নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন বক্ষে তাহার বেদনা অপার

ক্যাপ্টেইন পিকু

লেখালিখির অভ্যাস টা পুরাতন। অনেক দিন পরে নতুন করে শুরু করলাম। দক্ষিণের জানালা অবশেষে খুলেই দিলাম। :)

ক্যাপ্টেইন পিকু › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

কেউ কল্পনা করতে পারি পুরো পৃথিবী র সবাই এক ই ভাবে কথা বলে, এক ই সময় হাসে, এক ই কারণে নির্দিষ্ট সময় নিয়ে মন খারাপ করে বসে থাকে??

এক ই রং এর কাপড় পড়ে এক ই রকম ভাবে চুল কেটে হাজার হাজার মানুষ বাইরে হাটাহাটি করছে ভাবতে পারি??

রেস্টুরেন্ট বসে সবাই এক ই খাবার খাচ্ছে, এক ই গল্প করছে, এক ই টিম সাপোর্ট করছে কেমন হত???

সবাই আলাদা।এটাই নিয়ম।এটাই প্রকৃতি চায়।তাই কেউ যখন বিপ্লব করে ফেলব বলে স্থির করে তাকে না হয় জুজুর ভয় দেখালাম না। সমাজের পুরাতন নিয়ম ভেংগে চুরে দিতে চায় যে নাই বা চলার পথে বাধ দিলাম।
বুক ভরা সপ্ন নিয়ে বাঁচে যে মানুষটা তাকে শুধু শুধু কেন সপ্নপূরণ অসাধ্য বলে থামিয়ে দেব??

কেউ না হয় চঞ্চল ই হল।কেউ শুধু ই ভাবুক।না হয় কেউ সবসময় নেতাগিরী ই করল! কেউ নাহয় শুধু দেখেই গেলো সব।লেখা হল না কিছুই।ছবিটা না হয় অসমাপ্ত ই রইল কারো।

।কেউ শুধু হাসতে পারে হাসুক।কেউ ভালবাসতে পারে বাসুক।ইঞ্জিনিয়ার ডাক্তার নাই হল।অনেক টাকা নাই পেল। রংধনু টা কালো ই হল।

দিন শেষ এ জীবন টা তার ই। আমাদের সৃষ্টি র প্রকৃত উদ্দেশ্য ঠিক রেখে সঠিক মূল্যবোধ টা বাঁচিয়ে রেখে থাকুক না নিজের মত।তোমার আমার ক্ষতি কি?!

চলার পথে উতসাহ না হতে পারি কিন্তু আমার কি অধিকার আছে সমাজের দোহাই দিয়ে গলা টিপে মেরে ফেলার?!

সবাই বড় হয়ে যায় একসময়। না কি মরে যায়?হারিয়ে যায় চুপ করে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.