতে।
বেশতো!!!

যাইহোক, ভালো লাগলো জেনে বেশ ভালো লাগলো...
ধন্যবাদ :)

৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:২৯

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রিয় সনেট কবি,
আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি :)
ধন্যবাদ...

৪| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৩১

সৈয়দ ইসলাম বলেছেন:
[sb"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়"]
এই পঙ্খি আমার না! কবি বৃষ্টিবিন্দুর।

আপনার কবিতা পুরাই আলাদাভাবে নিজের মনের কথাগুলো প্রকাশ করছে। খুব ভাল লাগলো।
ভাল লাগা সবগুলো প্লাস+++++++...

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: শব্দগুচ্ছ আমাকে নিয়ে শুধু খেলতে থাকে। বলুনতো কি মজা পায় ওরা!!!
অবশ্য আমিও মজা পাই ওদের মজা দেখে।
এত্তগুলা + পেয়ে ছোট বাচ্চার মতোই মজা লাগছে... :)
ধন্যবাদ অফুরান...

৫| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:২৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ভালোলাগা আমাকেও দিলো অনেক ভালোলাগা... :)

৬| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! অসাধারণ কবিতা। মুগ্ধ হে কবি।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :)

৭| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২০

সিগন্যাস বলেছেন: ভোরের আলো ফুটি ফুটি

বেশ বেশ ফুটোক।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২

বৃষ্টি বিন্দু বলেছেন: আমি যখন মন্তব্যে এলাম তখন দুপুরের আলো যাই যাই..
ধন্যবাদ ভাই, :)

৮| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: কাব্য চমৎকার লাগায় আমারো অনেক ভালো লাগলো আপুটা... :) :) :)

৯| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

নতুন নকিব বলেছেন:



চমৎকার!

মুগ্ধতা।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: এতোগুলো জায়গা শুধুই ফাঁকা,
শব্দগুচ্ছ কি যেতোনা রাখা!!!

মজা করলাম একটু
ধন্যবাদ নকিব ভাই :)

১০| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

বৃষ্টি বিন্দু বলেছেন: :) ধন্যবাদ :)

১১| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভ দুপুর।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভ দুপুরান্তে অজস্র ধন্যবাদ... :)

১২| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:০০

কাওসার চৌধুরী বলেছেন: আপনার কবিতা লেখার স্টাইল ও উপস্থাপনা আমার বেশ ভাল লাগে। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। খুব ভাল লাগলো ভাই।

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: সকল প্রশংসা আল্লাহ সুবহানুতায়ালার।
কি বলব?
প্রশংসা পেলে আমি ভাষা হারিয়ে ফেলি।
দুয়া করবেন যেন সেই প্রকাশভঙ্গী ধরে রাখতে পারি।।।
ধন্যবাদ কাওসার ভাই... :)

১৩| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে একটা পোষ্ট দিয়েছি। ঋণ শোধ।

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রিয় কবি,আমি তা দেখেছি এবং মন্তব্যও করেছি একটা।
আপনার এই উৎসাহ আমাকে আরো বেশি অনুপ্রানিত করলো।
অসংখ্য ধন্যবাদ... :)

১৪| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে তাই লাইক দিলাম আপু।

২২ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ভালো লাগা আমাকেও ভালো লাগা এনে দিলো। লাইক এর জন্য ধন্যবাদ। :)

১৫| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮

নতুন নকিব বলেছেন:



শব্দের কাছে যে মোর আজনমের ঋন,
'ইট্টু ফাঁকা' রেখে কিছু তার শোধ করতে দিন!
শব্দেরা সৌন্দর্য্য খোঁজে
মানুষের ভাবনা বোঝে
নিরন্তর নদীর মত একেবেকে চলে,
মনের মাধুরী দিয়ে মানবের ভাবকথা বলে।

২২ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!!
চমৎকার!!!
শব্দগুচ্ছের সুন্দর বিনাস!!!
শুভকামনা জানবেন নকিব ভাই... :)

১৬| ২২ শে জুন, ২০১৮ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.