নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কম ভালোবাসা, কম স্নেহে বড় হচ্ছে \'সিংগেল প্যারেন্ট\'এর সন্তানেরা

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩



গড়ে, 'সিংগেল প্যারেন্ট'এর সন্তানেরা সাধারণ পরিবারের সন্তানদের চেয়ে কম ভালোবাসা, কম দয়া-মায়া, কম এটেনশন পেয়ে মানুষ হচ্ছে। পশ্চিমে গড়ে, শতকরা ২৫% ভাগ পরিবারের সন্তানেরা শুধু মাতা, বা শুধু পিতার সাথে বড় হচ্ছে; এবং এক সময় এরা সমাজর অংশ হয়ে যাচ্ছে! সবকিছু কম পাবার ফলে, এদের মানসিকতায় কি দয়ামায়া, ভালোবাসার কমতি পড়বে, এরা কি কোনভাবে সমাজকে প্রভাবিত করবে?

বাংলাদেশ, ভার‌্ত ও পাকিস্তানের শহরগুলোতে কষ্টকর একটা নাম হচ্ছে 'টোকাই'; এরা মাতাপিতাহীন, পরিবারহীন অবস্হায় বড় হচ্ছে! যদিও পুরো জনসংখ্যার তুলনায় এদের সংখ্যটা ছোট, এদের ভবিষ্যত কি, সমাজে এরা কোন ধরণের স্হান পাচ্ছে? মাতাপিতা না থাকলে এরা কাদের সন্তান হিসেবে এই সমাজে আছে? দেশের সাথে এদের সম্পর্ক কি? পশ্চিমে এখন আর টোকাই নেই; আছে 'সিংগেল প্যারেন্ট'এর সন্তানেরা।

বিধবা বা বিপত্নীকদের সন্তানেরা জানে যে, তাদের মাতা বা পিতার মৃত্যু হয়েছে; ফলে, এরা একক মাতা, বা পিতার সাথে, বা সৎ-মাতাপিতার সাথে বড় হওয়ার মানসিকতা নিয়ে বড় হয়ে উঠে; এদের মনে ভয় ও হারানোর বেদনা থাকলেও ক্ষোভ থাকে না। কিন্তু ডিবোর্স বা অবিবাহিত পিতামাতা আলাদা হলে, সন্তানদের মনে বিশাল চাপ পড়ে, ভয়, হতাশা ও ক্ষোভের সন্চার হয়। পশ্চিমে গড়ে শতকরা ৩০/৩৫ টি পরিবার গড়ে উঠছে বিবাহ বন্ধন ব্যতিত, এদের আলাদা হয়ে যাওয়াটার পরিমাণও খুবই বেশী, এদের সন্তানেরা যার সাথে থাকে, তাকেই জানে, যে ( বাবা কিংবা মা) চলে যায়, তার সাথে সন্তানদের বন্ধন থাকে না বললেই চলে।

আগামী কয়েক বছরের মাঝে পশ্চিমের ক্ষমতায়, রাজনীতিতে ও ব্যবসা বাণিজ্যে প্রতি ৩ জনে ১ জন হবে কম ভালোবাসা, কম দয়ামায়ায়, কম এটেশনে মানুষ হওয়া মানুষ। এদিকে পুর্বে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, যাদেরকে পশ্চিমের দিকে তাকিয়ে থাকতে হবে; বিশ্ব বেশ কমপ্লেক্স পরিবর্তনের মুখোমুখী হচ্ছে!

মন্তব্য ৮৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: বিশ্বে তো বহুদিন আগে থেকেই সিংগেল প্যারেন্ট'স প্রথা চলে আসছে বিশেষ করে পশ্চিমা দেশে। এটা ভালোই ভয়ংকর একটা ব্যাপার। এরা দয়ামায়াহীন হয়, এদের মনে ভালোবাসা লো রেটেড। খুব সুন্দর আলোচনা করেছেন।
এই সমস্যা আমাদের বাংলাদেশেও শুরু হয়ে গেছে!

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রশাসন, সরকার, ও শিক্ষিতরা নিজেদের ট্রেডিশনকে ছোট চোখে দেখেছেন; এরা বিদেশী ট্রেডিশনকে সহজে মেনে নিয়ে ধন্য হয়েছেন। শেফিক রহমানরা আমাদের সংস্কৃতির ধারক বাহক হিসেবে পরিচয় পেয়েছেন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

আবু তালেব শেখ বলেছেন: এই সন্তানেরা কি তাহলে ভবিষ্যতের জন্য হানিকর নাকি ক্ষতিকর?

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


এরা একটু আলাদা, এরা নিজেরা ভালোবাসা, দয়ামায়া কম পাচ্ছে! কম পাওয়াটাই একটা বড় সমস্যা

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ছেলল্পি (সেল্ফি)।।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


নিজেদের সংস্কৃতি, ট্রেডিশন রক্ষায় সরকারের কোন পদক্ষেপই নেই; ফলে, জাতী কাহাদের অনুসরণ করবে, সেই নির্দেশনা কোথায়ও নেই।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
এইটার জন্য কি "একুশে পদক" দেওয়া যায়?

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


সরকার জাতীর নিজস্ব ট্রেডিশন, সমাজ গঠনের অর্থনীতি, সংস্কৃতি চালু করার মতো দক্ষ নন।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

নতুন বলেছেন: পশ্চিমে তো অনেক সমস্যাই আছে....

এই গুলি এখন আমাদের দেশে আসছে.....

সেটা আমাদের সমাজ কিভাবে সামাল দেবে সেটাই বিষয়।

যৌথ পরিবার ভেঙ্গে যাচ্ছে..... ওল্ড হোম চালু হচ্ছে দেশে...

সিংগেল প‌্যারেন্টস আমাদের দেশেও চালু হবে অদুর ভবিষ্যতেই

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


সাইফুর রহমান, কিবরিয়া সাহেব বাংলাদেশে পশ্চিমের মত গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছিলেন; মুহিত সাহবে সেটাকে বড় করার চেষ্টা করছেন। এই ধরণের অর্থনীতি বড় পরিবার সাপোর্ট করে না।

দরকার ছিলো আমাদের জাতীয় ট্রেডিশন, সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে অর্থনীতি গড়ে তোলা।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

মিঃ আতিক বলেছেন: পূর্বের লোকেরা পশ্চিমে চেয়ে থাকবে সাহায্যের জন্য এটা বিশ্বাস করিনা,

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ১৯৭২ সালে সাহায্য চেয়েছে, ২০১৭ সালে সাহায্য নিয়েছে; এবার বলুন। পাকিস্তান বিনা সাহায্য চলার কথা ভাবতেও পারবে না।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

নূর-ই-হাফসা বলেছেন: কথা সত্য । সিঙ্গেল প‍্যারেন্ট এ বেড়ে ওঠা সন্তান রা অধিকাংশ বখে যায় । বাবা মার মাঝের সম্পর্ক গুলো ভালো থাকলে সেই সন্তান গুলো স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে । এমনিতেই একক পরিবার গড়ে ওঠছে , তার উপর যদি বাবা মা না থাকে ওদের জীবন আরো একাকী হয়ে পড়ে ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে 'ওয়েলফেয়ার' এর মাধ্যমে কোনভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে; আমাদের সরকারের ওয়েলফেয়ার নেই, এরা কিভাবে কি করবে কে জানে!

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

শিখণ্ডী বলেছেন: বিবাহহীন দম্পতিরা ভালবাসার কথা বলে ভালবাসাহীন এক পৃথিবী তৈরি করছে। এরা নিজেরাও জানে তাদের সম্পর্ক টিকে থাকার নয়।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


একত্রে বসবাস শুরু করার পর, বিবাহহীন-ভালোবাসা কমে আসার শুরু করলে, সেটাকে রিপেয়ার করার তাগাদা থাকে না।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

শাহিন-৯৯ বলেছেন: আমাদের দেশে এসকল বিষয় প্রভাব পড়লে তা খুবই কম হবে, কারণ আমাদের দেশে এখনও মানুষ অনেকাংশে ধর্ম বিশ্বাসী, আর ইসলাম ধর্মে পিতা-মাতার সেবা কথা গুরুত্ব দিয়েছে।
শহর কেন্দ্রীক কিছুটা প্রভাব পড়লেও গ্রামে প্রভাব পড়বে না বললেই চলে।

অর্থনীতির জন্য আমরা আলাদা বসবাস করলেও এখন নাতি-নাতনি নিয়ে সকলে মোটামুটি সময় কাটায়, পশ্বিমে তা নেই বললেই চলে।
যেীথ পরিবারে বেড়ে শিশুদের মানসিক অবস্থা অনেক ভাল থাকে।
সুন্দর একটা বিষয় নিয়ে অাসার জন্য ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


এই মহুর্তে 'টোকাই' ব্যতিত বড় কোন এ ধরণের সমস্যা নেই।
টোকাইদেরকে সরকার ও মানুষেরা সমাজিক সমস্যা মনে করছে না; এটা ভয়ংকর মানসিকতা; ফলে, সিংগেল মাদারের সংখ্যা বাড়লেও সরকার মাথা ঘামাবে না।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

বিলুনী বলেছেন: অনেক মুল্যবান কথা বলা হয়েছে পোষ্টটিতে। সরকারের এ বিয়য়ে গুরুত্ব দেয়া প্রয়োজন ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



সরকার নিজেই পিতৃহীন, মাতৃহীন টোকাই, উহাকে পালন করা নাগরিকদের দা্যিত্ব হয়ে গেছে

১১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বিপুল ঘণবসতির দেশ হিসেবে বাংলাদেশ অন্যন্ন গরিব দেশ থেকে ভাল আছে।
সামাজিক সুচকগুলোতে সন্তোষজনক ভাবে অগ্রগামী।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি সম্ভবত থার্মোমিটার দিয়ে মাপছেন। ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ থাকার পর, ঢাকা ও চট্টগ্রাম শহরের টোকাইদের অধিকার হরণের জন্য মুহিত সাহেব জেলে থাকার কথা।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আমার চোখের সামনে দুই জন কে দেখেছি যাদের মা আরেকটা বিয়ে করেছেন , আরেকজনের বাবা মা দুইজনই আলাদা বিয়ে করেছেন । তাদের সবাই খারাপ বলে । কিন্তু তাদের খারাপ হ ওয়ার কাহিনী কেউ খুঁজতে চায় না ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:



সবকিছুর পেছনে কিছু একটা কারণ থাকে, কিন্তু সিংগেল পরিবারের সন্তানেরা কম-ভালোবাসা পেয়ে মানুষ হয়ে থাকে, এটা বিশ্বের জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা; কারণ, পশ্চিমই ইহার প্রথম ভিকটিম হতে যাচ্ছে।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩২

রসায়ন বলেছেন: বিদেশে ওরা নিজেরাই একাকীত্ব প্রমোট করে কারণ যত আলাদা ব্যক্তি তত সংখ্যক প্রোডাক্ট বিক্রি। যেমন একটি পরিবারের একটি টুথপেস্ট দিয়েই কাজ চলে এখন সবাইকে আলাদা করে দিলে সবাই একটা করে কিনবে । আসলে সবই ধান্দা

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা, দয়ামায়া, সহানুভুতি ধান্ধার মাঝে পড়ে না; বিশ্বে ওরাই মানবতাকে উপরে রাখার চেষ্টা করছে।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন: পথফুল নিয়ে এদেশের সরকার মোটেও চিন্তা করে বলে মনে হয় না। কিন্তু য়ারা শ্লোগান দেয়, দারিদ্র বিমোচনের। শয়তানও ওদের নির্বোধ অবস্থা দেখে লজ্জা পায়।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



এই দেশের একটা ইউনিভার্সিটি, একজন প্রতিষ্টিত বিচারক, হাইকোর্ট, কোনদলের নেতা সরকারকে বলেনি টোকাই সমস্যা সমাধান করার জন্য, ১৭ কোটী একদিন বলেনি এই বাচ্চাগুলো আমাদের বাচ্চার মতো; এইটা একটি জাতি নয়, এরা নিজের সন্তান ব্যতিত বাকী সন্তানদের চেনে না, এটা লজ্জাহীন জাতি

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮

আটলান্টিক বলেছেন: চীনের মত আমাদের ও ১০ বছরের জন্য সকল ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া দরকার।


তাহলে সকল সমস্যা সমাধানের একটা পথ বের হতে পারে।ইউনিভার্সিটি গুলো শুধু বেকার তৈরি করছে।ঢাবির এক ছাত্র চাকরি না পেয়ে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় আত্মহত্যা করেছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


চীনের বেলায়, সেই সময়ে সেটা কিছুটা কাজ করেছে; আমাদের বেলায়, এই সময়ে এই ধরণের পদক্ষেপ কাজ না করার কথা।

বেকারত্ব কমানোর জন্য বুদ্ধিমান লোকের দরকার হয়; মুহিত সাহেব, ওবায়দুল কাদের, নাহিদ সাহেবেরা গড় বাংগালী থেকে কম বুদ্ধিমান, উনারা পার্টির কারণে ওখানে গিয়ে সমস্যার সৃস্টি করছেন মাত্র।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

জাহিদ অনিক বলেছেন:



কম ভালোবাসা, দয়া-মায়ায় বড় হচ্ছে 'সিংগেল প্যারেন্ট'এর সন্তানেরা
শিরোনামেই প্রচুর অবহেলা ও দয়া হয়েছে সিংগেল প্যারেন্ট ও তাদের সন্তানদের জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব এই ধরণের সমস্যার মাঝে চলে গেছে, এবং সেটা বাড়ছে।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

জুন বলেছেন: করুন বাস্তব আজকের সমাজে । এরাই একসময় অপরাধের জগতে জড়িয়ে পরে অগোচরে ।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


এই অংশ অবশ্যই পুরোপুরি স্বাভাবিক জীবন না পাবার সম্ভাবনা

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: বেশির ভাগ মানুষ এখন মনে হয় একা থেকেই সুখী হতে চায়।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


জাপানী ইন্জিনিয়ার ( গড়ে, বিশ্বের সবচেয়ে বেশী দক্ষ ও বেশী বেতনের ইন্জিনিয়ার) ভয়ে বিয়ে করছে না; জীবনযাত্রার ব্যয় এত বেশী বেশী যে, তারা ম্যানেজ করতে পারছে না। কিভাবে এটা সম্ভব? তারা জীবনকে ভুল দিকে নিয়ে গেছে, জীবনযাত্রার ব্যয় কমানোর দরকার পুরো জাটির জন্য।এটা একটা উদাহরণ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন: এ থেকে উত্তরণের পথ?

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ ও আমেরিকায় এসব নিয়ে সমাজ কিছু বলছে না; সুতরাং এটা কমার সম্ভাবনা আগামী কয়েক দশকের মাঝে নেই।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: মানুষ তার ব্যবহার দিয়েই মানুষকে আপন করে নেয় । মাঝে মাঝে হঠাত মনে হয়- কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি । ছেলে হয়ে জন্মানো সহজ, পুরুষ হওয়াই কঠিন ।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


আজকে যারা ফাঁস-করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, তারা যখন দেশ চালাবে, তখনো আপনি ব্লগিং করবেন।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

আটলান্টিক বলেছেন:
আজকে যারা ফাঁস-করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, তারা যখন দেশ চালাবে, তখনো আপনি ব্লগিং করবেন।

এইটার মানে বুঝলাম না গাজীসাহেব?

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


দুর্বল গোষ্টী যেদিন দেশ পরিচালনার ভার পাবে, সেদিন অবস্হা আরো খারাপের দিকে যাবে, ভবিষ্যত উজ্বল নয়, প্রতিবাদেও কাজ হবে না, কারণ ওদের মাথায় কিছু থাকবে না।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ ধরণের সমস্যা সব দেশেই দিন দিন বাড়ছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



এটি একটি সামাজিক সমস্যা, যা পুরো মানব জাতির জন্য অস্বাস্হ্যকর।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

আনু মোল্লাহ বলেছেন: এই ধরনের কম ভালবাসা, কম দয়ামায় তাদের জীবনের বেড়ে উঠায়, মন মাসকিতা গড়ে উঠায় বিশেষ প্রভাব রাখবে। এর প্রভাব পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রে পড়বে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


দুর্বল বীজ বপন করা হচ্ছে, দুর্বল ফসল ঘরে আসবে।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

তারেক ফাহিম বলেছেন: অামাদের দেশের জন্য হুমিক মনে হচ্ছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



সবার জন্য হুমকি; বিশ্ব আজ এমন যায়গায় এসেছে যে, বার্মার সেনা বাহিনীর অত্যাচারে রামুর পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

নীলসাধু বলেছেন: খুব ভালো একটি পয়েন্ট তুলে ধরেছেন। বিষয়টি যথেষ্ট ভাবনার।
সমাজবিজ্ঞানীরা কি করছেন এ বিষয়ে।
নিশ্চয় তারাও সচেষ্ট আছেন কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাওয়া যাবে সে বিষয়ে। তবে পূর্ব এবং পশ্চিমের যে বিষয়টি বলেছেন সেটাও আশংকার। দেখা যাক কি হয়। দুনিয়াতো ইতোমধ্যে বদলেই গেছে। আমাদের বাবা দাদারা যে প্রেম মমতা ভালোবাসার মাঝে ছিলেন আমরাই তা পাইনি। আমাদের বাচ্চারা পেয়েছে আরো কম। আর যাদের কথা বলেছেন তাদের কথা অনুমেয়।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম এই নিয়ে এখনো মুখ খোলেনি, এখনো এটিকে সমস্যা হিসেবে নিচ্ছে না পশ্চিম; ফলে, ইহা এখনো চলমান ও গ্রহনযোগ্য বিষয়।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

মিথী_মারজান বলেছেন: এক্ষেত্রে বাচ্চারা খুব মানসিক কষ্ট পায় এটা সত্যি আবার অশান্তির সংসার যেখানে সারাদিন বাবা-মা সারাদিন ঝগড়াঝাটি করে এসব পরিবেশও কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশে সমান হুমকিস্বরূপ।
এখন আবার এমন সিংগেল প্যারেন্টও দেখা যায় যারা আলাদা থেকেও দুজনেই সমানভাবে বাচ্চার দায়িত্ব পালনে সচেষ্ট থাকে।
তারপরও এতে সন্তানের ক্ষতি ছাড়া ভাল কিছু হয়না।
খুব কষ্ট হয় এমন শিশুদের জন্য।

আচ্ছা, পশ্চিমা দেশগুলোতে ওয়েলফেয়ারের মাধ্যমে কি ধরণের কাজ করে এসব শিশুদের নিয়ে?
টোকাই ধরণের গরীব শিশুদের নাহয় পড়াশোনা, বাসস্থান বা কর্মসংস্হানের সুযোগ করে দেয়া যায়। কিন্তু স্বচ্ছল পরিবারের এমন সন্তানদের জন্য কি কোন ধরণের ব্যবস্হা নিয়ে থাকে ওইসব দেশে?


১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


স্বচ্ছল পরিবারের সন্তানেরা নীরবে অনেক কিছু হজম করছে; তবে, এর ফলাফল সমাজ পাবার মত সময় কাছে এসেছে, সংখ্যা বাড়ছে।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পূর্ব শুধুই পশ্চিমের দিকে তাকিয়ে থাকবে, সেটি আর তেমনভাবে হবে না। টেরাম্প অথবা তেরেসা, বারাক অথবা ক্যামেরন... এগুলো সবই এক। বহির্গত কোন পার্থক্য নেই। সাম্রাজ্যবাদী সাহায্য তহবিলের দিনগুলোও শেষ হয়ে আসছে। এই পরিবর্তনের ধারা খারাপ নাকি ভালো, সেটি সময়ই বলে দেবে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


সময় অবশ্যই বলে দিবে, সন্দেহ নেই; কিন্তু আমরা কি 'সময়ের' আগে কিছুটা অনুমান করতে পারবো?

যেই জাতির সন্তানের মাঝে "টোকাই" আছে, সেই জাতি আগামীকাল যে, জাপান হচ্ছে না, সেটা অনুমান করা সম্ভব; যে "টোকাই" জীবনে কিছু পায়নি, সে আপনার পাওনা একদিন ঠেকায়ে দেবে ঠিক সময়।

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেদের সুখের জন্য এরা সন্তানের সুখের কথা ভাবছেনা। বড় হয়ে এই সন্তানেরা কারো প্রতি দায়ত্বশিল হতে পারেনা।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



এটি একটি ভয়ানক ভালোবাসার বিষাক্ত সার্কেলে পরিণত হয়েছে, যার পরিধি প্রতিদিন বেড়ে বাংলাদেশ, ভারত ও আফ্রিকাকে গ্রাস করছে; এদের সন্তানেরা বিশ্বের মালিকানা পেলে, সেই বিশ্ব কেমন হবে?

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আজকে যারা ফাঁস-করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, তারা যখন দেশ চালাবে, তখনো আপনি ব্লগিং করবেন।

ব্লগিং করে তাদের মন্ডুপাত করবো।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আমরা এরশাদ, বেগম জিয়ার ও শেখ হাসিনার মুন্ডপাত করে চলেছি, আর উনারা আমাদেরকে ভেঁড়ার মত পালনকরে চলেছেন।

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীটা দিনে দিনে জটিলতর হয়ে যাচ্ছে। ক্রমশঃ আতঙ্কিত হবার সময় আসছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


বিয়ে সামাজিক নিয়মগুলোর মাঝে একটি বড় নিয়ম, এটি সঠিকভাবে হলে সমাজের স্বাস্হ্য ভালো থাকবে।

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পশ্চিমাদের সমাজ ব্যবস্থা এরকম সিঙ্গেল প্যারেন্টস এর কারণে দুর্বল হয়ে যাচ্ছে মনে হয়। এতে করে ওখানে থাকা ভিনদেশিরা বিশেষ করে এশিয়ানরা সামনে হয়ত প্রভাব বিস্তার করবে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় এখন এশিয়ানদের মাঝে চীনাদের সংখ্যা বাড়ছে দ্রুত; সবচেয়ে দয়ালু চীনা, একজন রূঢ় আমেরিকান থেকে আজীবন পেছনে থাকবে।

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: মূল্যবোধ তলানিতে ঠেকার কারনে বিশ্বকে অনেক মূল্য চুকোতে হবে!!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সমাজে দয়া মা্যা কমবে, হতাশা বাড়বে, সমস্যা বাড়বে।

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মরুচারী বেদুঈন বলেছেন: ওদের থেকে জ্ঞান-বিজ্ঞান নেওয়া যায়! বিজ্ঞান একসময় মুসলিমদের ছিল। ওরা আমাদের থেকে বিজ্ঞান নিয়েছিল ঠিক তবে আমাদের কালচার নেয় নি। কিন্তু আমরা আজ ওদের জ্ঞান বিজ্ঞানের তুলনায় ওদের কালচার বেশি গ্রহণ করছি! যে কালচারের কারণে ওদের আজ এই অবস্তা!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আধুনিক বাংগালীরা অনুকরণ-প্রিয় হয়ে গেছে; ফলে, সোজা কিছুর পেছনে ছুটছে

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

উম্মে সায়মা বলেছেন: এ ব্যাপারটা নিয়ে আমিও মাঝে মাঝে ভাবি। এরকম বাচ্চাগুলোর মন ছোট হয়ে যায়। আর অবহেলা পেয়ে পেয়ে পরবর্তীতে কেমন যেন নিষ্ঠুর হয়ে যায়।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


এটাই স্বাভাবিক, অনাদরে মানুষ হলে সমস্যা হবে।

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: বিশাল চিন্তার বিষয় !

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


সভ্যতার চেহারা কিছুটা বদলাবে।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২

সোহানী বলেছেন: অসম্ভব প্রয়োজনীয় একটি বিষয় তুলে এনেছেন। পশ্চিমা দেশে থাকি বলে খুব কাছ থেকে এদের হতাশা দেখেছি।

কিন্তু দেশের অবস্থা অন্যরকম। এ টোকাইরাই হয় গালকাটা কামাল বা ভাড়টে সন্ত্রাসী, কেউই দেখার নেই। কারন রাস্তাঘাটে বেড়ে উঠা এদের মিনিমাম শিক্ষাটুকু ও নেই।

আর বিশ্ব পরিচালনার আপনার এ সন্দেহ অমূলক নয়। বিশ্ব এক অস্থিরতার দিকে চলে যাচ্ছে দিন দিন। কারন শৈশব সুন্দর না হলে তার কিছুই সুন্দর হয় না। দেখবেন সব অপরাধীরই কৈশরে অবহেলার স্বীকার।

অনেক ভালো লাগলো, এরকম একটি হতাশ পরবিারের কথা অনেকদিন থেকেই বলবো ভাবছি।++++++++

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


সারা বিশ্বই মন্হরগতিতে একটি বড় সামাজিক সমস্যার দিকে এগুচ্ছে, মনে হয়।

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

আটলান্টিক বলেছেন: ব্লগে ফেসবুকের মতো চ্যাট সিস্টেম থাকলে ভাল হতো।ব্লগাররা নিজেদের মতো চ্যাট করতে পারতো

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং সময়ের ভালো লেখক, চিন্তাশীল জেনারেশনের জন্ম দেবে; এখানে আলোচনা সবাই দেখেন ও সবাই সমপরিমাণ ফিডব্যাক পেতে পারেন।

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

শায়মা বলেছেন: বাংলাদেশেও বাড়ছে এই সংখ্যা।

ভাইয়া কেমন আছো?

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে শেফিক রেহমানরা সংস্কৃতির নতুন পয়গম্বর, নাকি দিগম্বর হওয়াতে অপকর্মও সংকৃতিতে পরিণত হয়ে যাচ্ছে; তার মতো লোকদের একটু টাইটে রাখার দরকার।

আমি ভালো আছি, ধন্যবাদ; আপনি কেমন আছেন?

৩৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

শায়মা বলেছেন: আমি অনেক আনন্দে আছি ভাইয়া! :)

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আপনি বালির ঐ স্পেশাল কফি খেয়েছেন?

৪০| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

শায়মা বলেছেন: নো ওয়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ইয়াক থু থু থু !

কে খায়!!!!!!! :-P


আমি খেয়েছি !!!!!!!!! :)


এটা ভাইয়া!!!!!!

স্যুগার ফ্রি টা তোমার জন্য ! :P

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে। ভাবছিলাম, এত আনন্দিত হওয়ার পেছনে সপেশাল কফি

৪১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ পোস্টে গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, শীঘ্রই বিশ্বকে এগুলোর সন্মুখীন হতে হবে

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

রক বেনন বলেছেন: প্রপার ফ্যামিলিতেও আজকাল অনেক প্রবলেম। পারিবারিক শিক্ষা ব্যবস্থা আজকাল প্রায় ভেঙেই পড়েছে। ছোটবেলা থেকে বাবা-মা-ই বাচ্চাদের হাতে ধরিয়ে দিচ্ছে মোবাইল। প্রশ্ন ফাঁস নিয়ে অনেক বাবা মায়ের মাথা ব্যাথাই নেই। তাদের চিন্তা আমার ছেলেমেয়ে ভাল জিপিএ পেলেই হলো। কিভাবে পেল তার দরকার নেই। অল্প বয়সে ছেলেমেয়েদের বখে যাওয়া নিয়েও অনেক বাবামায়ের মাথা ব্যাথা নেই। তাদের ধারণা এটা বখে যাওয়া নয়, আধুনিকতা!!

২১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


শহরের পরিবারগুলো যাদের বাড়ীঘর/রিয়েলস্টেট আছে, তাদের অনেকের আয়ের শেষ নেই; তারা ছেলেমেয়েদের শিক্ষা ইত্যাদি টিুটরদের হাতে ছেড়ে দিয়েছে, নিজেরা আড্ডা দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে!

৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

মিরোরডডল বলেছেন: Very well writing and so true as well. I feel for those kids cause its not their fault but they are victim.
Most of them are either derailed or depressed.

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


সঠিক, এসব বাচ্চারা ভিকটিম; তবে, এদের সংখ্যা বেড়েই চলছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.