নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন বক্ষে তাহার বেদনা অপার

ক্যাপ্টেইন পিকু

লেখালিখির অভ্যাস টা পুরাতন। অনেক দিন পরে নতুন করে শুরু করলাম। দক্ষিণের জানালা অবশেষে খুলেই দিলাম। :)

ক্যাপ্টেইন পিকু › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : অবনীকে আমন্ত্রণ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

অবনী ,

আজ তোমার সাদা কাল ক্যানভাসে কিছু স্বপ্ন দেব । নেবে ?

আজ দুপুরে কী করছিলে ? আমি যখন ক্লাস থেকে ফিরছিলাম ঝকঝকে রোদ । হঠাত কী হোল ঝুম বৃষ্টি !



আমি বোকার মত মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাক ভেজা হলাম । কোনদিন দেখেছ ভেজা আকাশে দলছুট মেঘদের ? সদ্য বৃষ্টিস্নাত চকচকে ঘাসের হাসি ?

চলার পথে পানি জমে ওপরের পুরো আকাশ টাই যে তোমার কাছে এসে যে ধরা দেয় কোনদিন ছুঁয়ে দিয়েছ কি ?

তোমার বাসার পাশে ঘুড়ি উড়িয়েছ অবনী ? দেখবে মনে হয় ওই নীলে হারিয়ে যাবার অনুমতিটা পেয়েই গিয়েছ !



খুব ভোরে যখন বুনোফুল গুলো একটু একটু করে ঘুম ভেঙ্গে জেগে ওঠে তখন তাদের সাথে ছিল কখন ও ? দেখছ কীভাবে এক টুকরো আলো পুরো আকাশে ছড়িয়ে যায় , কীভাবে সূর্যি মামার আসার খবর ছোট ছোট চড়ুই গুলি জানিয়ে দেয় একে অন্যকে ! কোথাকার এক ঠান্ডা হিমেল বাতাস তোমাকে অনুভব করিয়ে দেবে তুমি বেঁচে আছ ! এবং বেঁচে থাকাটা মন্দ নয় !

সবুজ ঘাসের ওপর বসে নীল দেখেছ অবনী ? তারা দুজন জানে তাদের দেখা হবে না ! তবুও কীভাবে যেন মিলে যায় ভালবেসে !

রাত একটু বেশি হলেই ঝিঁঝিঁ পোকার মন খারাপের গল্প শুনেছ ? শুনে দেখ । কী করুণ তাদের ডেকে যাওয়া ।

গোধূলির কনে দেখা আলোতে নিজেকে দেখেছ ? পৃথিবীশ্রেষ্ঠ সুন্দরী তোমার অপেক্ষায় কিন্তু !

সন্ধ্যার একটু আগে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নেয় তখন কান পেতে রেখ দিনের শেষের কথাগুলো শুনতে ।

রাতের আকাশে লক্ষকোটি তারার হাতছানিতে সাড়া দিয়েছ অবনী ? তারা থাকে তোমার আমার মত সবার সাথে জেগে ।

তুমি একদিন পা ভিজিয়ে বোস । নদী তোমার অন্ধকারগুলো নিয়ে যাবে আমি কথা দিলাম ।

অবনী , তোমার আমন্ত্রণ রইল । আমার রঙ্গিন ভুবনে । তুমি আসবেনা ????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


অবনী ভাবছে

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

ক্যাপ্টেইন পিকু বলেছেন: অবনী উত্তর দেবার সময় পিছনে ফেলে এসেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.