নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

বিজিবি এখন অস্ত্র দিয়ে কি করে??

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৬

বিজিবি সদস্য নায়েক ‪#‎আবদুর_রাজ্জাককে‬ মিয়ানমারের সীমান্তরক্ষী
বাহিনী (বিজিপি) ধরে নিয়ে যাওয়ার
ঘটনা ‘আমাদের গোটা জাতির জন্য অত্যন্ত
লজ্জার’ বলে মন্তব্য করেছেন বিএনপির
মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তে
ঢুকে বিজিবি নায়েক রাজ্জাককে ধরে
নিয়ে গেছে মিয়ানমান সীমান্তরক্ষী
বাহিনী। পরে তার প্যান্ট খুলে লুঙ্গি ও
হাতকড়া পরিয়ে রেখেছে তারা। এখন
পর্যন্ত বিজিবি সদস্যকে সরকার উদ্ধার
করতে পারেনি। এ ঘটনা দেখে লজ্জায়
আমাদের মাথা হেঁট হয়ে যায়।’
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ে দলের নিয়মিত সংবাদ
ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন একথা
বলেন।
অবিলম্বে তাকে ফিরিয়ে আনতে জোরদার
তৎপরতা চালানো ও মিয়ানমারকে সতর্ক
করে দেয়ার আহ্বান জানান রিপন।
বিজিবি মহাপরিচালকের সমালোচনা করে
তিনি বলেন, ‘বিরোধী দলের আন্দোলন
দমনের সময় বিজিবি মহাপরিচালক মেজর
জেনারেল আজিজ আহমেদ গর্ব করে
বলেছিলেন, আমাদেরকে অস্ত্র দেয়া হয়
কেন? এগুলো ব্যবহার করার জন্য। আমরাও
বিশ্বাস করি বিজিবির অস্ত্র আইন
সম্মতভাবে ব্যবহার করার জন্যই। কিন্তু এখন
সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময়
অস্ত্র থাকার পরও বিজিবি সদস্য অপহৃত
হয়ে যায়। আমি প্রশ্ন করতে চাই- তখন
তিনি অস্ত্র দিয়ে কি করেন।’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩

আটলান্টিকের প্রবাল বলেছেন: বিজিবি মহাপরিচালক এই কুলাঙ্গারটা কোথায় ??নিজের বাহিনীর সদস্য ধরে নিয়ে লুঙ্গি পরিয়ে জঙ্ঘী বানিয়ে ৫ দিন আটকে রাখলো এখও তোর হেডম জাইগা উঠে নাই ?? হেডম খালি দেশের নিরীহ ,নিরস্ত্র মানুষের সাথে??
‘বিরোধী দলের আন্দোলন দমনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গর্ব করে বলেছিলেন, আমাদেরকে অস্ত্র দেয়া হয় কেন? এগুলো ব্যবহার করার জন্য। আমরাও বিশ্বাস করি বিজিবির অস্ত্র আইন সম্মতভাবে ব্যবহার করার জন্যই। কিন্তু এখন সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় অস্ত্র থাকার পরও বিজিবি সদস্য অপহৃত হয়ে যায়। আমি প্রশ্ন করতে চাই- তখন তিনি অস্ত্র দিয়ে কি করেন।’
‘এই বাহিনীর দায়িত্ব বিরোধী দলের আন্দোলন দমানোর জন্য নয়, তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা।জালিমের শাষন বেশীদিন টিকে না।সব আকাম কুকামের কড়া গন্ডায় হিসাব দিতে হবে।

২| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: বিজিবি মহাপরিচালককে অস্ত্র দেওয়া হয়েছে নিজের পশ্চাদ্দেশ চুলকানোর জন্য - উনি এখন ঐ কাজটাই করে চলেছেন।

৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৫

মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: বউ পিটানো পুরুষের মরদামি যেমন বাশার গনডি তে সীমাবদ্ধ তেমনি বিজিবির মরদামি জনগন কে দমন করার রাজনৈতিক ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ । কোন সীমান্তেই তারা -- তে পারছে না।

৪| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

কাউন্টার নিশাচর বলেছেন: দেশ রক্ষাকারী যখন, সরকারের পেটুয়া বাহিনি হয়ে যায়, তখন মুরগী চোর আর তাদের মধ্যে প্রার্থক্য থাকে না, যার প্রমান ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.